কাশিমনগর রেলওয়ে স্টেশন
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি রেলওয়ে স্টেশন
কাশিমনগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২]
কাশিমনগর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | মাধবপুর উপজেলা, হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পূর্বাঞ্চল রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৮৯৬ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়।[৩] এসময় কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে কাশিমনগর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
সম্পাদনাকাশিমনগর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Today 24, Sylhet; মাধবপুর, হামিদুর রহমান। "মাধবপুরের ৯টি রেলস্টেশনের মধ্যে ৫টিই বন্ধ, যাত্রীদের দুর্ভোগ"। sylhettoday24.news (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- ↑ https://www.risingbd.com। "হবিগঞ্জে ১৪টি রেলস্টেশনের ৭টিই বন্ধ"। RisingBD Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।