ব্যবহারকারী আলাপ:AbuSayeed
![]() | এই ব্যবহারকারী বাস্তব জীবনে ব্যস্ত এবং সম্ভবত কোনো প্রশ্নের বা বার্তার ত্বরিত উত্তর দেবেন না। |
একটি অনুরোধ সম্পাদনা
সুধী, প্রথমেই আপনাকে খুশিতে, ঠ্যালায়, ঘোরতে নিবন্ধটি তৈরির জন্য অভিনন্দন। বাংলাদেশের মিমস বা ভাইরাল ঘটনা নিয়ে নিবন্ধ খুব কম তৈরি করা হয়ে থাকে। আপনি এসব বিষয়ে আগ্রহ দেখিয়েছেন দেখে ভালো লাগছে। একটা অনুরোধ থাকবে, আপনি কি নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ায় অনুবাদ করবেন? এমন একটি বিষয় ইংরেজি উইকিপিডিয়াতেও থাকা দরকার। মেহেদী আবেদীন ১৫:২২, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin ভাই, আপনার প্রতিও রইলো শুভেচ্ছা। ইংরেজি উইকিতে করা যায়। তবে এই মুহূর্তে বাংলা উইকপিডিয়াতে আরো কিছু অবদান রাখার চেষ্টা করছি। -- AbuSayeed (আলাপ) ১৬:২৭, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- বেশ। সেক্ষেত্রে আমি সময় পেলে এটাকে অনুবাদ করবো। মেহেদী আবেদীন ১৬:৩৮, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- অশেষ ধন্যবাদ ভাই। -- AbuSayeed (আলাপ) ১৬:৪১, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- AbuSayeed, Mehediabedin ভাই, আমি একটি অনুরোধ করতে চাই। en:Category:Internet memes by year of introduction-এ বহু মিম আছে, এগুলি বাংলায় অনুবাদ করতে পারেন। বাংলাদেশ বিষয় ছাড়া বাকি সব বিষয়ে বাংলা উইকির অবস্থা করুণ, শোচনীয়। ফলে কোনও পাঠক কিছু জানতে চাইলে দেখা যায় সর্বদা ইংরেজি উইকিতেই যায়। যাইহোক, আমার মাথায় ধরে না কীভাবে বাংলা উইকির দ্রুত উন্নতি ঘটানো যায়, আমি বড়জোর আপনাদের এই রকম অনুরোধ করতে পারি। আপনারা হয়ত বিরক্ত হচ্ছেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৩, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান বিরক্ত হবো কেন? আমি যে হারে আপনাকে বিভিন্ন কাজে অনুরোধ করি তাতে আপনারই সবার আগে বিরক্ত হওয়া উচিত। যাই হোক, বর্ষপঞ্জির নিবন্ধগুলো করার পরেই শুরু করবো। তাছাড়া নিয়মিত একটা করে নিবন্ধ অনুবাদের কাজ তো চলছেই। মেহেদী আবেদীন ১৭:১৭, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান না ভাইয়া, বিরক্তের কিছুই না। বিভিন্ন ভাষার মিম ইংরেজি ভাষার মাধ্যমে অনুবাদ হয়ে আসার কারনে অনেক সময় মূল আকর্ষণটা আর থাকে না। ফলে অনেক সময় মিমের মর্মার্থ উপলব্ধি করা যায় না। তাই ইংরেজি থেকে ঢালাও ভাবে অনুবাদে আমি আগ্রহী না। তবে ইন্ডিক ভাষায় সমস্যা না। যাইহোক, আপনার দেওয়া বিষয়শ্রেণীটা ভালই লাগছে।
- বাংলা উইকির দ্রুত উন্নতি ঘটানোর চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে। যেমনটা হিন্দি উইকিতে দেখা যায়। বাংলা উইকির পাঠক সংখ্যা যেমন বাড়ছে, সেই হারে অবদানকারী বাড়লে ভালই হতো।-- AbuSayeed (আলাপ) ১৭:৩০, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান বিরক্ত হবো কেন? আমি যে হারে আপনাকে বিভিন্ন কাজে অনুরোধ করি তাতে আপনারই সবার আগে বিরক্ত হওয়া উচিত। যাই হোক, বর্ষপঞ্জির নিবন্ধগুলো করার পরেই শুরু করবো। তাছাড়া নিয়মিত একটা করে নিবন্ধ অনুবাদের কাজ তো চলছেই। মেহেদী আবেদীন ১৭:১৭, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- AbuSayeed, Mehediabedin ভাই, আমি একটি অনুরোধ করতে চাই। en:Category:Internet memes by year of introduction-এ বহু মিম আছে, এগুলি বাংলায় অনুবাদ করতে পারেন। বাংলাদেশ বিষয় ছাড়া বাকি সব বিষয়ে বাংলা উইকির অবস্থা করুণ, শোচনীয়। ফলে কোনও পাঠক কিছু জানতে চাইলে দেখা যায় সর্বদা ইংরেজি উইকিতেই যায়। যাইহোক, আমার মাথায় ধরে না কীভাবে বাংলা উইকির দ্রুত উন্নতি ঘটানো যায়, আমি বড়জোর আপনাদের এই রকম অনুরোধ করতে পারি। আপনারা হয়ত বিরক্ত হচ্ছেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৩, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- অশেষ ধন্যবাদ ভাই। -- AbuSayeed (আলাপ) ১৬:৪১, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- বেশ। সেক্ষেত্রে আমি সময় পেলে এটাকে অনুবাদ করবো। মেহেদী আবেদীন ১৬:৩৮, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
শিরোনাম সম্পাদনা
২০২৩-এর পাঠ্যবই বিতর্ক নিবন্ধটি তৈরির জন্য ধন্যবাদ। এই নিবন্ধের নামটি ২০২৩-এর বাংলাদেশের পাঠ্যবই বিতর্ক হলে ভালো হতো। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:৪৮, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আপনাকেও অশেষ ধন্যবাদ @Owais Al Qarni ভাই। জি, করা হয়েছে। - AbuSayeed (আলাপ) ১৭:১৫, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ২ ফেব্রুয়ারি ২০২৩ সম্পাদনা
~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা
প্রিয় AbuSayeed,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বকালীন আন্তর্জাতিক সফরের তালিকাতে সম্পাদনা প্রসঙ্গে সম্পাদনা
ভাই ভুলবশত {{কাজ চলছে}} এই পাতায় সম্পাদনা করে ফেলেছি। কিছু মনে করবেন না! ≈ ফারহান «আলাপ» ০৬:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Md.Farhan Mahmud ভাই, ধন্যবাদ আপনার অবদানের জন্য। সমস্যা নাই। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই তো সমৃদ্ধ হবে বাংলা উইকিপিডিয়া। শুভেচ্ছান্তে- AbuSayeed (আলাপ) ০৬:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ১৪ এপ্রিল ২০২৩ সম্পাদনা
~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:০০, ১৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ৫ মে ২০২৩ সম্পাদনা
~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৯:৪৪, ৪ মে ২০২৩ (ইউটিসি)
ঈদ মোবারক সম্পাদনা
الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক AbuSayeed ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
Invitation to Rejoin the Healthcare Translation Task Force সম্পাদনা
You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)
মাস্টারপিস বাংলাদেশ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
মাস্টারপিস বাংলাদেশ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাস্টারপিস বাংলাদেশ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Yahya (আলাপ) ১৩:২৫, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)
আলহাজ্ব জামিরুন নূর উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
আলহাজ্ব জামিরুন নূর উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আলহাজ্ব জামিরুন নূর উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৫:০৮, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)
মুহাম্মদ আব্দুল হক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
মুহাম্মদ আব্দুল হক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মুহাম্মদ আব্দুল হক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। নাবিল ✉ ১২:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
কৃষ্ণধন সিংহ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
কৃষ্ণধন সিংহ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কৃষ্ণধন সিংহ (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)