পাঠক হিসেবে উইকিপিডিয়াতে কবে অংশগ্রহন করেছি তা ঠিক বলতে পারবনা, তবে সম্পাদক হিসেবে আছি ২০১৮ এর মাঝামাঝি থেকে। আমি নতুন নিবন্ধনের জন্য আমার খেলাঘর ব্যবহার করি, এখানেই আমি আমার নতুন নিবন্ধন তৈরি করে তা যথাযথভাবে হালনাগাদ ও পরিবর্তন বিষয়বস্তুর যোগ করে একটি পরিপূর্ণ নিবন্ধনে রুপ দিয়ে মুল উইকিপিডিয়াতে যোগ করি । বাংলা ভাষা আর বাংলাদেশ উপরের সারিতে থাকুক এই কামনাই করি সবসময়। উইকিপিডিয়ায় ছবি আপলোড করতে আমি সরাসরি আপলোড ফরম ব্যবহার করি। সকল উইকিমিডিয়া প্রকল্পের আমার সম্পাদনা সংখ্যা ও অন্যান্য পরিসংখ্যান পেতে এখানে দেখতে পারেন। সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা থেকে আমার সম্পাদনা অগ্রগতি দেকতে পারেন।
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধ নিয়ে আপনাকে সাম্প্রতিক সময়ে দারুন দারুন সব কাজ করতে দেখছি। আপনার এই নিরলস অবদান এর জন্য আমার পক্ষ থেকে এই পদক। নাহিদ হোসেন (আলাপ) ০৩:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
জাতীয় সংসদ নির্বাচন পদক
সুপ্রিয় Maruf Hossain,
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১১:০০, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
সাধারণতন্ত্র দিবস পদক
সুপ্রিয় Maruf Hossain,
ভারতের ৭০তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে ভারত, ভারতের সংবিধান, ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রভৃতি বিষয় সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। - খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:০৮, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
চমৎকার ব্যবহারকারী পাতা পদক
সুন্দর ব্যবহারকারী পাতা'র জন্য। City of Zion (আলাপ) ০৬:৪৯, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
শীর্ষ অবদানকারী পদক
প্রিয় Maruf Hossain, বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১ এ অংশ নিয়ে ৪র্থ স্থান অর্জন করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক
প্রিয় Maruf Hossain,
বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত, ‘উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে ―
হীরক রাজা, শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ২৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা।
এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো সাইটে এই পাতাটি দেখতে পান, তবে আপনি উইকিপিডিয়ার একটি অনুলিপি দেখছেন মাত্র। সচেতন থাকুন যে, এই পাতাটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং এই ব্যবহারকারী পাতাটি যার, তিনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে জড়িত নাও থাকতে পারেন। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়া যাবে এই ঠিকানায়— https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Maruf Hossain/Wikipedia Information।