জালালাবাদ এক্সপ্রেস
জালালাবাদ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাত্রাপথে মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা ও ফেনী জেলাকে সংযুক্ত করে।[১] ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে ট্রেনটি বন্ধ আছে।[২][৩][৪]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | মেইল ট্রেন |
স্থান | বাংলাদেশ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | সিলেট রেলওয়ে স্টেশন |
শেষ | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ১৫ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ১৩/১৪ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
যাত্রাপথ
সম্পাদনাজালালাবাদ এক্সপ্রেস, সিলেট> কুলাউড়া> শায়েস্তাগঞ্জ> আখাউড়া> লাকসাম> চট্টগ্রাম মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
সম্পাদনাজালালাবাদ এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিশে চলাচল করতো নিম্নে তা উল্লেখ করা হলো:
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন
- পাহাড়তলী রেলওয়ে স্টেশন
- কৈবল্যধাম রেলওয়ে স্টেশন
- ফৌজদারহাট রেলওয়ে স্টেশন
- ভাটিয়ারী রেলওয়ে স্টেশন
- কুমিরা রেলওয়ে স্টেশন
- বাড়বকুন্ড রেলওয়ে স্টেশন
- সীতাকুন্ড রেলওয়ে স্টেশন
- বারৈয়াঢালা রেলওয়ে স্টেশন
- নিজামপুর কলেজ রেলওয়ে স্টেশন
- বারতাকিয়া রেলওয়ে স্টেশন
- মীরসরাই রেলওয়ে স্টেশন
- মাস্তাননগর রেলওয়ে স্টেশন
- চিনকী আস্তানা রেলওয়ে স্টেশন
- মুহুরীগঞ্জ রেলওয়ে স্টেশন
- ফাজিলপুর রেলওয়ে স্টেশন
- কালিদহ রেলওয়ে স্টেশন
- ফেনী জংশন রেলওয়ে স্টেশন
- শর্শদি রেলওয়ে স্টেশন
- গুণবতী রেলওয়ে স্টেশন
- হাসানপুর রেলওয়ে স্টেশন
- নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন
- নাওটি রেলওয়ে স্টেশন
- লাকসাম জংশন রেলওয়ে স্টেশন
- আলীশ্বর রেলওয়ে স্টেশন
- লালমাই রেলওয়ে স্টেশন
- ময়নামতি রেলওয়ে স্টেশন
- কুমিল্লা রেলওয়ে স্টেশন
- সদর রসুলপুর রেলওয়ে স্টেশন
- রাজাপুর রেলওয়ে স্টেশন
- শশীদল রেলওয়ে স্টেশন
- সালদানদী রেলওয়ে স্টেশন
- মন্দবাগ রেলওয়ে স্টেশন
- কসবা রেলওয়ে স্টেশন
- ইমামবাড়ী রেলওয়ে স্টেশন
- গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন
- আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন
- আজমপুর রেলওয়ে স্টেশন
- সিঙ্গারবিল রেলওয়ে স্টেশন
- মেরাসনি রেলওয়ে স্টেশন
- মুকুন্দপুর রেলওয়ে স্টেশন
- হরষপুর রেলওয়ে স্টেশন
- কাশিমনগর রেলওয়ে স্টেশন
- মনতলা রেলওয়ে স্টেশন
- শাহপুর রেলওয়ে স্টেশন
- তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন
- ইটাখোলা রেলওয়ে স্টেশন
- নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
- ছাতিয়ান রেলওয়ে স্টেশন
- শাহজিবাজার রেলওয়ে স্টেশন
- সুতাং রেলওয়ে স্টেশন
- শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন
- লস্করপুর রেলওয়ে স্টেশন
- সাটিয়াজুড়ি রেলওয়ে স্টেশন
- রশিদপুর রেলওয়ে স্টেশন
- সাতগাঁও রেলওয়ে স্টেশন
- শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
- ভানুগাছ রেলওয়ে স্টেশন
- শমসেরনগর রেলওয়ে স্টেশন
- মনু রেলওয়ে স্টেশন
- টিলাগাঁও রেলওয়ে স্টেশন
- লংলা রেলওয়ে স্টেশন
- কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন
- ছকাপন রেলওয়ে স্টেশন
- বরমচাল রেলওয়ে স্টেশন
- ভাটোরা বাজার রেলওয়ে স্টেশন
- মাইজগাঁও রেলওয়ে স্টেশন
- ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন
- মোগলাবাজার রেলওয়ে স্টেশন
- সিলেট রেলওয়ে স্টেশন।
সময়সূচি
সম্পাদনা- সিলেট থেকে ছাড়ে রাত ১০টা ৫০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় দুপুর ১২টা ১০ মিনিটে।[৫]
- চট্টগ্রাম থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, সিলেট পৌঁছায় সকাল ১১টায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফের সিলেটে জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত || দেশের খবর"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জালালাবাদ এক্সপ্রেস সাময়িক বন্ধ ঘোষণা"। প্রথম আলো। ২০২০-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- ↑ "বন্ধ হয়ে গেল জালালাবাদ এক্সপ্রেস"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- ↑ "ইঞ্জিন সংকটে জালালাবাদ এক্সপ্রেস বন্ধ ঘোষণা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- ↑ রিপোর্টার, স্টাফ (২০১৯-০৪-১৩)। "সিলেট আন্তঃনগর ট্রেনের নাম ও সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।