নলবাড়ী জেলা
আসাম রাজ্যের একটি জেলা
(নলবাড়ি জেলা থেকে পুনর্নির্দেশিত)
নলবাড়ি জেলা (অসমীয়া: নলবাৰী জিলা) আসামের একটি প্রশাসনিক জেলা।
নলবাড়ী জেলা নলবাৰী জিলা | |
---|---|
District | |
Nalbari district's location in Assam | |
Country | India |
State | Assam |
Headquarters | Nalbari |
সময় অঞ্চল | IST |
ওয়েবসাইট | http://nalbari.nic.in/ |
ভৌগোলিক বিবরণ
সম্পাদনাজেলাটির আয়তন হচ্ছে ৯৯৯.৯০ বৰ্গ কি.মি.।[১] ২০০১ সনের লোকগণনা মতে জিলার মোট জনসংখ্যা ১১৩৮১৮৪ জন।[১][২] বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে ১৫০০ মিঃমিঃ এবং গড় আর্দ্রতা ৮০%।
- চারিসীমা
- উত্তর বাক্সা জেলা।
- পূর্বে দরং জেলা এবং কামরূপ জেলা
- দক্ষিণে ব্রহ্মপুত্র নদ
- পশ্চিমে বড়পেটা জেলা।[২]
নদী-উপনদী
সম্পাদনাজেলার দক্ষিণ দিকে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে। অন্যান্য প্ৰধান নদী হ'ল পাগলদিয়া, নোনা, বরলীয়া, বুঢ়াদিয়া, টিহু।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সনের লোকগণনা অনুসারে নলবাড়ি জেলার জনসংখ্যা ৭৬৯,৯১৯ জন; এর মধ্যে পুরুষ ৩৯৫,৮০৪ জন এবং মহিলা ৩৭৪,১১৫ জন। মহিলার সংখ্যা প্ৰতি ১০০০ পুরুষের বিপরীতে ৯৪৫ জন। জন-ঘনত্ব প্ৰতি বৰ্গ কি.মি.-এ ৭৬৩ জন। দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ১১.৭৪%। স্বাক্ষরতার হার ৭৩.৮৫%।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Nalbari - at a glance"। National Informatics Centre, Nalbari,Assam। ২৮ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৩।
- ↑ ক খ গ "Nalbari District Profile"। National Informatics Centre, Nalbari,Assam। ৩০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৩।