ব্যবহারকারী আলাপ:AstroWizard/সংগ্রহশালা ১

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ২ বছর পূর্বে "জাহানাবাদ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

কিছু পরামর্শ সম্পাদনা

প্রিয় ওহিদ ভাই!! আপনার সম্পাদনা গুলো ঠিক আছে। কিন্তু আপনি আন্তঃ উইকিতে নিবন্ধ যোগ করছেন না। জেলিমখান ইয়ান্দার্বিয়েভ এই নিবন্ধে রেফারেন্স যুক্ত করেননি। এছাড়াও নিবন্ধের মধ্যে উইকিপাতা লিঙ্ক করছেন না, বিষয়শ্রেণী যুক্ত করছেন না। আপনার সম্পাদনা দেখে বুঝা যায়, আপনি উইকিপিডিয়ার কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটি অভিজ্ঞ (ব্যবহারকারী পাতায় দাবীও করেছেন এমনটা)। তাই বলছিলাম উপরোক্ত কাজ গুলোর দিকে লক্ষ্য রাখুন। এইগুলো করুন। আর আমার কোন সাহায্য লাগলে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৩:৪৪, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: ধন্যবাদ! ভাইয়া, আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আমি এগুলো এখন থেকে খেয়াল রাখবো। আসলে ভুলে গিয়েছিলাম আন্তঃভাষার সংযোগ করতে। ~ ওহিদ (আলাপ) ০৪:০৮, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আইপি ব্যবহারকারীদের বার্তা প্রদান সম্পর্কে সম্পাদনা

সুধী, আইপি ব্যবহারকারীদের সতর্কবার্তা প্রদান করার প্রয়োজন নেই অধিকাংশ আইপি গুলো হচ্ছে মোবাইল/পরিবর্তনশীল আইপি যেগুলো কিছুক্ষণ পরপর পরিবর্তন হয় কাজেই আপনি যাকে বার্তা প্রদান করছেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সেই বার্তা পাবেন না এবং এটা একরকম সময়ের অপচয়ই বটে। আপনার উইকিযাত্রা শুভ হোক —শাকিল (আলাপ · অবদান) ১৫:১৭, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil: ধন্যবাদ! ভাইয়া, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ~ ওহিদ (আলাপ) ১৫:২৫, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  ভদ্রতা পদক
ওহিদ ভাই, আপনাকে ভদ্রতা পদক দিয়েই, পদক দেওয়া শুরু করলাম। ১০০০ সম্পাদনা করে ফেলায় আপনাকে এই পদক নয় ভালোবাসা দিলাম। শুভ কামনা আপনার জন্য। আহহা, প্রাক-প্রদর্শন করে দেখি চা পানের ছবি, বাইরে গিয়ে চা খেয়ে আসুন। ধন্যবাদ। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৪:৫৮, ৩১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Prodipto Deloar: অসংখ্য ধন্যবাদ, ভাই! আপনার জন্যও ভালোবাসা ও শুভ কামনা রইল। ~ ওহিদ (আলাপ) ০৭:৪৬, ৩১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সুধী, উইকিপিডিয়ায় মৌলিক কোন কিছু লেখার কোন সুযোগ নেই, কাজেই লেখাগুলো উৎসের সাথে কিছুটা মিল থাকবে এমনটাই স্বাভাবিক। কপিভায়ো সনাক্তকারী টুলসে ৩০% এর কম কপিরাইট লঙ্ঘন থাকলে সেটা কোন সমস্যা নয়, নিবন্ধের বর্তমান সংস্করণে তা ৩০% এর কম তাই এটি কপিরাইট লঙ্ঘন নয়। নিবন্ধে কোন সম্পাদনা বাতিল করবেন না, উইকিপিডিয়ার সমৃদ্ধিতে কাজ করুন। ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ১২:৪৬, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil: ভালোভাবে, পুরোটা পড়ে দেখেন। আমি অনেকক্ষণ পড়ার পড়েই কপি থাকা বিষয়বস্তু অপসারণ করেছি। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ১২:৫১, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
সম্পূর্ণ কপি লেখাগুলো আমি পুনঃলিখন করেছিলাম, সেগুলো রাখতে সমস্যা কি? এবং এটি উইকিপিডিয়ার কোন নীতিমালা ভঙ্গ করে সেটা আমাকে বলেন শুনি? —শাকিল (আলাপ · অবদান) ১২:৫৩, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: আপনি বেশি কিছু পরিবর্তন বা পুনঃলিখন করেননি (দেখেন )। আর কপি করা লেখায় যা ছিল তা ঘুরিয়ে পেচিয়ে এক (সাধারণ চোখে দেখা যায় না); এটা দেখেন। ~ ওহিদ (আলাপ) ১৩:০০, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
পুনঃলিখন কাকে বলে তাহলে? আমি যতটুকু পরিবর্তন করেছি সেটা কপিরাইট সমস্যা সমাধানের জন্য যথেষ্ট ছিল। উপরে করা প্রশ্নটির উত্তর দিন, এটি উইকিপিডিয়ার কোন নীতিমালা ভঙ্গ করে? —শাকিল (আলাপ · অবদান) ১৩:১৩, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: দুঃখিত, আমার মনে হয় না, আপনি নিবন্ধটি পড়েছেন (বা ভালোভাবে দেখেছেন), আমি একবারও বলিনি যে আমি সম্পূর্ণটা অপসারণ করেছি। শুধুমাত্র কপি করা অংশ যা আগে থেকেই ছিল, সেটি অপসারণ করেছি। আপনি শুধু কি পরিবর্তন করেছেন? "দায়িত্বরত" ও "এবং" যোগ করেছেন। সেই বাক্যটিতে, যেটাতে কপিরাইট লঙ্ঘন ছিল না (আগেরটাতে ছিল না কিন্তু শেষের বাক্যটি সম্পূর্ণ কপি করা; কিন্তু কপিরাইট লঙ্ঘন খুব কম)। একজন অভিজ্ঞ ব্যবহারকারী হিসেবে আপনার এই ভুল গ্রহণযোগ্য নয়। আমার অভিজ্ঞতা এতোটাও বেশি নয়, যতটা আপনার; তাই আমি তর্ক করতে চাই না, ক্ষমা করবেন। ~ ওহিদ (আলাপ) ১৩:৩৪, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
অনেক কিছুই উত্তর দেওয়া যেতে পারে, শারীরিক অসুস্থতার জন্য বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না। আপনি হয়তো লক্ষ্য করেননি নিবন্ধটি আমি তৈরি করেছিলাম কাজেই আমি এটি পড়িনি বা এই সম্পর্কে জানিনা আপনার এইরকম ধারণা ভুল। আমি শুরুতেই কপিরাইট লঙ্ঘনের শতাংশের হিসাব বলেছিলাম সেটাও আপনি লক্ষ্য করেননি। যাইহোক সম্পাদনা সারাংশ ব্যবহারে সতর্ক হউক, ব্যক্তিগত আক্রমণকে উইকিপিডিয়ায় গুরতর অপরাধ হিসাবে দেখা হয়। কোন কিছু করার পূর্বে নীতিমালাগুলো ভালোভাবে পড়ে নিন এবং নতুন সম্পাদকদের সম্পাদনার উপর আস্থা রাখুন, আপনার উইকিযাত্রা শুভ হোক —শাকিল (আলাপ · অবদান) ১৫:২২, ৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: ভাই, আপনি আবারও ভুল বুঝছেন, আমি আপনার লেখাটার কথাটি বলিনি; আমি সেই ব্যবহারকারীর কথা বলেছি, যে কপি করেছিল। আমি দেখেছি যে, আপনিই এই নিবন্ধটি তৈরি করেছেন। আমি আর কথা বাড়াতে চায় না, আপনার শারীরিক সুস্থতার কামনা করে, বিদায় নিচ্ছি। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ১৫:৩৯, ৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

উদ্ধৃতিচিহ্ন এবং রেফারেন্স টেমপ্লেটের তারিখ সম্পাদনা

সুধী, আপনার সাম্প্রতিক সম্পাদনাগুলোয় লক্ষ্য করলাম যে আপনি রেফারেন্স টেমপ্লেটের তারিখ পরামিতিতে বাংলা অংশটুকু ইংরেজি করে দিচ্ছেন। সেগুলোতে শুধু কমার জন্য সমস্যা হয়েছিল। যেমন: সেপ্টেম্বর ২১, ২০০১ ভুল বার্তা দিচ্ছে; কারণ এটি বাংলার জন্য আদর্শ ফরম্যাট নয়। এটিকে ২১ সেপ্টেম্বর ২০০১ দিলে শুদ্ধ দেখাবে। শুধু শুধু ইংরেজি করার দরকার নেই।

আরেকটি বিষয় হলো উদ্ধৃতিচিহ্ন। টেকনিক্যাল অংশ, যেমন: তথ্যসূত্রের নাম ইত্যাদি ক্ষেত্রে " " ব্যবহৃত হয়। কিন্তু সাধারণ লেখার ক্ষেত্রে </nowiki>“ ”</nowiki> এর ব্যবহারকে বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় মান্য হিসেবে ধরা হয়। যদিও আপনার সম্পাদনায় এই বিষয়ে কোনো কিছু চোখে পড়েনি; তবু বলাটা দরকারি মনে হলো। শুভকামনা। — Meghmollar2017আলাপ১২:২১, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উৎস উদ্ধার করে শুধু শুধু কষ্ট করবেন না। ব্যবহারকারী:InternetArchiveBot এই কাজটি করে দেয়। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৩, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

স্ক্রিপ্ট ব্যবহার প্রসঙ্গে সম্পাদনা

আমি দেখলাম, আপনি আমার তৈরি বানান শুদ্ধিকারক স্ক্রিপ্ট ইন্সটল করেছেন। এটা দিয়ে সম্পাদনা সংরক্ষণ করার আগে সম্পাদনা পার্থক্য দেখে নিবেন। যেহেতু এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে, তাই মাঝে মাঝে দুয়েকটা ভুল ফলাফল আসে। আমি ধীরে ধীরে সংশোধন করার চেষ্টা করছি। ভুল ফলাফল পেলে কোন শব্দে ভুল করছে, তাও আমাকে জানাবেন। শুভেচ্ছাসহ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৫:৩১, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: ধন্যবাদ! কিন্তু এটি কিভাবে ব্যবহার করতে হবে? সেটা বুঝতে পারছি না। এটা কি মোবাইল মোডে ব্যবহার করা যায়, নাকি ডেস্কটপ মোডে করতে হবে। ~ ওহিদ (আলাপ) ০৭:০৯, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ডেস্কটপ সংস্করণে উৎস সম্পাদনায় কাজ করবে। উৎস সম্পাদনায় এডিট বক্সের উপরে ছোট লাল একটা আইকন যোগ করবে। সেখানে ক্লিক করলে বানান সংশোধন হয়ে যাবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:১৩, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: ভাই দুর্দান্ত কাজ করছে, ব্যবহার করা খুবই সহজ। আপনি এই স্ক্রিপ্টটির দ্বারা একটি বট বানাতে হয়তো পারবেন, যা নিবন্ধে অপ্রয়োজনীয় ফাঁকা জায়গা পূরণে সাহায্য করবে (আপনার এই স্ক্রিপ্টটির দ্বারা এটাও কিন্তু হচ্ছে)। খুব ভালো লাগছে, আমি এইরকমই কিছু দরকার আছে ভাবছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে হবে (কারণ, অনেক নিবন্ধে এই ধরনের অনেক সমস্যা রয়েছে; অত্যধিক ফাঁকা জায়গার)। ~ ওহিদ (আলাপ) ০৭:২৯, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
এই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যেই অন্য ভাষার প্রকল্পে থাকা কয়েকটা স্ক্রিপ্টের আইডিয়া নিয়ে শুরু করেছিলাম। এই সাধারণ পরিষ্করণগুলো ঠিকভাবে করলেও বানানের ক্ষেত্রে মাঝে মাঝে ফলস পজিটিভ ফলাফল আসে। এগুলো ধীরে ধীরে ঠিক করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:৪৩, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: "অতিবাহিত"-টিতে সমস্যা দেখেন ~ ওহিদ (আলাপ) ০৭:৪৬, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:৫০, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ওহিদ ভাই! সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@ওহিদ প্রিয় ওহিদ ভাই!! আশা করি শারীরিক ও মানসিকভাবে সুস্থ-স্বাভাবিক আছেন। আমি হয়তো কিছুদিনের মধ্যে একটু দীর্ঘ উইকিছুটিতে যাবো। আপনি আমার ব্যবহারকারী পাতা ও আলাপ পাতায় খেয়াল রাখবেন। এইটুকুই!! বা আমার প্রণীত নিবন্ধগুলো ধ্বংসপ্রবণতা পরিলক্ষিত হলে সেগুলো ঠিক করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৩:১২, ১৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: আচ্ছা, ঠিক আছে। আমি খেয়াল রাখবো। আপনিও ভালো থাকেন, আপনার উইকি-ছুটি ভালো হোক এবং আবারও দ্রুত আপনাকে বাংলা-উইকিপিডিয়ায় যেন দেখতে পাই।   শুভেচ্ছান্তে -- ওহিদ (💬 | 📝) ০৩:২৪, ১৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

Shoelace Formula এর বাংলা শিরোনাম সম্পাদনা

Shoelace Formula পাতাটি শুরু করব ভাবছি। গণিত বিষয়ক বাংলা বইয়ে সূত্রটি পড়েছি। কিন্তু এটির বাংলা শিরোনাম কি হবে? আপনার সাহায্য সহযোগিতা আশা করছি। Hridoysarkar050 (আলাপ) ১৪:৪৩, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Hridoysarkar050: এই সূত্রটি বহুভুজের ক্ষেত্রফল নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, এটি ইংরেজি দেখেছি তাই বাংলায় কি হবে তা আমার জানা নেই। "Shoelace formula" এটি ইংরেজি Common নাম, এছাড়াও এটি "Gauss's area formula" নামেও পরিচিত, তাই ওটা নিবন্ধের নাম না লেখায় ভালো। আপনি আপাতত "গাউসের ক্ষেত্রফল সূত্র" বা ইংরেজির নামটা লিখেই নিবন্ধটি শুরু করুন। পরে দেখছি এটা কি করা যায়, এরকম সমস্যায় পড়লে এটাই করবেন, কারণ ইংরেজি এমন অনেক নাম আছে যা বাংলায় করার সময় অসুবিধা হয় বা ইন্টারনেটে তথ্য পাওয়া যায় না, কেউ যদি জেনে থাকে তাহলে সেটি পড়ে বাংলায় করে দেবে। এছাড়াও নিবন্ধ তৈরির পর আপনি সেই নিবন্ধের আলোচনা পাতায় 'নিবন্ধের নামে সমস্যা' লিখে সম্প্রদায়ের সাহায্য নিতে পারেন। ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ১৫:৩২, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অসাধারণ নবাগত পদক সম্পাদনা

  অসাধারণ নবাগত পদক
নবাগত হিসেবে আপনার কাজগুলো আমার অসাধারণ লেগেছে। বিশেষত আমার ২টা ভালো নিবন্ধ পর্যালোচনা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, যেগুলো ৩ মাস ধরে জমা ছিল। পাশাপাশি আপনি কিছু গুরুত্বপূর্ণ নিবন্ধ তৈরি সহ স্বল্প সময়ে অনেক কাজ করেছেন। বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে এই পদকটি দিলাম। আমার আরও বহু নিবন্ধ আছে যেগুলো একটু ঘষামাজা করলে ভালো নিবন্ধ হয়ে যাবে, যেমন:শিবলী নোমানী, দারুল মুসান্নিফীন শিবলী একাডেমি, হুসাইন আহমদ মাদানি ইত্যাদি। যদিও আপনাকে আপাতত আর কষ্ট দেওয়ার ইচ্ছে নাই। ভালো থাকুন। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ২১:০৯, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
অসংখ্য ধন্যবাদ, আমি অবশ্যই চেষ্টা করবো সময় পেলে। -- ওহিদ (আলাপ) ০৪:২২, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ এখন পর্যন্ত কটা নিবন্ধ পর্যালোচনা করলেন? সংখ্যাটা ১০ হলে আমাকে অবশ্যই মনে করিয়ে দিবেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ০১:৪৬, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: আপনি সেদিন যতটা বললেন ততটাই, সময় না থাকায় এই মুহূর্তে পর্যালোচনা করার আপাতত ইচ্ছাও নেই। ওয়াইস ভাই দুইটি বলেছিলেন, তাই সেই দুইটিই করেছিলাম। উপরে তিনি আরও তিনটি করার কথা উল্লেখ করেছেন, অভিজ্ঞ অবদানকারী হিসেবে আপনি যদি করতে ইচ্ছুক আপনি করে দিতে পারেন। -- ওহিদ (আলাপ) ০৩:১৩, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
একটি সংযোজন। উপরোক্ত নিবন্ধগুলো এখনও মনোনয়ন দেওয়া হয় নি। কিছু কাজ বাকি আছে। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৩:২৬, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ আপাতত ভাল নিবন্ধ পর্যালোচনা হতে আপনার বিরতি নেয়াকে সমর্থন করি। টানা পর্যালোচনা আসলে অনেক ধৈর্য্যের কাজ। :) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৫:৫৩, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমিও একমত এতে অনেকটাই খাটনি ব্যয় হয়। ধন্যবাদ! পরামর্শের জন্য। আপনি সত্যিই খুব ভালো মানুষ আপনার কথাবার্তা পড়ে বোঝা যায়। -- ওহিদ (আলাপ) ০৭:০৬, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আর্কাইভ সম্পাদনা

কোনো আলোচনা এক সপ্তাহ পূর্বে আর্কাইভ করবেন না।:)–ধর্মমন্ত্রী (আলাপ) ০৩:০০, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni ভাই আমার জানামতে এমন কোন নিয়ম নেই। এছাড়া এভাবে সম্পাদনা বাতিল করা উচিত না। কেউ আপনার আলাপ পাতায় এই কাজ করলে আপনি কিন্তু মনে মনে রাগ করবেন, এখানেও কিন্তু তাই হতে পারে। -- আফতাবুজ্জামান (আলাপ) ০৬:৩৬, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান:আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি প্রথম প্রথম আর্কাইভ করলে নাহিয়ান নামক এক ব্যবহারকারী সেটা রিভার্ট করে দিত। ওনি বলতেন এক সপ্তাহ পূর্বে আর্কাইভ না করতে। যেটা পাবেন এখানে। তখন আপনি বা অন্য কোনো ব্যবহারকারী সেখানে এরকম কিছু উল্লেখ করেন নি। যার কারণে তাই আমিও ধরে নিয়েছিলাম এক সপ্তাহ পূর্বে আর্কাইভ করা যায় না এরকম একটা নিয়ম আছে, যেটা হয়তো আমি জানি না। সতর্ক থাকব। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৭:০৬, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
Owais Al Qarni, যদি আপনার নিজের আলাপ পাতায় কোনো আলোচনা শেষ/বন্ধ হয়ে থাকে তাহলে আপনি যেকোনো সময় সেটা সংগ্রহশালায় নিতে পারেন। তবে অন্যের ব্যবহারকারী আলাপ পাতায় থাকা আলোচনা/তথ্য কখোনোই সংগ্রহশালা নিবেন না। সাধারণত আলোচনাসভায় থাকা আলোচনা গুলো যদিও বন্ধ হয়ে থাকে সেগুলো অন্য ব্যবহারকারীদের জ্ঞাতার্থে কমপক্ষে এক সপ্তাহের বেশি সময় রাখা উচিৎ। জনি (আলাপ) ০৭:২৮, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম পরিবর্তন সম্পাদনা

প্রধান উপনিষদ এর পরিবর্তে "মুখ্য উপনিষদ" করে দিয়েন। ভাই, শিরোনাম সংশোধন ও শিরোনামের নিচে লেখার পদ্ধতি শিখিয়ে দিয়েন। Gc Ray (আলাপ) ১২:০৬, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃসংযোগ বিষয়ে সম্পাদনা

ইংরেজি নিবন্ধ ছাড়া একদম নতুন নিবন্ধ সংযোগ দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েন। Gc Ray (আলাপ) ০৭:৩২, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray: ভাইয়া, আপনার কথাটি ঠিক ভালোভাবে বুঝতে পারলাম না, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? একটু পরিষ্কার করে দেন। হয়তো আপনি বুঝতে চেয়েছেন, ইংরেজি ছাড়া অন্য ভাষার দ্বারা আন্তঃসংযোগ কিভাবে করবেন? যদি সেটা হয় তাহলে আপনাকে ভাষার কোডটি আলাদা দিতে হবে, (যেমন: ইংরেজির ক্ষেত্রে আপনি দিয়েছেন "enwiki", তেমনিই আরবির ক্ষেত্রে ভাষা-কোডটি আলাদা "arwiki" হবে)। -- ওহিদ (আলাপ) ০৭:৪৪, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
না ভাই। এটি আলাদা। ধরুন কোন ভাষাতেই নিবন্ধটি এককভাবে লেখা নেই। বিভিন্ন যায়গা থেকে নিয়ে নিবন্ধ তৈরি করা হলো অথবা কোনো নিবন্ধের অংশ নিয়ে নিবন্ধ তৈরি করলে সেটা সংযোগ প্রসঙ্গে। Gc Ray (আলাপ) ০৭:৫১, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
যেমন আমি বৌধায়ন ধর্মসূত্র পতাটি তৈরি করেছি। কিন্তু এর কোনো ইংরেজি পাতা সরাসরি নেই। এ বিষয়ে উপদেশের পাশাপাশি সংযোগ করে দিয়েন। Gc Ray (আলাপ) ০৮:০৩, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Gc Ray: সেক্ষেত্রে, আপনাকে কিছু করতে হবে না। আপনি তৈরি করে রেখে দেবেন। আবার দেখে তৈরি করিয়েন, যাতে যাচাই করার জন্য নিবন্ধ সম্পর্কিত নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়, না হলে যে কেউ অপসারণের প্রস্তাবনা দিতে পারে। আপনি যেটি বলছেন, সেটি হল উইকিডাটা আইটেম-এর বিষয়ে। আপনাকে সেটি নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনি না পারেন তৈরি করতে, এতে আপনাকে অন্য ব্যবহারকারী সাহায্য করে দিবে। কিন্তু অনুবাদকৃত নিবন্ধসমূহে আপনি আন্তঃসংযোগ অব্যশই করবেন। শুভেচ্ছা -- ওহিদ (আলাপ) ০৮:০৮, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনি পারেন না? পারলে করে দেন। Gc Ray (আলাপ) ০৮:১৫, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Gc Ray: জ্বি, ভাইয়া পারি। তবে তৈরি করতেই হবে, ব্যপারটা এমন নয়, কোন বাধ্যতামূলক নয়, যদি আপনার লেখে অনুবাদ করে কেউ অন্য ভাষায় সেটি নিবন্ধ হিসেবে তৈরি করে তাহলে সেই করে নেবে। কিংবা আমাদের বাংলায় যেমন শাকিল ভাই তৈরি করেন ব্যাচ-ডাটা একবারে অনেক গুলো, সেভাবে তিনিই তৈরি করে দেবে। আপনাকে এটা নিয়ে কোন চিন্তাভাবনা করতে হবে না, যদি আপনি নিবন্ধটি নিজে তৈরি করে থাকেন। আপনি আপনার মতোভাবে তৈরি করে যান। শুভকামনা -- ওহিদ (আলাপ) ০৮:২৩, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Gc Ray:, (WP:TPS) আপনি প্রথমে d:Special:NewItem ঢুকুন, ভাষা পরিবর্তন করে "bn" লিখুন, নিবন্ধের নাম এবং বিবরন লিখে "তৈরি করুন" বা "Create" বাটনে চাপ দিন। আপনার উইকিউপাত্ত আইটেম তৈরির কাজ শেষ। ওহিদ, কেউ যদি আপনার কাছে কিছু শিখতে চায় এবং আপনি সেটা জানেন তাহলে শিখিয়ে দেয়ার চেষ্টা করুন। যদি আপনার জানা না থাকে তাহলে যে জানে তাকে প্রশ্ন করতে বলতে পারেন। কিন্তু, আপনার উত্তর দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি! জনি (আলাপ) ০৮:৫৫, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ZI Jony: আপনি হয়তো খেয়াল করেননি, উনি ভাষা আন্তঃসংযোগ করার জন্য কষ্ট করে লিখে অনেক দিন ধরে প্রদীপ্ত ভাইয়ের আলাপ পাতায় বলছিল যা প্রদীপ্ত ভাই কোনদিন ওনাকে শেখাননি, যা অনেক পরে আমি কষ্ট করে লিখে বিস্তারিতভাবে শিখিয়ে ছিলাম এখানে দেখুন। এছাড়াও ওনার আলাপ রিয়াজ ভাইয়ের লিঙ্ক দিয়েছিলাম আরও ভালোভাবে বোঝার জন্য বিষয়গুলি। এবার আসি এ প্রসঙ্গে, ওনি যে মুহূর্তে আমাকে বললেন আমি সে মুহূর্তে আমি নিবন্ধে আমার কাজটি করছিলাম আর দুপুরটা এক থেকে দেড় ঘণ্টার বেশি উইকিপিডিয়ায় দিতে পারি না আজকে তাও বেশি হয়ে গিয়েছিল। আর প্রথমে ওনি যা বলতে চেয়েছিলেন, আমি সেটা স্পষ্ট ছিল না, তাই অনেক কিছু বলার জানতে পারলাম ওনি উইকিডাটা আইটেমের বিষয়ে বলছে, সময়ের স্বল্পতার কারণে সেই মুহূর্তে শেখাইনি। আবার উওর দেওয়ার পর কিছুক্ষণ খোঁজার পর দেখলাম, ওনি যে নিবন্ধটির কথা বলছেন সেটি বৌধায়ন-এতে ইতমধ্যেই রয়েছে, তাহলে বিষয়টি হয়তো আলাদা ছিল ওনি যা বলছেন, আমার কাছে সময় না থাকায় আর যেহেতু ওনাকে বিস্তারিতভাবে বুঝাতে হয়, তাই সেই সময় বুঝায় নি আর এবিষয়টাও বলিনি ওনি যে নিবন্ধটি লিখছেন তা রয়েছে এখানে। এছাড়াও ওই মুহূর্তে ভেবেছিলাম, ওনাকে যদি শেখায় তাহলে ওনি যদি এমন নিবন্ধ তৈরি করেন যার ডাটা-আইটেম রয়েছে আর তার আইটেম তৈরি করেন আবার মার্জ করার ঝামেলা, সবসময় কেউ নজর রাখবে না ওনার উপর তাই বলিনি। আর এমনিতেও নিবন্ধ লেখাটাই গুরুত্বপূর্ণ আইটেমটা পরে করলে অসুবিধা হয় না। -- ওহিদ (আলাপ) ১৩:১২, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ওহিদ, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। আমরা সবাই এখানে সেচ্ছাসেবী, নিজের ব্যক্তিগত জীবন থেকে যতটা সময় পারি এখানে অবদান রাখার চেষ্টা করি। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে বেশি ঝামেলায়া যাবার দরকার নেই, সাধারন ভাবে উত্তর দিয়ে দিন যে আমি ব্যস্ততার কারণে আপনাকে এখন বুঝাতে পারছি না, পরে সময় করে ভালো ভাবে বুঝিয়ে দিব। আমার বলার কারণ হচ্ছে, কেউ যেন বিরক্ত না হয় এবং উইকিতে বিশ্বাস না হারায়। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৫:১১, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিউক্তিয়ান হোন! সম্পাদনা

১১ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দে কাতালান উইকিউক্তির একটি প্রতিযোগিতামূলক এডিটাথনে...
সেই এডিটাথনে ১৭জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
তারা যুক্ত করেন ২৪৬টি উদ্ধৃতি।

আমাদের উইকিমিডিয়া প্রকল্পগুলো বাংলায় এখনো ততটা জমে উঠেনি। উইকিবইয়ে তিন থেকে চারজন সক্রিয় সদস্য পাওয়া যেতে পারে। উইকিভ্রমণ এখনো গোছানো হয়ে উঠেনি। এরই মধ্যে উইকিউক্তির কার্যক্রম ঝামেলার মনে হতে পারে। কিন্তু আসলে উইকিউক্তির প্রয়োজনীয়তা যেভাবে রয়েছে, তদ্রুপ এর কার্যক্রমও অনেকটাই সহজ।

তেমন সাজানো গোছানোর বিষয় নেই। কোনো বিশেষ ভুল-চুকের জন্য আলাদা ঝামেলা নেই। কেবল উক্তিগুলো (তা-ও এক বিষয়ে হাজার দিক দেখা আবশ্যক নয়) যুক্ত করা ও সম্পাদনা করা। আর প্রশাসনিক দিক থেকে কপিরাইট এবং উক্তিযোগ্যতার বিষয়টি পর্যালোচনা করা।

উইকিউক্তি বাংলার জন্য আবেদন করা হয় ২০০৭ সালের ৭ ডিসেম্বর। মঞ্জুর করা হয় ২০০৭ সালের ১৯শে ডিসেম্বর। এরপর মিডিয়াউইকির বার্তা অনুবাদ না করায় আবেদন গ্রহণ করা হয়নি। ইনকিউবেটরে আসার পর ২০১১ সালের থেকেই প্রকল্পটি পরিচর্যা ব্যতীত পড়ে আছে।

ইনকিউবেটরে কখনো কাজ করেননি?

নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। অথবা এখানেও দেখতে পারেন। যেকোন সমস্যায় আলোচনাসভায় বার্তা রাখুন।

সামান্য অবদান রাখুন!
  • নিয়মিত উইকিউক্তিয়ান হলে আপনি প্রতিদিন কমপক্ষে একটি ভুক্তি বা উক্তি যুক্ত করুন। মাসে কমপক্ষে ১০০টি সম্পাদনা আপনার মাথায় থাকা কাম্য। এরচেয়ে বেশি হলে আরো উত্তম।
  • নিয়মিত উইকিউক্তিয়ান হওয়া সম্ভব না হলে মাসে কমপক্ষে ২০টি সম্পাদনা করবেন।
  • কোনো ব্যক্তিত্ব, স্থান বা আবহ সম্পর্কে উইকিপিডিয়া পাতা অনুবাদ বা সম্পাদনা করছেন? সেসম্পর্কে উক্তিগুলো ইংরেজি উইকিউক্তি থেকে ইনকিউবেটরে থাকা বাংলা উইকিউক্তিতে অনুবাদ করুন।

যেকোনো সমস্যায় আমাকে বার্তা দিন অথবা ইমেইল করুন

-- ~ খাত্তাব , , ... ১০:২১, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিরীক্ষক সম্পাদনা

 

সুধী! আপনার অ্যাকাউন্টের সাথে "নিরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। পর্যালোচনার জন্য অপেক্ষায় থাকা অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং অমীমাংসিত পরিবর্তন সুরক্ষা চালু করা সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

কায়স্থ সম্পাদনা

কায়স্থ প্রবন্ধটির আলোচনা পাতায় আপনাকে স্বাগত জানাচ্ছি,আমার মনে প্রবন্ধটি তথ্যসূত্রে সমৃদ্ধ। Nobita456 (আলাপ) ১৭:৫১, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে কায়স্থ নিবন্ধটির ট্যাগ গুলি মোছার জন্য আবেদন জানাচ্ছি,আমি পরবর্তীতে আরো ঐতিহাসিকদের তথ্যসূত্র যোগ করবো।ধন্যবাদ Nobita456 (আলাপ) ১৯:৩২, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Nobita456: অসুবিধা নেই, আপনি আরও নির্ভরযোগ্য উৎস যোগ করুন, যাচাই করার পর ট্যাগ অপসারণের নিদিষ্ট শর্তাবলীর মধ্যে পড়লে আমি অথবা অন্য কেউ সেটি সরিয়ে দেবে। -- ওহিদ (আলাপ) ১৯:৪০, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ওহিদ ধন্যবাদ Nobita456 (আলাপ)

ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার নিবন্ধে বিজয়ী শিরোনাম প্রসঙ্গে সম্পাদনা

@ওহিদ, একটি প্রশ্ন ছিল, উল্লিখিত নিবন্ধে কযেকজন বিজয়ীর 'বিজয়ী শিরোনাম' উলম্ব সারিতে 'শ্রী' উল্লেখ করা আছে। কিন্তু উল্লেখিত তথ্যসূত্রে এমন কোনো শিরোনামের উল্লেখ নেই। বিষয়টি সমন্ধে একটু ধারণা দেয়া কি সম্ভবা? ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ০৩:২৭, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Lifeberg: এখানে সম্পূর্ণ তালিকা পাবেন সবার সম্মানসূচক উপাধিসমূহের। -- ওহিদ (আলাপ) ০৩:৩৪, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ, সংযোগের জন্য ধন্যবাদ। কিন্তু এখনও ব্যাপারটা আমার কাছে স্পষ্ট নয়। ১৯৮৫ সালের বিজয়ীর তথ্যসহ 'Abd Rab Al-Rasoul Saiaf'-এর এই লিংকের কোথাও তো 'শ্রী' উপাধির উল্লেখ নেই। কিন্তু নিবন্ধে ১৯৮৫ সালের সারিতে 'বিজয়ী শিরোনাম'-এর নিচে 'শ্রী' শিরোনাম উল্লেখ করা আছে। বিষয়টি একটু বুঝিয়ে বলা যেতে পারে কি? ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ০৩:৪২, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Lifeberg: এর second paragraph-টা দেখুন 'Mr.' লেখা। -- ওহিদ (আলাপ) ০৩:৪৭, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
Mr./Mister-এর পরিভাষা হিসেবে যদি 'শ্রী' ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এর থেকে কি 'জনাব' অথবা '—' শ্রেয় হতে পারে? ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ০৩:৫১, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Lifeberg: না, জনাবের পরিবর্তে বাংলায় সম্মানসূচক সম্বোধনে 'শ্রী' বলাটা বাঞ্ছনীয়। জনাব উর্দু ভাষার মিশ্রণ। -- ওহিদ (আলাপ) ০৩:৫৮, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। আমি অবশ্য বাংলা একাডেমির অভিধানের আলোকে ভেবেছিলাম, যেহেতু অভিধানে প্রথমে জনাব তারপর শ্রী উল্লেখ আছে, তাই জনাব বোধহয় শ্রেয়। আপনাকে অশেষ ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ০৪:০৪, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ঠিক? সম্পাদনা

@ওহিদ:, শুভেচ্ছা নিবেন। মুহাম্মাদের সীলমোহর নিবন্ধে আপনি আমার সম্পাদনা বাতিল করেছেন  । অথচ আপনি যে তথ্যসূত্র দিয়েছেন তাতে রয়েছেঃ অনেক পুরনো অভিজ্ঞ ব্যবহারকারীও সাঃ ব্যতিরেকে মুহাম্মাদ বিষয়ক সম্পাদনায় ধর্মবিশ্বাসের কারণে অস্বস্তি বোধ করেন। বাংলা উইকিপিডিয়ার কিছু ব্যবহারকারী মুহাম্মাদ নিবন্ধের শুরুতে ইসলামে মুহাম্মাদের নামের পর সাঃ এর গুরুত্ব উল্লেখ করেমুহাম্মদ নিবন্ধেও তথ্যছকে "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" রয়েছে। যেহেতু এ বিষয়ে কোনো সুপ্রতিষ্ঠিত জনমত নেই, তাই একে "আপাত স্ববিরোধী" মনে করে সম্পাদনা বাতিল করা কতটুকু যৌক্তিক তা ভাববার বিষয়। ধন্যবাদ।সাজিদ আলাপ ১৬:৫১, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার কথার মাথা মন্ডু কিছুই বুঝিনি। Shuvro34 (আলাপ) ২১:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কায়স্থ সম্পাদনা

কায়স্থ নিবন্ধে আরো দুটি উত্তম মানের তথ্যসূত্রঃ যোগ করা হয়েছে।প্রবন্ধটির থেকে ট্যাগ গুলি সরালে ভালো হয়। Nobita456 (আলাপ) ১৩:২২, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Re: Special:diff/5667154 সম্পাদনা

Hello, ওহিদ. I'm DinoWP and a member of Small Wiki Monitoring Team. I'm not familiar with Bengali, I'm very sorry if I made a wrong judgment and rolled back some helpful edits. Also thanks for the welcome on my talk page, haha.^^ -- DinoWP (আলাপ) ০৭:২৫, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DinoWP: Thanks for reverting some confirmed vandalized edits, sometimes these helps become really very helpful for our bengali community. There are only a small or handcount number of editors on bengali wiki, and only few members protects wiki from vandal. As our mother tongue wiki it's our duty to protect it from vandalism, and it's also nice to see that you as a non-Bengali user also helping us. Thanks to you for your commendable service towards all Wikimedia Projects.   -- ওহিদ (আলাপ) ১০:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নিয়ে Samrat shikari ji-এর প্রশ্ন (০৬:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২২) সম্পাদনা

Onksho grohon mulok sashon bebostha kake bole? --Samrat shikari ji (আলাপ) ০৬:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Samrat shikari ji: উইকিপিডিয়া আপনাকে স্বাগতম! দুঃখিত, এ প্রশ্নের বিষয়ে; সম্পাদনা সময় কোন সমস্যার সম্মুখীন হলে বা উইকিপিডিয়া সম্পর্কিত কোন প্রশ্নের থাকলে নির্দ্বিধায় আমায় জিজ্ঞাসা করুন। -- ওহিদ (আলাপ) ০৫:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ও ছোট সংশোধনীর আহ্বান! সম্পাদনা

সুপ্রিয় ওহিদ ভাই, শুভেচ্ছা নেবেন। নবাগতদের জন্য মেন্টর হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করায় আপনাকে ধন্যবাদ। মেন্টর হিসেবে একটি ব্যবহারকারী নামের পাশাপাশি সংক্ষিপ্ত বার্তা (শুভেচ্ছাবার্তা) প্রদান করতে হয়, আপনিও করেছেন, তবে বার্তাটি একটু দীর্ঘ হয়ে গেছে। দীর্ঘ বাক্য নবাগতদের নীড়পাতায় সম্পূর্ণরূপে দেখা যায় না, তাই আপনার প্রতি অনুরোধ থাকবে শুভেচ্ছাবার্তা ছোট করার (উক্ত পাতার শীর্ষভাগের উদাহরণটি দ্রষ্টব্য)। মেন্টর হওয়ার ব্যাপারে আরও জানতে দেখুন: এখানে  -- অংকন (আলাপ) ১৭:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ANKAN: করেছি, জানানোর জন্য ধন্যবাদ! -- ওহিদ (আলাপ) ০১:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সংগ্রহশালা সম্পাদনা

সুধী, আপনি উইকিপিডিয়ায় বিভিন্ন আবেদনকে সংগ্রহশালায় স্থানান্তরের কাজটি করছেন দেখতে পেলাম। এটি খুবই দরকারি একটি কাজ, এর জন্য আপনাকে সাধুবাদ জানাই। তবে, আলোচনা/আবেদন সংগ্রহশালায় স্থানান্তরের পূর্বে একটি ন্যূনতম সময় অপেক্ষা করা প্রয়োজনীয় বলে মনে করছি। যেমন: আজকে সকালেই ফাইল স্থানান্তরকারী হিসেবে সাফি ভাইয়ের আবেদন সংগ্রহশালায় স্থানান্তর করেছেন ফলাফল ঘোষণার মাত্র এক ঘণ্টার মধ্যেই। আমি নিশ্চিত, এর মধ্যেই আবেদনকারী তার আবেদনের অবস্থার হালনাগাদ দেখে ফেলেননি। প্রশাসক কর্তৃক ফলাফল ঘোষণার পর আবেদনকারী ও অন্য ব্যবহারকারীর কোনো মন্তব্য করার থাকতে পারে। কাজেই, কোনো আলোচনা/আবেদন ন্যূনতম এক সপ্তাহ থেকে ১৫ দিন পর্যন্ত সংগ্রহশালায় স্থানান্তর নীতিগতভাবে সমুচিত নয়। আশা করছি, আমার চিন্তার কারণটি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদান্তে — আদিভাইআলাপ১০:২১, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বুঝেছি, আসলে 'স্বয়ংক্রিয় পরীক্ষণ'-টি সংগ্রহশালায় স্থানান্তর করতে গিয়ে দেখলাম 'ফাইল স্থানান্তরকারী'-র মতামতটাও হয়ে গেছে তাই করে দিয়েছিলাম। এবার বুঝতে পেরেছি বিষয়টি ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ১৩:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ সম্পাদনা

ওহিদ ভাই, একটা অনুরোধ ছিল। উইকিউক্তিতে এই মাসেও কিছুটা কাজ কইরেন। কম করেন, তবে কিছুটা হলেও করেন। মাসে যাতে ১০+ অবদান থাকে। -- ~ খাত্তাব , , ... ২১:২২, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান: ইনশাআল্লাহ, খাত্তাব ভাই চেষ্টা করবো। 👍 -- ওহিদ (আলাপ) ১১:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

সুধী, প্রথমেই আমার শুভেচ্ছা নেবেন। সাম্প্রতিক পরিবর্তন পাতা দেখার সময় লক্ষ্য করলাম, আপনার সম্পাদনাগুলো আলাদা করে পরীক্ষিত করার প্রয়োজন পড়ে। আপনার অ্যাকাউন্টে ইতোমধ্যে নিরীক্ষক অধিকার যুক্ত আছে। কাজেই এখন স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার যুক্ত করলে আপনার প্রতিটি সম্পাদনা অন্যদের আলাদা করে পরীক্ষিত হিসেবে চিহ্নিত করতে হবে না। — আদিভাইআলাপ০৪:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করেছি, আপনাকে অনেক ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ০৮:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
Thanks a lot, আপনার কাছ থেকে বাংলা উইকিপিডিয়ায় সত্যিই অনেক কিছু শিখেছি। Really! <3 -- ওহিদ (আলাপ) ০৮:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা সম্পাদনা

ভালো নিবন্ধ হিসেবে এই ছোট্ট নিবন্ধটি পর্যালোচনা করে দিলে ভালো হতো। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৫:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করেছি। -- ওহিদ (আলাপ) ০৮:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা সম্পাদনা

উপরোক্ত ব্যবহারকারীকে এড়িয়ে যান। এই ছোট্ট নিবন্ধটি পর্যালোচনা করে দিলে ভালো হয়। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার পর্যালোচনার তালিকায় আরেকটি যোগ হল।:)–ধর্মমন্ত্রী (আলাপ) ১৫:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পুনরায় স্বাগতম। "মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না।" (সহিহ বুখারী, ৬১৩৩)। আপনার পথচলা মসৃণ হোক। শুভ কামনা। ও হ্যাঁ, আপনার উপরের ছোট্ট কাজ দুটো বাকি ছিল!। :) –ধর্মমন্ত্রী (আলাপ) ১৭:২১, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Sm Abidur Rahman-এর প্রশ্ন (১০:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২) সম্পাদনা

আপনাকে শুভেচ্ছা, আমি জানতে চাচ্ছি কি ভাবে অনুবাদ করব অমর একুশে প্রতিযোগীতায়। --Sm Abidur Rahman (আলাপ) ১০:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"কাজ চলছে/রমজান" ট্যাগ সম্পাদনা

নিবন্ধে {{কাজ চলছে/রমজান}} ট্যাগ উপরে আছে এমন কোন নিবন্ধ ইংরেজিতে লেখা থাকলেও দয়া করে মুছে ফেলার ট্যাগ বসাবেন না, যেমনটা আপনি আকসা মসজিদ, রাবওয়া নিবন্ধে করেছেন। কারণ এখন রমজান এডিটাথন চলছে এবং এসব নিবন্ধ অনুবাদের কাজ চলছে। ট্যাগটা থাকলে কেউ নিবন্ধটা মুছে ফেলেন না এবং অনুবাদের জন্য সময় দিয়ে থাকেন। অন্তত কয়েক সপ্তাহ অনুবাদ না করা হলে তবেই মুছে ফেলার ট্যাগ বসানো উচিত। মেহেদী আবেদীন ২১:৩৮, ৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় বন্ধু, @Mehediabedin: আমি এটি জেনে বুঝেই করছি। এবং আপনি যদি ব্যবহারকারী:Abazizfahad অবদান দেখেন তাহলে বুঝবেন, তিনি বিষয়টি অবহেলা করেছেন। আমার মতে এভাবে অন্য উইকি থেকে "অনুলিপি-প্রতিলিপি" করে নিবন্ধ তৈরি করলে (হোক সেটি কোন এডিটাথনের ক্ষেত্রেও) ১দিনের মাথায় দ্রুত অপসারণের ট্যাগ দেওয়া উচিত (যদিও ওনার ক্ষেত্রে ৩দিনের বেশি হয়েগিয়েছিল)। এর ফলে দুইটি সুবিধা হবে:
১. তিনি এরপর থেকে সম্পূর্ণ অনুবাদ করে প্রকাশ করবেন।
২. উইকিপিডিয়া serious platform হওয়ায় সেটির দিকে লক্ষ্য রাখবেন, নিবন্ধ তৈরির ক্ষেত্রে অবহেলা করবেন না।
যাইহোক, আপাতত প্রশাসক এটি অপসারণ করেছেন। ব্যবহারকারী এই পরামর্শটি নিতে পারেন।
ধন্যবাদ ওহিদ (আলাপ) ১০:২২, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জাহানাবাদ সম্পাদনা

@ওহিদ এই নিবন্ধটি সবেমাত্র তৈরি হয়েছে এবং আমি কাজ করছি তার ভিতরে আপনি কপিরাইট ধরে দ্রুত অপসারণের জন্য প্রস্তাব রেখেছেন। আপনি লক্ষ্য করবেন আমার জানা মতে উইকিপিডিয়া কোন নিবন্ধন তৈরির ৪৮ ঘন্টা পর রিভিউ করার নিয়ম আছে। ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১৮:১৪, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Prince ovy:: কাজ করলে আপনি খেলাঘর ব্যবহার করেও এটি করতে পারতেন অথবা {{কাজ চলছে}} ট্যাগ যোগ করে করতে পারতেন। সরাসরি একটি ওয়েবসাইট থেকে অনুলিপি-প্রতিলিপি করে উইকিপিডিয়া নিবন্ধ তৈরি করলে কপিরাইট আসবেই এবং উইকিপিডিয়ায় কপিরাইট লঙ্ঘন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনার বলা এই নিয়মটি প্রত্যাখ্যান করলাম, আমার মতে সাথে সাথে দ্রুত অপসারণের ট্যাগ লাগালেই (কিছু ক্ষেত্র যদি বাদ দিই ) উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধ করা যাবে। ওহিদ (আলাপ) ১৮:২৭, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হুম কিছু ক্ষেত্রে এটি প্রয়োজন যেমন: ধ্বংসপ্রবনতা রোধে। যেখানে আমি সরাসরি অবদান রাখছি অবদান শেষ হোওয়ার পূর্বে আপনি ট্যাগ লাগিয়েছেন। অত্যন্ত কিছু সময় নিন। ধন্যবাদ -- Prince ovy (আলাপ) ১৮:৩০, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Prince ovy: কপিরাইট লঙ্ঘনের ক্ষেত্রে: “যে যে সংস্করণে কপিরাইট লঙ্ঘিত হয়েছে, সেগুলোর প্রত্যেকটি মুছে ফেলা হয়।” এক্ষেত্রে ৪৮ ঘণ্টার নীতি খাটবে না। আপনি মূল নামস্থানে হুবহু লিখা কপি করে আনতে পারবেন না, আনলেও অবৈধ হবে। আপনি একেবারে সব কাজ করতে না পারলে ব্যবহারকারী নামস্থানে নিজের উপপাতা তৈরি করে কাজ করুন। ধন্যবাদ। — আদিভাইআলাপ০৩:৩৯, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ আপনি নিজের তৈরি নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। এটি নীতিমালার গুরুতর লঙ্ঘন। অন্য ব্যবহারকারীদের বিচারধারায় আস্থা রাখুন এবং যদি কিছু বলার থাকে, তাহলে নিবন্ধের আলাপ পাতায় আপত্তি জানান। যাই হোক, আমি নিবন্ধ একত্রীকরণের প্রস্তাব করেছি। আশা করছি এটি মুছবেন না। — আদিভাইআলাপ০৩:৪৮, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় @Meghmollar2017 আমি সকল বিষয় জ্ঞাত আছি আমি সরাসরি অবদান রাখার সময় উনি নিবন্ধন তৈরির সাথে সাথে ট্যাগ লাগিয়েছেন আমাকে একটু তৈরি হোওয়ার আগেই এইজন্য আমি ট্যাগ মুছে ফেলেছিলাম।
ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ০৪:৪৪, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সুধী, আমি পূর্বেই বলেছি এ ধরনের ট্যাগ লাগানো অন্যায় হয়নি, বরং মুছে ফেলাটা অযৌক্তিক। @আফতাবুজ্জামান: ভাইকে অনুরোধ করবো মধ্যবর্তী সংস্করণের কপিরাইটযুক্ত অংশগুলো মুছে দিতে। — আদিভাইআলাপ০৪:৫১, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"AstroWizard/সংগ্রহশালা ১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।