চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন

চট্টগ্রাম জেলার রেলওয়ে স্টেশন
(চিনকী আস্তানা রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)

চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন[১] বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন[২][৩]

চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানমীরসরাই উপজেলা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১ জুলাই ১৮৯৫
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়।[৪] চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

পরিষেবা সম্পাদনা

চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chinki Astana Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  2. "চট্টগ্রাম রেলওয়ের ১১টি স্টেশন আধুনিকায়ন সম্পন্ন"risingbd.com। ২০১৫-০৩-২৬। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  3. "মিরসরাইয়ের ৫টি রেল স্টেশন এখন ভূতের বাড়ি"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  4. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৪