লাকসাম কমিউটার (ট্রেন নাম্বার-৭৯/৮০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাত্রাপথে ফেনী জেলাকে সংযুক্ত করে।[১] ১৩ জুন ২০১৯ থেকে লাকসাম কমিউটার বন্ধ আছে।[২]

লাকসাম কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
স্থানবাংলাদেশ
প্রথম পরিষেবা২০১৩
শেষ পরিষেবা১৬ জুন ২০১৯
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুকুমিল্লা রেলওয়ে স্টেশন
শেষচট্টগ্রাম রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৩ ঘণ্টা ২০ মিনিট
পরিষেবার হার৬ দিন
রেল নং৭৯/৮০
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

ইতিহাস সম্পাদনা

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন হিসেবে ডেমু ট্রেন চালু করা হয়। একই বছরে আখাউড়া-লাকসাম-চট্টগ্রাম রুটসহ সারা বাংলাদেশের আরও ১২টি রুটে এই যাত্রী সেবা চালু করা হয়।[৩][৪]

যাত্রাপথ সম্পাদনা

লাকসাম কমিউটার, কুমিল্লা> লাকসাম> ফেনী> চট্টগ্রাম মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা সম্পাদনা

লাকসাম কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

সময়সূচি সম্পাদনা

  • চট্টগ্রাম ছাড়ে বিকাল ৫টা ৩০ মিনিটে, কুমিল্লা পৌঁছায় রাত ৯টা ৫ মিনিটে।[৫]
  • কুমিল্লা ছাড়ে সকাল ৫টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় সকাল ৮টা ৫০ মিনিটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চলছে গাড়ি হাওয়ার বেগে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  2. "ডেমু ট্রেন: ২০ বছরের আয়ু পাঁচ বছরেই শেষ"গাজীপুর কণ্ঠ। ২০১৯-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  3. আহমেদ, জাফর; প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ: সময় বেড়েছে তারপরও সংশয়"bangla.bdnews24.com। ২০২০-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭ 
  4. প্রতিবেদক, নিজস্ব। "আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন প্রকল্পের পরামর্শক পাঁচ প্রতিষ্ঠান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৪-১৩)। "চট্টগ্রাম ট্রেনের সময়সূচি, টিকেট, ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২