লাকসাম কমিউটার
বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা
লাকসাম কমিউটার (ট্রেন নাম্বার-৭৯/৮০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাত্রাপথে ফেনী জেলাকে সংযুক্ত করে।[১] ১৩ জুন ২০১৯ থেকে লাকসাম কমিউটার বন্ধ আছে।[২]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
স্থান | বাংলাদেশ |
প্রথম পরিষেবা | ২০১৩ |
শেষ পরিষেবা | ১৬ জুন ২০১৯ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কুমিল্লা রেলওয়ে স্টেশন |
শেষ | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৩ ঘণ্টা ২০ মিনিট |
পরিষেবার হার | ৬ দিন |
রেল নং | ৭৯/৮০ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
ইতিহাস
সম্পাদনা২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন হিসেবে ডেমু ট্রেন চালু করা হয়। একই বছরে আখাউড়া-লাকসাম-চট্টগ্রাম রুটসহ সারা বাংলাদেশের আরও ১২টি রুটে এই যাত্রী সেবা চালু করা হয়।[৩][৪]
যাত্রাপথ
সম্পাদনালাকসাম কমিউটার, কুমিল্লা> লাকসাম> ফেনী> চট্টগ্রাম মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
সম্পাদনালাকসাম কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- কুমিল্লা রেলওয়ে স্টেশন
- ময়নামতি রেলওয়ে স্টেশন
- লালমাই রেলওয়ে স্টেশন
- আলীশ্বর রেলওয়ে স্টেশন
- লাকসাম জংশন রেলওয়ে স্টেশন
- নাওটি রেলওয়ে স্টেশন
- নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন
- হাসানপুর রেলওয়ে স্টেশন
- গুণবতী রেলওয়ে স্টেশন
- শর্শদি রেলওয়ে স্টেশন
- ফেনী জংশন রেলওয়ে স্টেশন
- কালিদহ রেলওয়ে স্টেশন
- ফাজিলপুর রেলওয়ে স্টেশন
- মুহুরীগঞ্জ রেলওয়ে স্টেশন
- চিনকী আস্তানা রেলওয়ে স্টেশন
- মাস্তাননগর রেলওয়ে স্টেশন
- মীরসরাই রেলওয়ে স্টেশন
- বারতাকিয়া রেলওয়ে স্টেশন
- নিজামপুর কলেজ রেলওয়ে স্টেশন
- বারৈয়াঢালা রেলওয়ে স্টেশন
- সীতাকুন্ড রেলওয়ে স্টেশন
- বাড়বকুন্ড রেলওয়ে স্টেশন
- কুমিরা রেলওয়ে স্টেশন
- ভাটিয়ারী রেলওয়ে স্টেশন
- ফৌজদারহাট রেলওয়ে স্টেশন
- কৈবল্যধাম রেলওয়ে স্টেশন
- পাহাড়তলী রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
সময়সূচি
সম্পাদনা- চট্টগ্রাম ছাড়ে বিকাল ৫টা ৩০ মিনিটে, কুমিল্লা পৌঁছায় রাত ৯টা ৫ মিনিটে।[৫]
- কুমিল্লা ছাড়ে সকাল ৫টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় সকাল ৮টা ৫০ মিনিটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চলছে গাড়ি হাওয়ার বেগে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- ↑ "ডেমু ট্রেন: ২০ বছরের আয়ু পাঁচ বছরেই শেষ"। গাজীপুর কণ্ঠ। ২০১৯-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- ↑ আহমেদ, জাফর; প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ: সময় বেড়েছে তারপরও সংশয়"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন প্রকল্পের পরামর্শক পাঁচ প্রতিষ্ঠান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রিপোর্টার, স্টাফ (২০১৯-০৪-১৩)। "চট্টগ্রাম ট্রেনের সময়সূচি, টিকেট, ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।