শাহবাজপুর রেলওয়ে স্টেশন

বাংলাদেশের রেলওয়ে স্টেশন

শাহবাজপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি ২০০২ সাল থেকে বন্ধ রয়েছে।[১] শাহবাজপুর বাংলাদেশ সীমান্তের সর্বশেষ স্টেশন।

শাহবাজপুর রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানবড়লেখা উপজেলা, মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
অন্য তথ্য
ওয়েবসাইটwww.railway.gov.bd
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়।[২] এসময় কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর লাইনের সর্বশেষ স্টেশন হিসেবে শাহবাজপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯০৩ সালে শাহবাজপুর থেকে লামডিং পর্যন্ত লাইন বিস্তৃত করা হয়।[৩]

পরিষেবা সম্পাদনা

২০০২ সাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদক, নিজস্ব। "সংস্কারে প্রকল্প নেওয়া হলেও আটকে আছে অনুমোদন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯ 
  2. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮ 
  3. Report on the Administration of North East India (ইংরেজি ভাষায়)। Mittal Publications। ১৯৮৪।