টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/সফল/২০১০-২০১৭

ফোর্ট উইলিয়াম কলেজ সম্পাদনা

 

-- ব্যবহারকারী Jonoikobangali (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ০৭:১১, ৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

  ঠিক আছে। -- তানভির (আলাপ) ১১:১৭, ৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৪, ২১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর সম্পাদনা

-- ব্যবহারকারী Tanweer Morshed (আলাপ) প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১০:১১, ৯ অক্টোবর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

গুড়পুকুরের মেলা সম্পাদনা

-- ব্যবহারকারী Mayeenul Islam (আলাপ) প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৩:৪৫, ১২ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

কঠিন চীবর দান সম্পাদনা

-- ব্যবহারকারী Mayeenul Islam (আলাপ) প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৪:০৪, ১২ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ওয়াজাদা সম্পাদনা

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০০:৫৪, ২৬ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  •   তথ্যটি উপস্থাপন ঠিক হয় নাই। পরামর্শ- হাইফা আল মনসুর পরিচালিত ওয়াজাদা প্রথম সৌদি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা নামের কোন্নো নারী চলচ্চিত্র পরিচালক দ্বারা নির্মিত।
নিবন্ধেও এ তথ্যটি ঠিক করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৫, ২৭ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  একমত ভাই, আপনার সাথে একমত। নিবন্ধেও ঠিক করে দিয়েছি। নিবন্ধ চেক করে একটু যদি দেখতেন ঠিক হয়েছে কিনা। যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৬:৪৮, ২৭ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
 --বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৬, ২৭ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩২, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ন্যান্সি ওয়েক সম্পাদনা

 

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৬:৫০, ৩১ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩৩, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অ্যানোনিমাস সম্পাদনা

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৫:৫৬, ১ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩৬, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

৩৩৫ বছরের যুদ্ধ সম্পাদনা

  • ...ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ৩৩৫ বছরের যুদ্ধে কোন গুলি ছোঁড়া হয়নি এবং একজন মানুষও আহত বা নিহত হয়নি?

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ২২:২২, ১ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রথমে এভাবেই দিতে চেয়েছিলাম কিন্তু বাক্য বড় হয়ে যাবে ভেবে বাদ দিয়েছি। একমত। যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৭:৪৯, ৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  • কিছু মন্তব্য— ১) বোউলি-র মন্তব্য-এর সুত্র নির্দেশ করলে ভালো হয়, ২) আপনার প্রবন্ধের নাম "৩৩৫ বছরের যুদ্ধ" অথচ প্রবন্ধ শুরু হচ্ছে "৩৩৫ বছরের নৈতিক যুদ্ধ" ৩) কিছু বানান দেখুন (মোটা অক্ষরে)—
  • এবং ডানকান শান্তি চুক্তিতে সাক্ষর করার... "স্বাক্ষর" হবে
  • সেময় ডাচরা ব্রিটিশদের সাথে ভালো সম্পর্ক — সেময়?
  • সমর্থন দেবে এই ণীতি বজায় রেখে চলত
  • যুদ্ধের খুঁজ খবর নিয়ে জানতে পারেন — "খুঁজ খবর" টা বোধ হয় বাংলাদেশি বাংলা তে চলে, ঠিক জানি না, দেখুন যা ভালো বোঝেন।
  • সরকারের প্ক্ষ থেকে
  • হুমকি অথবা বির্শঙ্খলা সৃষ্ঠি
  • ইংল্যান্ড ও ইউনাইটেড প্রোভিনেন্সের মধ্যে একটি চুক্তি হয়েছিল
আপাততঃ এই অবধি! টিটো দত্ত (কথা) ১০:৪০, ৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বানানগুলো ঠিক করে দিয়েছি। সময় ব্যায় করে পুরু নিবন্ধ পড়ে ভুল ধরিয়ে দেওয়ার জন্য টিটো, আপনাকে ধন্যবাদ :) -- যুদ্ধমন্ত্রী (আলাপ) ১১:০৪, ৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বোউলি-র মন্তব্য-এর সূত্র ঠিক পাচ্ছি না। দেখি যখন পাবো দিয়ে দিবো যুদ্ধমন্ত্রী (আলাপ) ১১:০৭, ৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আপনাকেও ধন্যবাদ। বানান ভুল গুলি অতি সাধারণ। আমি এই খানেক আগে একটি প্রবন্ধ লিখলাম, আপনার বানান ভুল গুলি এর-ই অন্তর্গত ব্যবহারকারী:Titodutta/প্রবন্ধ/অভ্র বিভ্রাট --টিটো দত্ত (কথা) ১২:২৭, ৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
 --বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩৮, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩৮, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অওকিগাহারা সম্পাদনা

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০০:২৩, ১১ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করে দিয়েছি। এটি সাড়া বিশ্বের মধ্যে দ্বিতীয়। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ০১:১৮, ১২ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
 --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৪, ১২ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৪১, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


গ্লোমি সানডে সম্পাদনা

  • ...কিংবদন্তী অনুসারে, “হাঙ্গেরিয়ান আত্মহত্যার গান” গ্লোমি সানডে শোনার পর এখন পর্যন্ত একশত এর বেশি মানুষ আত্মহত্যা করেছে?

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ২২:৪৪, ১০ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আশা করি এখন আর কোন আপত্তি নেই। নিবন্ধটিও সম্প্রসারন করেছি। এছাড়া আমার আন্য মনোনয়ন গুলোও একটু দেখার অনুরোধ করছি। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৫:৫৫, ১১ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
 --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৪, ১২ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

য়োন-তান-র্গ্যা-ম্ত্শো সম্পাদনা

 
চতুর্থ দলাই লামা য়োন-তান-র্গ্যা-ম্ত্শো

-- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৫৪, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

  উক্তিতে রেফারেন্স নেই। আমার মতে, “ য়োন-তান-র্গ্যা-ম্ত্শো তিব্বতের ইতিহাসে একমাত্র দলাই লামা যিনি জাতিতে মঙ্গোলীয় ছিলেন? ” শ্রুতিমধুর।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৯, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
রেফারেন্স যোগ   করা হয়েছে। আপনার লেখাটাই থাকুক। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:৩১, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
 --যুদ্ধমন্ত্রী আলাপ ২২:১৭, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

গ্রাহাম হিউজ সম্পাদনা

 

  • ...ব্রিটিশ নাগরিক গ্রাহাম হিউজ বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কোন বিমান-ভ্রমণ না করেই জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রে গিয়েছেন?

-- ব্যবহারকারী Tanweer Morshed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ২১:৪৩, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  •   নিবন্ধটি ভালো। আজাকির জন্য লিখিত লাইনটিও যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু নিবন্ধে কিছু বানান ও বাক্যগঠনে কিছু সমস্যা রয়েছে। উদাহরণস্বরূপ -
  • এই অনুষ্ঠানে হিউজেস পূর্বেশ সব বিশ্ব রেকর্ড ভেঙে ... - পূর্বেশ?
  • দূরবর্তি বা পরবর্তি বানানগুলি 'দূরবর্তী' ও 'পরবর্তী' হবে।
  • এটাই একমাত্র দেশ ছিল যেখানে হিউজেস কোন স্বীকৃত সীমান্ত প্রবেশ পথ দিয়ে রাশিয়ায় প্রবেশ করেননি - বাক্যে 'রাশিয়ায়' কথাটি অপ্রয়োজনীয়।
  • তাঁর নিজের কোম্পানি হাইড্রা স্টুডিও থেকে বেশ কয়েকটী স্বল্প দৈর্ধ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন।
  • হিউজেসে বিশ্ব ভ্রমণ নিয়ে বাজফিড[১২] এবং এস্কুইয়ার ম্যাগাজিনে নিবন্ধ প্রকাশিত হয়েছে - 'হিউজেসের' হবে।
  • ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান না বলে পরিষেবাপ্রদানকারী কথাটি ব্যবহার করলে বোধহয় আরও ভালো হত।
এছাড়া দু'-একটি তথ্যকেও একটু পরিস্কার করা প্রয়োজন। যেমন -
  • ভূমিকায় বলা হয়েছে তিনি ১৯৩টি দেশে গিয়েছেন। পরে বলা হয়েছে তিনি ২০১টি দেশে গিয়েছেন।
ধন্যবাদ আপনাকে নিবন্ধের ত্রুটিগুলো চিহ্ণিত করবার জন্যে। আমি বানানগত ভুলগুলো সংশোধন করেছি। আর ২০১টি দেশে যাওয়া বলতে বোঝানো হয়েছে, হিউজ জাতিসংঘের ১৯৩ টি সদস্য রাষ্ট্র ছাড়াও আরো ৮ টি দেশে গিয়েছিলেন (ঐগুলি জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়)। তাই সব মিলিয়ে ২০১টি দেশ।  – তানভির (আলাপ) ১৭:১৯, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
  এখন ঠিক আছে। --Arindam Maitra (আলাপ) ১৭:৫৯, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

শহর-ই-ঘলঘোলা সম্পাদনা

-- ব্যবহারকারী Arindam Maitra (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৯:১৬, ২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  ঠিক আছে।  – তানভির (আলাপ) ১৫:২৯, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রথম ভারতীয় মহিলা ট্রান্স হিমালয় অভিযান, ১৯৯৭ সম্পাদনা

-- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৩, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  বোধিসত্ত্বদা, আমি এখানে দেখলাম ১৯৮৩ সালে একটা ব্রিটিশ মহিলা দলও এধরণের ট্রান্স হিমাল্য অভিযান চালিয়েছিল। আমি আপনার তথ্যের বিরোধিতা করছি না, তবে তথ্যের পরীক্ষণের সুবিধার্থে একাধিক তথ্যসূত্র দিলে ভেরিফিকেশনে সুবিধা হতো। আপনার তথ্যসূত্রটিও আমি দেখেছি। তাতে বলা আছে, প্রথম মহিলা ট্রান্স হিমালয় অভিযান, কিন্তু স্পষ্ট করে বলা নেই যে সেটা ভারতের প্রথম নাকি বিশ্বের প্রথম।  – তানভির (আলাপ) ১৭:০৭, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
তানভির, ব্রিটিশ মহিলা দলটি অভিযান সম্পূর্ণ করতে পেরেছিলেন কিনা সেই বিষয়ে কোন তথ্য নেই। তা ছাড়া তাঁরা সিক্কিম থেকে শুরু করেছিলেন, ফলে ট্রান্স হিমালয়ের ভূটান ও অরুণাচল প্রদেশের অংশ দুটি তাঁরা ট্রেক করেননি। যাই হোক, আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কের ১৫ নম্বর পয়েন্টটি দেখুন, সেখানে লেখা রয়েছে, THE INDIAN WOMEN’S FIRST TRANS HIMALAYAN JOURNEY’ 1997. EFFORT BY WOMEN IN SUCCESSFULLY COMPLETING THE TREKKING JOURNEY FROM ARUNACHAL PRADESH (EAST) TO SIACHEN (WEST) REACHING INDIRA COL THE NORTHERN MOST TIP OF INDIA (20100 FT), COVERING MORE THAN 4500 KM IN ‘225’ DAYS CROSSING MORE THAN 40 HIGH MOUNTAIN PASSES. THIS IS THE FIRST SUCCESS BY ANY COUNTRY. -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩১, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
  ঠিক আছে।  – তানভির (আলাপ) ১৭:৫৪, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

মঙ্গল শোভাযাত্রা সম্পাদনা

 

  • ...মঙ্গল শোভাযাত্রা যা কিনা প্রতি বছর পহেলা বৈশাখে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসব সম্প্রতি ৩০ নভেম্বর ২০১৬ তারিখে ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে?

-- মনোনয়ন করেছেন ব্যবহারকারী Faizul Latif Chowdhury (আলাপ) ১১:৪৭, ২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পহেলা বৈশাখে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসব মঙ্গল শোভাযাত্রা ৩০ নভেম্বর ২০১৬ তারিখে ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে?

জগজ্জীবনপুর তাম্রশাসন সম্পাদনা

  • ...জগজ্জীবনপুর তাম্রশাসন আবিষ্কারের মধ্য দিয়ে নবম শতাব্দীর পালবংশীয় রাজা মহেন্দ্রপালের অস্তিত্ব প্রমাণিত হয়েছে এবং দেবপাল-পরবর্তী পাল রাজাদের ক্রম ও বংশলতিকা নির্ণয়ে দীর্ঘকালের প্রমাদ ও রহস্য দূরীভূত হয়েছে?

-- ব্যবহারকারী:Hrishikes কর্তৃক প্রণীত। মনোনয়ন করেছেন ব্যবহারকারী Faizul Latif Chowdhury (আলাপ) ১২:১৭, ২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

  নিবন্ধের তথ্যসূত্র যদিও অনলাইনে যাচাইযোগ্য নয় তবুও মনোনয়নকারীর প্রতি আস্থা রাখা হলো।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৯, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ঠগি সম্পাদনা

  • ...কিছু হিসেব অনুযায়ী ১৭৪০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ঠগিরা ১ মিলিয়ন এর বেশি মানুষ হত্যা করেছিল?

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০০:৩৯, ২৬ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  • নিবন্ধটি আমি ইংরেজি থেকে অনুবাদ করেছি। সেখানেও একই কথা বলা আছে। সম্ভবত ব্রিটিশরা খুনের একটি পরিসংখ্যান পাওয়ার জন্য এই হিসেব করেছিল। তাছাড়া অফলাইন রেফারেন্সের কারনে আমিও আপনাকে নিশ্চিত করতে পারছিনা। যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৬:৩৭, ২৭ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বিকল্প প্রস্তাবনাঃ...ভারতীয় উপমহাদেশের ঠগিরা মানুষ হত্যা করে হিন্দু দেবী কালীর নামে উৎসর্গ করত? --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৪:৪৯, ১৫ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৪, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অ্যাংলো-জাঞ্জিবার যুদ্ধ সম্পাদনা

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০০:১১, ১ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৪, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

জনাথন জেমস সম্পাদনা

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১১:৪৩, ১ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

১৬ বছরটাকে গুরুত্ববহ করতে হলে সবচেয়ে কম বয়স ব্যপারটা লিখতে হবে। এছাড়া তো তথ্যটা বিশেষ কোনো তথ্য হয় না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৬, ৩ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
তিনিই প্রথম কমবয়সী কিশোর। কথাটা কেমন হল? তার পরে কি আরও কম বয়সী কিশোর এই অপরাধে জেলে গেছে?--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৩, ৪ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
তাহলে তথ্যের ফোকাস বা আকর্ষণীয় অংশ কোনটি প্রথম হেকার নাকি সবচেয়ে কম বয়স্ক হেকার?--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩৩, ৪ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আমার চিন্তা হল, তথ্য ঘুরিয়ে ফিরিয়ে লিখতে গিয়ে আসল তথ্যটি আবার ভুলভাবে উপস্থাপিত হচ্ছে না তো!--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২১, ৫ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অথবাঃ...যুক্তরাষ্ট্রে জনাথন জেমস মাত্র ১৫ বছর বয়সে নাসার কম্পিউটার হ্যাক করেন, যে কারণে নাসা ২১ দিন তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছিল? --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৭:০৭, ১২ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৫, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

খামসিন সম্পাদনা

 

  • ...উত্তর আফ্রিকা ও আরবের সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত শুষ্ক, উষ্ণ ও ধুলিময় বায়ু প্রবাহ খামসিন পঞ্চাশ দিন পর্যন্ত স্থায়ী হয়?

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ২২:২৬, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৫, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

দ্য ডেইলি টক সম্পাদনা

 

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৮:৪৯, ৭ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৫, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পাদনা

 

  • ...১৯৩২ খ্রিস্টাব্দে প্রীতিলতা ওয়াদ্দেদার পরিচালিত ১৫ জনের একটি দল চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমন করে যার বাইরে একটি সাইনবোর্ডে লেখা ছিলো “কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ” এবং পরবর্তিতে পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড গলাধঃকরন করে আত্মহত্যা করেন?
-- রাহাত (আলাপ) ১৮:২৪, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ব্রুস উইলিস সম্পাদনা

 

-- ব্যবহারকারী NahidSultan (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৯:৩৯, ১৫ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৫, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

হাজার বছর ধরে সম্পাদনা

 

--হেমায়েত (আলাপ) ১০:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  তথ্যসূত্রবিহীন। আজাকির জন্য একাধিক নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা প্রমাণিত তথ্য প্রয়োজন।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
তথ্যসূত্রটি দ্যা ডেইলি স্টার-এর আর্কাইভ পাতায় সরিয়ে নেয়া হয়েছে, এখন ঠিক করে দিয়েছি 'I'm making my dream film Haajar Bachhar Dhorey' --Suchanda, বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে খুব বেশি খবর প্রচার হয়না তাই একাধিক তথ্যসূত্র চাইলে সেটা দেয়া সত্যিই মুশকিল।--হেমায়েত (আলাপ) ০৩:৩২, ১৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বেলায়েত ভাই তথ্যসূত্রটি আবারও পড়ে দেখার অনুরধ রইলো।--হেমায়েত (আলাপ) ০৫:১৯, ১৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আমি অন্তত আরও একটা তথ্যসূত্রের আশায় আছি। তথ্যসূত্র হিসেবে পত্রিকা জোড়ালো তথ্যসূত্র নয়। তার উপর একটি মাত্র পত্রিকার সূত্র পাওয়া গেছে তাও আবার আর্কাইভ। তথ্যটি প্রতিষ্ঠা করতে অন্তত আরও একটি তথ্যসূত্র প্রয়োজন বলে আমি মনে করি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১৫, ১৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বেলায়েত ভাই ইন্টারনেট মুভি ডাটাবেজ-এ Salary পরিচ্ছেদে পারিশ্রমিকের তথ্যটি উল্লেখ করা আছে এখানে দেখুন (Biography for Riaz - IMDb - Salary) ধন্যাবাদ--হেমায়েত (আলাপ) ০৫:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  ঠিক আছে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৫১, ৪ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ফিলে (মহাকাশযান) সম্পাদনা

 

-- ব্যবহারকারী:Munirujjaman কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন ব্যবহারকারী:Sajibur ০৯:২২, ২২ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

  নিবন্ধটি সামান্য বড় করতে হবে। প্রধান সমস্যা হলো, এটিতে এখনো ইংরেজি নামগুলো রয়ে গেছে, চিত্রের ক্যাপশনও ইংরেজিতে রয়েছে, ইনফোবক্সও ইংরেজিতে রয়েছে। মোটের উপর নিবন্ধটি দেখতে এখন অনেকটাই হযবরল লাগছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৬, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
যখন জানতে পারি যে, একটি মহাকাশযান ধূমকেতুতে অবতরণ করতে সক্ষম হয়েছে, তখনই দেখতে পাই বাংলা উইকিতে এই নিবন্ধ তৈরি হয়ে গিয়েছিল। তখন আমার মাথায় আজাকির আইডিয়াটা আসে। আমি নিবন্ধটিতে কিছু সম্পাদনা করেছিলাম। কিন্তু পরে অন্য কতগুলো নিবন্ধ সম্প্রসারণ করতে গিয়ে এটির কথা ভুলে যাই। স্মরণ করিয়ে দেয়ার জন্য নাহিদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। নিবন্ধটিতে অনেক সম্পাদনা প্রয়োজন। শেষ হলে আমি জানিয়ে দেব।--Sajibur (আলাপ) ১৩:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
 --যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩০, ১৫ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বামিয়ান উপত্যকা সম্পাদনা

 

-- ব্যবহারকারী Arindam Maitra (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ০১:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

  • যেহেতু মূল নিবন্ধে সমস্ত প্রয়োজনীয় তথ্যসূত্র যোগ করা হয়েছিল, তাই ভূমিকাংশে আলাদা করে কোনও তথ্যসূত্র না দিয়ে ওটি মূল নিবন্ধের একটি সংক্ষিপ্তসার হিসেবেই লিখেছিলাম। যাইহোক, আপনার পরামর্শমতো বর্তমানে নিবন্ধটির ভূমিকাটিতেও বেশ কিছু তথ্যসূত্র যোগ করেছি, যাতে সেখানে উল্লিখিত তথ্যগুলি সেখান থেকেই যাচাই করা যায়। --Arindam Maitra (আলাপ) ১১:৩২, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
  ধন্যবাদ Arindam দা, নাহিদ ভাই পর্যালোচনার পরে আপনি ইতোমধ্যে নিবন্ধটিতে যথেষ্ট তথ্য যোগ করেছেন, তথ্যসূত্রও উল্লেখ করেছেন। এখন ঠিক আছে।  – তানভির (আলাপ) ২১:২১, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন


জয়নুল আবেদীন সম্পাদনা

-- ব্যবহারকারী Rajibul Hasan (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন Ibrahim Husain Meraj (আলাপ) ১১:৫১, ৪ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  ঠিক আছে।  – তানভির (আলাপ) ০৫:৫১, ২২ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

রাজা হরিশচন্দ্র সম্পাদনা

 

-- বোধিসত্ত্ব (আলাপ) ২০:২৩, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

*  ঠিক আছে। আজাকি'র জন্য তৈরি। --Arindam Maitra (আলাপ) ০৫:৪৩, ২২ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

তিতিকাকা হ্রদ সম্পাদনা

 

  • সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮১০ মিটার উচ্চতায় অবস্থিত তিতিকাকা হ্রদ হল পৃথিবীর সর্বোচ্চ নৌচলাচলযোগ্য হ্রদ, যা পেরুবলিভিয়া দুটি দেশের মধ্যে বিস্তৃত ও আয়তনে ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার প্রায় সমান?

-- ব্যবহারকারী Arindam Maitra (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ০৪:৫৭, ২২ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  ঠিক আছে।  – তানভির (আলাপ) ০৫:৪৯, ২২ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কর্ম সম্পাদনা

 

  • ...১৯৩৩ খ্রিস্টাব্দে নির্মিত কর্ম নামক চলচ্চিত্রে দেবিকা রাণীহিমাংশু রায়ের চার মিনিট ব্যাপী চুম্বন দৃশ্য ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘতম চুম্বন দৃশ্যের রেকর্ড ধরে রেখেছে?

-- বোধিসত্ত্ব (আলাপ) ২০:২৩, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

 --যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০১, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কারাল সভ্যতা সম্পাদনা

 

  • দক্ষিণ আমেরিকায় পেরুর সমুদ্রতীরে যে সুপ্রাচীন সভ্যতার নিদর্শন অতি সম্প্রতি (৯০-এর দশকে) খুঁজে পাওয়া গেছে, সেই কারাল সভ্যতার উন্মেষ ঘটেছিল ৯০০০ খ্রিস্টপূর্বাব্দে এবং এটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম?

-- ব্যবহারকারী Arindam Maitra (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০২:০৩, ১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/সফল/২০১০-২০১৭" পাতায় ফেরত যান।