সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর
বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশের একটি সরকারি সংস্থা যা প্রতিরক্ষা বাহিনীর চিকিৎসা সংক্রান্ত পরিষেবার তদারকি করে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সাতটি বিভাগের একটি।[১] মেজর জেনারেল মাহবুবুর রহমান সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের প্রধান।[২] লেফটেন্যান্ট কর্নেল শফিকুল হাসান এফসিপিএস সংস্থাটির বর্তমান সহকারী-মহাপরিচালক।[৩]
![]() | |
নীতিবাক্য | সমরে ও শান্তিতে রাখিব সুস্থ, সুস্থ্য হাসিতে উদ্দীপ্ত সশস্ত্র বাহিনী এবং সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল |
---|---|
গঠিত | ১৯৭১ |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মহাপরিচালক | মেজর জেনারেল মাহবুবুর রহমান |
সহকারী-মহাপরিচালক | লেফট্যানেন্ট কর্নেল শফিকুল হাসান এফসিপিএস |
প্রধান প্রতিষ্ঠান | সেনা সদর |
ওয়েবসাইট | dgms |
ইতিহাসসম্পাদনা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল।[৪] স্কোয়াড্রন লিডার এম শামসুল হক ছিলেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের প্রথম মহাপরিচালক।[৪]
ইউনিটসম্পাদনা
- আর্মি মেডিকেল কর্পস[৪]
- আর্মি ডেন্টাল কর্পস
- আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসেস
- সামরিক চিকিৎসা সার্ভিস (সেনাবাহিনী)
- সামরিক চিকিৎসা সার্ভিস (নৌবাহিনী)
- সামরিক চিকিৎসা সার্ভিস (বিমানবাহিনী)
- আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি এন্ড ট্রান্সফিউশন
- আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট
- আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর ডিপো
- আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ড্রাগ ল্যাবলেটরি
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Defence Ministry's agencies take part in 4th National Development Fair"। Dhaka Tribune। ২০১৮-১০-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২০।
- ↑ "WHO supports enhanced collaboration for addressing the burden of tuberculosis"। www.who.int (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২০।
- ↑ ডেস্ক, ভয়েজবিডি। "সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের নতুন উপ-মহাপরিচালক লেফট্যানেন্ট কর্নেল শফিকুল হাসান | Voicebd24.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৪।
- ↑ ক খ গ "Almanac: Bangladesh, People's Republic of • Military Medicine Worldwide"। military-medicine.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২০।