সিলেট কমিউটার
সিলেট কমিউটার (ট্রেন নাম্বার-৯৩/৯৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি সিলেট থেকে আখাউড়া যাত্রাপথে মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলা কে সংযুক্ত করে।[১] ট্রেনটি বর্তমানে বন্ধ রয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
স্থান | বাংলাদেশ |
প্রথম পরিষেবা | ২৫ সেপ্টেম্বর ২০১৩ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | সিলেট রেলওয়ে স্টেশন |
শেষ | আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন |
পরিষেবার হার | ৬দিন (শুক্রবার বন্ধ) |
রেল নং | ৯৩/৯৪ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
যাত্রাপথ
সম্পাদনাসিলেট কমিউটার, সিলেট> কুলাউড়া> শায়েস্তাগঞ্জ> আখাউড়া মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
সম্পাদনাসিলেট কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন (Stop)
- আজমপুর রেলওয়ে স্টেশন
- সিঙ্গারবিল রেলওয়ে স্টেশন
- মেরাসানি রেলওয়ে স্টেশন
- মুকুন্দপুর রেলওয়ে স্টেশন
- হরষপুর রেলওয়ে স্টেশন
- কাশিমনগর রেলওয়ে স্টেশন
- মনতলা রেলওয়ে স্টেশন
- শাহপুর রেলওয়ে স্টেশন
- তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন
- ইটাখোলা রেলওয়ে স্টেশন
- নোয়াপাড়া রেলওয়ে স্টেশন (Stop)
- ছাতিয়ান রেলওয়ে স্টেশন
- শাহজিবাজার রেলওয়ে স্টেশন
- সুতাং রেলওয়ে স্টেশন
- শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন (Stop)
- লস্করপুর রেলওয়ে স্টেশন
- সাটিয়াজুড়ি রেলওয়ে স্টেশন
- রশিদপুর রেলওয়ে স্টেশন
- সাতগাঁও রেলওয়ে স্টেশন
- শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন (Stop)
- ভানুগাছ রেলওয়ে স্টেশন (Stop)
- শমসেরনগর রেলওয়ে স্টেশন (Stop)
- মনু রেলওয়ে স্টেশন
- টিলাগাঁও রেলওয়ে স্টেশন
- লংলা রেলওয়ে স্টেশন
- কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন (Stop)
- ছকাপন রেলওয়ে স্টেশন
- বরমচাল রেলওয়ে স্টেশন (Stop)
- ভাটোরা বাজার রেলওয়ে স্টেশন
- মাইজগাঁও রেলওয়ে স্টেশন (Stop)
- ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন
- মোগলাবাজার রেলওয়ে স্টেশন (Stop)
- সিলেট রেলওয়ে স্টেশন। (Stop)
সময়সূচি
সম্পাদনা- আখাউড়া থেকে ছাড়ে বিকাল ৩টা ৩০ মিনিটে, সিলেট পৌঁছায় রাত ৯টা ৫৫ মিনিটে।
- সিলেট থেকে ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে, আখাউড়া পৌঁছায় দুপুর ১টা ৫০ মিনিটে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিলেট-আখাউড়া রুটে ডেমু ট্রেন চালু ২৫ সেপ্টেম্বর"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।
- ↑ রিপোর্টার, স্টাফ (২০১৯-০৪-১৩)। "সিলেট আন্তঃনগর ট্রেনের নাম ও সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২।