বাংলাদেশের রেলপথ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

নিচে বাংলাদেশের রেল পরিবহনের প্রচলিত রেলপথের একটি তালিকা রয়েছে।

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশে প্রথম রেলপথ ১৮৬২ সালে ব্রিটিশ রাজ দ্বারা স্থাপিত হয়। তখন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না ও এর ভূমি বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল। একই বছরের ১৫ নভেম্বরে বাংলাদেশ রেলওয়ের পূর্বসূরি ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে দর্শনা রেলওয়ে স্টেশন থেকে জগতি রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রসারিত প্রথম রেলপথ চালু করে। ১৮৮৫ সালে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত আরেকটি রেলপথ নির্মাণ করা হয়।[১] ১৮৯৫ সালে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথ নির্মিত হয়। ১৯১৪ সালে আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত নতুন রেলপথ নির্মিত হয়। নির্মাণের তিন বছর পর, ১৯১৫ সালে রেলপথটি খোলা হয় যা শায়েস্তাগঞ্জকে হবিগঞ্জের সাথে সংযুক্ত করে। শায়েস্তাগঞ্জ থেকে বাল্লা পর্যন্ত আরেকটি বিভাগ ১৯২৯ সালে খোলা হয়। ভারত বিভাগের আগে পূর্ববঙ্গে অনেক রেললাইন নির্মিত হয়, যেমন চট্টগ্রাম–দোহাজারী, ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক রেলপথ ইত্যাদি। ১৯৪৭ সালের পর পূর্ববঙ্গ ২৬০৬.৫৯ কিলোমিটার রেলপথ পায় যা ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান পূর্বাঞ্চলীয় রেলওয়ের অধীনে ছিল।[২]

বাংলাদেশের রেলপথের তালিকা সম্পাদনা

পূর্বাঞ্চল সম্পাদনা

পশ্চিমাঞ্চল সম্পাদনা

আন্তঃসীমান্ত রেলপথ সম্পাদনা

নির্মাণাধীন সম্পাদনা

অনুমোদিত/প্রস্তাবিত সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মন্ডল, লাবনী (১৯ আগস্ট ২০২২)। "আমাদের রেলপথের ইতিহাস"সমকাল। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 
  2. "বাংলাদেশে প্রথম রেলপথের শুরুর গল্প"সময় টিভি। ৯ জুন ২০২০। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 
  3. সরকার, হামিদ (১৭ সেপ্টেম্বর ২০১৮)। "ভারত-বাংলাদেশ নতুন রেল রুট"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২