রংপুর সরকারি সিটি কলেজ
রংপুর সরকারি সিটি কলেজ (পূর্বনাম: গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, রংপুর) বাংলাদেশের রংপুর শহরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ।[১] ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বৃহত্তর রংপুর অঞ্চলে সরকারি পর্যায়ে পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সাল থেকে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে শিক্ষা প্রদান করা হয়। ২০২৪ সালের তথ্যানুযায়ী, বর্তমানে মোট ১৪০৩ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।[২]
প্রাক্তন নাম | গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, রংপুর |
---|---|
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ৭ জানুয়ারি ১৯৬৫ |
অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
ইআইআইএন | ১৩৩৫৪৭ |
অধ্যক্ষ | বোরহান উদ্দিন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২১ |
শিক্ষার্থী | ১,৪০৩ |
ঠিকানা | সেন্ট্রাল রোড , , ৫৪০৪ , |
শিক্ষাঙ্গন | শহুরে, ১৭১ শতাংশ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | rgccr |
ইতিহাস
সম্পাদনা১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের[৩] নির্দেশনা অনুসারে তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানের ১৬টি[৪] জেলা সদরে 'গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট' স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করে[১] এবং ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা 'এউএসএইড'-এর আর্থিক ও কারিগরী সহায়তায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, বরিশাল এবং সিলেট জেলা শহরে ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে এই কমার্শিয়াল ইনস্টিটিউটসমূহ স্থাপিত হয়।[৩]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএই প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ড এর আধিনে দুই বছর মেয়াদী 'ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ' (ডিআইবিএস) নামে একটি কর্মমূখী শিক্ষা কোর্স পরিচালনা করানো হতো।[১] বর্তমানে এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষাপ্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিজ্ঞান বিভাগ ভর্তির জন্য এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ৪ প্রয়োজন হয়।[৫]
উচ্চমাধ্যমিক
সম্পাদনা- বিজ্ঞান - আসন: ২০০ টি
- মানবিক - আসন: ৩৪০ টি
- বাণিজ্য - আসন: ২০০ টি
ফলাফল
সম্পাদনা২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৪৩২২ জন শিক্ষার্থী, এর মধ্যে পাস করেছে ৩৬১০ জন, ফেল করেছে ৭১২ জন, এ+ পেয়েছে ৭৩৯ জন, শতকরা পাস করেছে ৮৩.৫৩% এবং শতকরা এ+ পেয়েছে ১৭.১০%।[৫]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "বিলুপ্তির পথে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
- ↑ স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যা ২০২৪। "রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "মন যার পড়ে থাকে মসজিদে"। alokitobangladesh। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৪।
- ↑ "১৬ কমার্শিয়াল কলেজের ২০ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
- ↑ ক খ পাবলিক রেজাল্ট এনালাইসিস। "রংপুর সরকারি সিটি কলেজ"। সহপাঠী। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।