কাঁঠালতলী রেলওয়ে স্টেশন
কাঁঠালতলী রেলওয়ে স্টেশন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি ২০০২ সাল থেকে বন্ধ রয়েছে।[১]
কাঁঠালতলী রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | বড়লেখা উপজেলা, মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
ওয়েবসাইট | www |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়।[২] এসময় কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে কাঁঠালতলী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯০৩ সালে শাহবাজপুর থেকে লামডিং পর্যন্ত লাইন বিস্তৃত করা হয়।[৩]
পরিষেবা
সম্পাদনা২০০২ সাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সংস্কারে প্রকল্প নেওয়া হলেও আটকে আছে অনুমোদন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ Report on the Administration of North East India (ইংরেজি ভাষায়)। Mittal Publications। ১৯৮৪।