মনতলা রেলওয়ে স্টেশন

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি রেলওয়ে স্টেশন

মনতলা রেলওয়ে স্টেশন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন[১][২]

মনতলা রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানমাধবপুর উপজেলা, হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপূর্বাঞ্চল রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৮৯৬; ১২৭ বছর আগে (1896)
অবস্থান
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়।[৩] এসময় কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে মনতলা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

পরিষেবা

সম্পাদনা

মনতলা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Today 24, Sylhet; মাধবপুর, হামিদুর রহমান। "মাধবপুরের ৯টি রেলস্টেশনের মধ্যে ৫টিই বন্ধ, যাত্রীদের দুর্ভোগ"sylhettoday24.news (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭ 
  2. "বিকল্প উপায়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭ 
  3. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭