পাহাড়িকা এক্সপ্রেস
পাহাড়িকা এক্সপ্রেস (ট্রেন নাম্বার- ৭১৯/৭২০) বাংলাদেশ রেলওয়ের অধীনে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। চট্টগ্রাম সিলেট পথে ১ম আন্তঃনগর হিসেবে চালু হয় পাহাড়িকা এক্সপ্রেস যা উদ্বোধন হয় ১৬ ই মে ১৯৮৬ খ্রিষ্টাব্দে। পাহাড়িকা এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম সিলেট রুটে উদয়ন এক্সপ্রেস চলাচল করে।[১][২][৩]
পাহাড়িকা এক্প্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ১৬ মে ১৯৮৬ |
বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
শেষ | সিলেট রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৩৭৭ কিলোমিটার (২৩৪ মাইল) |
রেল নং | ৭১৯/৭২০ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | শোভন চেয়ার, এসি চেয়ার, এসি কেবিন |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
গাড়িসম্ভার | ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক ১৪ টি পিটি ইনকা কোচ নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস চলাচল করে।
২ টি গার্ড ব্রেক+খাবার গাড়ি+শোভন চেয়ার, ১ টি পাওয়ার কার, ২ টি এসি চেয়ার, ১ টি এসি কেবিন ও ৮ টি শোভন চেয়ার। |
ট্র্যাক গেজ | মিটারগেজ |
রক্ষণাবেক্ষণ | সিলেট ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
রেক ভাগকরণ | উদয়ন এক্সপ্রেস |
সময়সূচী
সম্পাদনা(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারী ২০২২ হতে কার্যকর।)[৪]
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭১৯ | চট্টগ্রাম | ৭:৫০ | সিলেট | ১৬:৩০ | সোমবার |
৭২০ | সিলেট | ১০:১৫ | চট্টগ্রাম | ১৯:৩৫ | শনিবার |
যাত্রাবিরতি
সম্পাদনা(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে গেছে"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭।
- ↑ "পাহাড়িকা-উদয়নে নতুন কোচ সংযোগ, উদ্বোধন সকাল ১০টায়"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭।
- ↑ প্রতিনিধি। "চার ঘণ্টা পর পাহাড়িকা এক্সপ্রেস চালু"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পাহারিকা এক্সপ্রেস"। আমার ট্রেন।