হুসাইন আহমদ মাদানির গ্রন্থপঞ্জি
উইকিপিডিয়া গ্রন্থপঞ্জি
"হুসাইন আহমদ মাদানির গ্রন্থপঞ্জি" নামের এই তালিকায় উনবিংশ-বিংশ শতাব্দীর ভারতীয় ইসলামি পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ ও দার্শনিক হুসাইন আহমদ মাদানির রচিত গ্রন্থসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৩৮ সালে প্রকাশিত সম্মিলিত জাতীয়তাবাদ ও ইসলাম তার সর্বশ্রেষ্ঠ রচনা। তার অন্যান্য রচনাবলির মধ্যে রয়েছে:
নং | নাম | বিষয়বস্তু | শনাক্তকারী |
---|---|---|---|
১ | সম্মিলিত জাতীয়তাবাদ ও ইসলাম (১৯৩৮) | সম্মিলিত জাতীয়তাবাদ | আইএসবিএন ৯৭৮৮১৭৩০৪৫৯০৫ |
২ | নকশে হায়াত (১৯৫৩) | আত্মজীবনী | ওসিএলসি 644599813 |
৩ | হামারা হিন্দুস্তান আওর উসকে ফাজায়েল (১৯৪১) | ভারত | ওসিএলসি 934475764 |
৪ | আশ শিহাবুস সাকিব (১৯০৬) | মতবাদ খণ্ডন | ওসিএলসি 12671023 |
৫ | সফরনামা শায়খুল হিন্দ (১৯২০) | ভ্রমণকাহিনী | ওসিএলসি 417409837 |
৬ | সফরনামায়ে আসিরে মাল্টা (১৯৯৪) | মাহমুদ হাসান দেওবন্দি | ওসিএলসি 1154144943 |
৭ | মাকতুবাতে শায়খুল ইসলাম (১৯৫২) | বক্তৃতামালা | ওসিএলসি 606399350 |
৮ | দরসে বুখারি (১৯৯৬) | হাদিস | ওসিএলসি 48222917 |
৯ | পাকিস্তান কিয়া হায়? (১৯৪৬) | পাকিস্তান আন্দোলন | ওসিএলসি 48690135 |
১০ | মালফুজাতে শায়খুল হাদিস (১৯৬৪) | বক্তৃতামালা | ওসিএলসি 19935472 |
১১ | মালফুজাতে হযরত মাদানি (১৯৯৭) | বক্তৃতামালা | ওসিএলসি 40869463 |
১২ | দাড়ি কি শরয়ি হাশিআত (১৯৮৯) | শরিয়ত | ওসিএলসি 716410543 |
১৩ | ফতোয়ায়ে শায়খুল ইসলাম (১৯৯৯) | ফতোয়া | ওসিএলসি 62340715 |
১৪ | সালাসিলে তাইয়্যিবা (১৯৩৩) | সুফিবাদ | ওসিএলসি 316073609 |
১৫ | তেহরিকে রেশমি রুমাল (১৯৬৬) | রাজনীতি | ওসিএলসি 499687597 |
১৬ | তাকরিরে তিরমিজী (১৯৬৫) | হাদিস | ওসিএলসি 32511093 |
১৭ | আমিরে জামায়াতে ইসলামী হিন্দ কি মাওলানা মাদানি সে মুরসালাত (১৯৮৪) | আকিদা | ওসিএলসি 24380852 |
১৮ | ইমান ও আমল(১৯৫৩) | সমালোচনা ও ব্যাখ্যা | ওসিএলসি 823603011 |
১৯ | মুরাদাবাদ জেল মে দরসে কুরআন কি সাত মজলিসিন (১৯৬৯) | বক্তৃতামালা | ওসিএলসি 1179207119 |
২০ | তাসাউফ কি হাকিকত আওর উস কে মাসায়েল (২০০৫) | সুফিবাদ | ওসিএলসি 62393419 |
২১ | মওদুদী দস্তুর আওর আকায়েদ কি হাকিকত (১৯৫৫) | সমালোচনা | ওসিএলসি 506172996 |
২২ | খুতবায়ে সদারাত (১৯৪০) | জমিয়ত উলামায়ে হিন্দ | ওসিএলসি 253871340 |
২৩ | মাকতুবাতে হেদায়েত (১৯৫১) | জমিয়ত উলামায়ে হিন্দ | ওসিএলসি 21759975 |
২৪ | মুসলিম লীগ কি আত মুসলিম - কুছ ছিয়াছি গালতিয়ান (১৯৪৪) | পাকিস্তান আন্দোলন | ওসিএলসি 253924103 |
২৫ | খুতবাতে মাদানি (১৯৯০) | জাতীয়তাবাদ | ওসিএলসি 604936696 |
২৬ | মুসলমানো কে আফকার ওয়া মাসায়েল (২০০৩) | ভারতীয় মুসলিম | ওসিএলসি 57068659 |
২৭ | মিস্টার জিন্নাহ কা পার আসরার মুআম্মাহ আওর উসকা হল (১৯৪৪) | পাকিস্তান আন্দোলন | ওসিএলসি 21977180 |
আরও দেখুন
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনা- গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭)। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ১৫৩–১৫৯। আইএসবিএন 9789849039107।
- সায়েদা, লুবনা শিরিন (২০১৪)। স্বাধীনতা আন্দোলনে মাওলানা হুসাইন আহমদ মাদানির বিশেষ উল্লেখ সহ জমিয়ত উলামায়ে হিন্দের একটি গবেষণা (১৯১৯ — ১৯৪৭) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র: ড. বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াদা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১০০–১০২।