বলাকা কমিউটার (ট্রেন নাম্বার-৪৯/৫০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। জারিয়া ঝাঞ্জাইল থেকে ঢাকা যাত্রাপথে ময়মনসিংহ জেলাগাজীপুর জেলাকে সংযুক্ত করেছে।[]

বলাকা কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
প্রথম পরিষেবা৩১ ডিসেম্বর ২০১৫
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুজারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন
শেষরেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৬ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং৪৯/৫০
যাত্রাপথের সেবা
শ্রেণীহ্যাঁ
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধানাই
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
নারায়ণগঞ্জ–
বাহাদুরাবাদ ঘাট রেলপথ
বাহাদুরাবাদ ঘাট
দেওয়ানগঞ্জ বাজার
মোশারফগঞ্জ
ইসলামপুর বাজার
দুরমুঠ
মেলান্দহ বাজার
জামালপুর কোর্ট
জামালপুর
নান্দিনা
নরুন্দি
পিয়ারপুর
মশিউরনগর
নিমতলী বাজার
বিদ্যাগঞ্জ
বাইগনবাড়ী
ময়মনসিংহ রোড
ময়মনসিংহ জংশন
কৃষি বিশ্ববিদ্যালয়
সুতিয়াখালী
ফাতেমানগর
আহমদবাড়ী
আউলিয়ানগর
ধলা
গফরগাঁও
মশাখালী
কাওরাইদ
সাত খামাইর
শ্রীপুর
ইজ্জতপুর
রাজেন্দ্রপুর
ভাওয়াল গাজীপুর
জয়দেবপুর জংশন
ধীরাশ্রম
টঙ্গী জংশন
ঢাকা বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  মেট্রো 
ঢাকা ক্যান্টনমেন্ট
বনানী
তেজগাঁও
কমলাপুর  হাব 
গেন্ডারিয়া
শ্যামপুর বড়ইতলা
পাগলা
ফতুল্লা
চাষাঢ়া
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বন্দর  মেট্রো 
সূত্র[]

উদ্বোধন

সম্পাদনা

২০১৫ সালের ৩১ ডিসেম্বর হতে ট্রেনটি সেবা প্রদান শুরু করে।[]

যাত্রাপথ

সম্পাদনা

বলাকা কমিউটার জারিয়া ঝাঞ্জাইল থেকে, গৌরীপুর, ময়মনসিংহ, গাজীপুর হয়ে ঢাকা পর্যন্ত মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

সম্পাদনা

বলাকা কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে:

সময়সূচি

সম্পাদনা

বলাকা কমিউটার ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)

  • ঢাকা থেকে ছাড়ে ভোর ৪টা ৪৫ মিনিটে, জারিয়া ঝাঞ্জাইল পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে।
  • জারিয়া ঝাঞ্জাইল থেকে ছাড়ে দুপুর ১২টায়, ঢাকা পৌঁছায় বিকাল ৫টা ৪০ মিনিটে। এবং ঢাকা বিমান বনদর থেকে ছাড়ে ভোর ৫ টা ৩০ মিনিটে।

সম্পর্কিত নিবন্ধ

সম্পাদনা

বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ রেলওয়ে
  2. "জারিয়া-ঢাকা বলাকা কমিউটার ট্রেন উদ্বোধন | সারাদেশ | The Daily Ittefaq"archive1.ittefaq.com.bd। ২০২০-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২ 
  3. "পুর্বধলায় কমিউটার ট্রেন বলাকা এক্সপ্রেসের উদ্বোধন : চলবে জারিয়া-ঢাকা রেলপথে"Loklokantor। ২০১৫-১২-৩১। ২০২০-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২