বোড়ো ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ
বোড়ো ভাষা হল চীনা-তিব্বতি ভাষাপরিবারের অন্তর্ভুক্ত বোড়ো-গারো গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা। এটি ভারতের আসাম রাজ্যের বড়োল্যান্ড ক্ষেত্রীয় পরিষদ-এর স্থানীয় এবং সরকারি ভাষা। এছাড়াও ঐ রাজ্যে মান্যতাপ্রাপ্ত একটি অন্যতম সরকারি ভাষা এটি৷ ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ২৬তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা প্রায় ১৫ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.১২%।[১] ভারতে অষ্টম অনুসূচী অনুসারে মান্যতা প্রাপ্ত বাইশটি ভাষার মধ্যে বোড়ো একটি।[২] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ক্ষুদ্রতম নৃগোষ্ঠীর ভাষা।[৩]
নিচের তালিকাটি বোড়ো-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
ক্রম | রাজ্য | বোড়ো ভাষাভাষী সংখ্যার শতকরা হার | বোড়োভাষীর সংখ্যা | জনসংখ্যা অনুযায়ী ক্রম |
---|---|---|---|---|
১ | আসাম | ৪.৫৪% | ১৪১৬১২৫ | ১ম |
২ | অরুণাচল প্রদেশ | ০.৫১% | ৭০৯৫ | ৪র্থ |
৩ | নাগাল্যান্ড | ০.৩৭% | ৭৩৭২ | ৩য় |
৪ | মেঘালয় | ০.১৬% | ৪৮৭৯ | ৫ম |
৫ | পশ্চিমবঙ্গ | ০.০৫% | ৪২৭৩৯ | ২য় |
৬ | মিজোরাম | ০.০২% | ২০৩ | ১৪তম |
৭ | দমন ও দিউ | ০.০২% | ৫০ | ২৭তম |
৮ | ত্রিপুরা | ০.০১% | ৫১১ | ৭ম |
৯ | সিকিম | ০.০১% | ৬৫ | ২৪তম |
১০ | দাদরা ও নগর হাভেলি | ০.০১% | ২৮ | ২৯তম |
১১ | লাক্ষাদ্বীপ | ০.০১% | ৫ | ৩৩তম |
১২ | অন্ধ্রপ্রদেশ | - | ৬০৬ | ৬ষ্ঠ |
১৩ | জম্মু ও কাশ্মীর | - | ৫০৮ | ৮ম |
১৪ | কর্ণাটক | - | ৪৩৯ | ৯ম |
১৫ | মহারাষ্ট্র | - | ৩৩০ | ১০ম |
১৬ | দিল্লি | - | ২৯৩ | ১১তম |
১৭ | পাঞ্জাব | - | ২৪৩ | ১২তম |
১৮ | উত্তরপ্রদেশ | - | ২২৬ | ১৩তম |
১৯ | হিমাচল প্রদেশ | - | ১৮০ | ১৫তম |
২০ | মণিপুর | - | ১৭৪ | ১৬তম |
২১ | গুজরাত | - | ১৩৮ | ১৭তম |
২২ | রাজস্থান | - | ১০৬ | ১৮তম |
২৩ | হরিয়ানা | - | ৯২ | ১৯তম |
২৪ | ঝাড়খণ্ড | - | ৯২ | ১৯তম |
২৫ | ছত্তিশগড় | - | ৮৮ | ২১তম |
২৬ | মধ্যপ্রদেশ | - | ৮৭ | ২২তম |
২৭ | তামিলনাড়ু | - | ৬৭ | ২৩তম |
২৮ | গোয়া | - | ৬২ | ২৫তম |
২৯ | উত্তরাখণ্ড | - | ৫১ | ২৬তম |
৩০ | কেরল | - | ৪৭ | ২৮তম |
৩১ | ওড়িশা | - | ২৪ | ৩০তম |
৩২ | বিহার | - | ১৯ | ৩১তম |
৩৩ | চণ্ডীগড় | - | ৬ | ৩২তম |
৩৪ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | - | ৫ | ৩৩তম |
৩৫ | পুদুচেরি | - | ৪ | ৩৫তম |
ভারত | ০.১২% | ১৪,৮২,৯২৯ | ষড়বিংশতি প্রচলিত ভাষা |
- আসাম
- চিরাং জেলা - ১৮২৩৮২ (৩৭.৮৩%)
- বাক্সা জেলা - ৩০২৬১৩ (৩১.৮৫%)
- কোকড়াঝাড় জেলা - ২৫১৮৮৯ (২৮.৩৯%)
- ওদালগুড়ি জেলা - ২২৩৭১৪ (২৬.৯০%)
- শোণিতপুর জেলা - ১৬১৪৪৭ (৮.৩৯%)
- ধেমাজি জেলা - ৪৭৬৭০ (৬.৯৫%)
- কার্বি আংলং জেলা - ৪৩৭০৯ (৪.৫৭%)
- গোয়ালপাড়া জেলা - ৩৫৬৫১ (৩.৬৪%)
- নলবাড়ি জেলা - ১৯৪৯১ (২.৫৩%)
- গোলাঘাট জেলা - ১৯৮৭৬ (১.৮৬%)
- কামরূপ মহানগর জেলা - ২০৮২৩ (১.৬৬%)
- বড়পেটা জেলা - ২৫৭২২ (১.৫২%)
- কামরূপ জেলা - ২১৮৬৯ (১.৪৪%)
- মরিগাঁও জেলা - ১১৫৯৬ (১.২১%)
- বঙাইগাঁও জেলা - ৮৩৫১ (১.১৩%)
- নগাঁও জেলা - ২২৫০৬ (০.৮০%)
- ডিমা হাসাও জেলা - ১৬০৪ (০.৭৫%)
- লখিমপুর জেলা - ৬৯৫০ (০.৬৭%)
- অরুণাচল প্রদেশ
- পূর্ব সিয়াং জেলা - ১৬৯০ (১.৭০%)
- লোহিত জেলা - ১৪২৩ (০.৯৮%)
- পাপুম পারে জেলা - ১৪৭৭ (০.৮৪%)
- পশ্চিম কামেং জেলা - ৫৭২ (০.৬৮%)
- নিম্ন দিবাং উপত্যকা জেলা - ২৬৭ (০.৫০%)
- নাগাল্যান্ড
- ডিমাপুর জেলা - ৪৭৪৬ (১.২৫%)
- ওখা জেলা - ৮২৪ (০.৫০%)
- পশ্চিমবঙ্গ
- জলপাইগুড়ি জেলা - ৩৮৬৩৪ (১.০০%)
২০০১
সম্পাদনা২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী বোড়োভাষীর তালিকা নিম্নরূপ:[৬][৭]
রাজ্য ক্রম | রাজ্য | বোড়োভাষী সংখ্যা |
---|---|---|
— | ভারত | ১৩,৫০,৪৭৮ ০.১৩% |
১ | জম্মু ও কাশ্মীর | ২৯৬ |
২ | হিমাচল প্রদেশ | ১৬ |
৩ | পাঞ্জার | ১০৪ |
৪ | চণ্ডীগড় | ১২ |
৫ | উত্তরাখণ্ড | ২০ |
৬ | হরিয়ানা | ২৯ |
৭ | দিল্লি | ২২২ |
৮ | রাজস্থান | ৬২ |
৯ | উত্তর প্রদেশ | ৫৮ |
১০ | বিহার | ১৬ |
১১ | সিকিম | ৫৩ |
১২ | অরুণাচল প্রদেশ | ৬৫১৫ |
১৩ | নাগাল্যান্ড | ৪৮৭৪ |
১৪ | মণিপুর | ৯০ |
১৫ | মিজোরাম | ১৪৫ |
১৬ | ত্রিপুরা | ৯২ |
১৭ | মেঘালয় | ৩৪৭০ |
১৮ | আসাম | ১২৯৬১৬২ |
১৯ | পশ্চিমবঙ্গ | ৩৭৬৫৪ |
২০ | ঝাড়খণ্ড | ৭০ |
২১ | ওড়িশা | ৬৫ |
২২ | ছত্তিশগড় | ৬ |
২৩ | মধ্যপ্রদেশ | ৪৮ |
২৪ | গুজরাত | ৫০ |
২৫ | দমন ও দিউ | ৫ |
২৬ | দাদরা ও নগর হাভেলি | ৮ |
২৭ | মহারাষ্ট্র | ১৪৫ |
২৮ | অন্ধ্রপ্রদেশ | ১৭ |
২৯ | কর্ণাটক | ১১২ |
৩০ | গোয়া | ৭ |
৩১ | লাক্ষাদ্বীপ | ০ |
৩২ | কেরল | ২১ |
৩৩ | তামিলনাড়ু | ২৯ |
৩৪ | পুদুচেরি | ০ |
৩৫ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"। ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ https://www.mha.gov.in/sites/default/files/EighthSchedule_19052017.pdf&ved=2ahUKEwiEzo-wmIHsAhXHcn0KHeE6DpAQFjAKegQIAhAB&usg=AOvVaw1yvBIvWitC_ju4ZL08bkE-[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin।
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
- ↑ https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm