বোড়ো ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বোড়ো ভাষা হল চীনা-তিব্বতি ভাষাপরিবারের অন্তর্ভুক্ত বোড়ো-গারো গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা। এটি ভারতের আসাম রাজ্যের বড়োল্যান্ড ক্ষেত্রীয় পরিষদ-এর স্থানীয় এবং সরকারি ভাষা। এছাড়াও ঐ রাজ্যে মান্যতাপ্রাপ্ত একটি অন্যতম সরকারি ভাষা এটি৷ ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ২৬তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা প্রায় ১৫ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.১২%।[১] ভারতে অষ্টম অনুসূচী অনুসারে মান্যতা প্রাপ্ত বাইশটি ভাষার মধ্যে বোড়ো একটি।[২] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ক্ষুদ্রতম নৃগোষ্ঠীর ভাষা[৩]

নিচের তালিকাটি বোড়ো-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৪] সম্পাদনা

ক্রম রাজ্য বোড়ো ভাষাভাষী সংখ্যার শতকরা হার বোড়োভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
আসাম ৪.৫৪% ১৪১৬১২৫ ১ম
অরুণাচল প্রদেশ ০.৫১% ৭০৯৫ ৪র্থ
নাগাল্যান্ড ০.৩৭% ৭৩৭২ ৩য়
মেঘালয় ০.১৬% ৪৮৭৯ ৫ম
পশ্চিমবঙ্গ ০.০৫% ৪২৭৩৯ ২য়
মিজোরাম ০.০২% ২০৩ ১৪তম
দমন ও দিউ ০.০২% ৫০ ২৭তম
ত্রিপুরা ০.০১% ৫১১ ৭ম
সিকিম ০.০১% ৬৫ ২৪তম
১০ দাদরা ও নগর হাভেলি ০.০১% ২৮ ২৯তম
১১ লাক্ষাদ্বীপ ০.০১% ৩৩তম
১২ অন্ধ্রপ্রদেশ - ৬০৬ ৬ষ্ঠ
১৩ জম্মু ও কাশ্মীর - ৫০৮ ৮ম
১৪ কর্ণাটক - ৪৩৯ ৯ম
১৫ মহারাষ্ট্র - ৩৩০ ১০ম
১৬ দিল্লি - ২৯৩ ১১তম
১৭ পাঞ্জাব - ২৪৩ ১২তম
১৮ উত্তরপ্রদেশ - ২২৬ ১৩তম
১৯ হিমাচল প্রদেশ - ১৮০ ১৫তম
২০ মণিপুর - ১৭৪ ১৬তম
২১ গুজরাত - ১৩৮ ১৭তম
২২ রাজস্থান - ১০৬ ১৮তম
২৩ হরিয়ানা - ৯২ ১৯তম
২৪ ঝাড়খণ্ড - ৯২ ১৯তম
২৫ ছত্তিশগড় - ৮৮ ২১তম
২৬ মধ্যপ্রদেশ - ৮৭ ২২তম
২৭ তামিলনাড়ু - ৬৭ ২৩তম
২৮ গোয়া - ৬২ ২৫তম
২৯ উত্তরাখণ্ড - ৫১ ২৬তম
৩০ কেরল - ৪৭ ২৮তম
৩১ ওড়িশা - ২৪ ৩০তম
৩২ বিহার - ১৯ ৩১তম
৩৩ চণ্ডীগড় - ৩২তম
৩৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ - ৩৩তম
৩৫ পুদুচেরি - ৩৫তম
ভারত ০.১২% ১৪,৮২,৯২৯ ষড়বিংশতি প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৫] সম্পাদনা

আসাম
  1. চিরাং জেলা - ১৮২৩৮২ (৩৭.৮৩%)
  2. বাক্সা জেলা - ৩০২৬১৩ (৩১.৮৫%)
  3. কোকড়াঝাড় জেলা - ২৫১৮৮৯ (২৮.৩৯%)
  4. ওদালগুড়ি জেলা - ২২৩৭১৪ (২৬.৯০%)
  5. শোণিতপুর জেলা - ১৬১৪৪৭ (৮.৩৯%)
  6. ধেমাজি জেলা - ৪৭৬৭০ (৬.৯৫%)
  7. কার্বি আংলং জেলা - ৪৩৭০৯ (৪.৫৭%)
  8. গোয়ালপাড়া জেলা - ৩৫৬৫১ (৩.৬৪%)
  9. নলবাড়ি জেলা - ১৯৪৯১ (২.৫৩%)
  10. গোলাঘাট জেলা - ১৯৮৭৬ (১.৮৬%)
  11. কামরূপ মহানগর জেলা - ২০৮২৩ (১.৬৬%)
  12. বড়পেটা জেলা - ২৫৭২২ (১.৫২%)
  13. কামরূপ জেলা - ২১৮৬৯ (১.৪৪%)
  14. মরিগাঁও জেলা - ১১৫৯৬ (১.২১%)
  15. বঙাইগাঁও জেলা - ৮৩৫১ (১.১৩%)
  16. নগাঁও জেলা - ২২৫০৬ (০.৮০%)
  17. ডিমা হাসাও জেলা - ১৬০৪ (০.৭৫%)
  18. লখিমপুর জেলা - ৬৯৫০ (০.৬৭%)
অরুণাচল প্রদেশ
  1. পূর্ব সিয়াং জেলা - ১৬৯০ (১.৭০%)
  2. লোহিত জেলা - ১৪২৩ (০.৯৮%)
  3. পাপুম পারে জেলা - ১৪৭৭ (০.৮৪%)
  4. পশ্চিম কামেং জেলা - ৫৭২ (০.৬৮%)
  5. নিম্ন দিবাং উপত্যকা জেলা - ২৬৭ (০.৫০%)
নাগাল্যান্ড
  1. ডিমাপুর জেলা - ৪৭৪৬ (১.২৫%)
  2. ওখা জেলা - ৮২৪ (০.৫০%)
পশ্চিমবঙ্গ
  1. জলপাইগুড়ি জেলা - ৩৮৬৩৪ (১.০০%)

২০০১ সম্পাদনা

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী বোড়োভাষীর তালিকা নিম্নরূপ:[৬][৭]

রাজ্য ক্রম রাজ্য বোড়োভাষী সংখ্যা
ভারত ১৩,৫০,৪৭৮
০.১৩%
জম্মু ও কাশ্মীর ২৯৬
হিমাচল প্রদেশ ১৬
পাঞ্জার ১০৪
চণ্ডীগড় ১২
উত্তরাখণ্ড ২০
হরিয়ানা ২৯
দিল্লি ২২২
রাজস্থান ৬২
উত্তর প্রদেশ ৫৮
১০ বিহার ১৬
১১ সিকিম ৫৩
১২ অরুণাচল প্রদেশ ৬৫১৫
১৩ নাগাল্যান্ড ৪৮৭৪
১৪ মণিপুর ৯০
১৫ মিজোরাম ১৪৫
১৬ ত্রিপুরা ৯২
১৭ মেঘালয় ৩৪৭০
১৮ আসাম ১২৯৬১৬২
১৯ পশ্চিমবঙ্গ ৩৭৬৫৪
২০ ঝাড়খণ্ড ৭০
২১ ওড়িশা ৬৫
২২ ছত্তিশগড়
২৩ মধ্যপ্রদেশ ৪৮
২৪ গুজরাত ৫০
২৫ দমন ও দিউ
২৬ দাদরা ও নগর হাভেলি
২৭ মহারাষ্ট্র ১৪৫
২৮ অন্ধ্রপ্রদেশ ১৭
২৯ কর্ণাটক ১১২
৩০ গোয়া
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল ২১
৩৩ তামিলনাড়ু ২৯
৩৪ পুদুচেরি
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

তথ্যসূত্র সম্পাদনা