একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকা
একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট খেলা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্যসহ শীর্ষ ছয় সহযোগী ও অনুমোদনপ্রাপ্ত সদস্য দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত হয়।[১] টেস্ট খেলার বাইরে একদিনের আন্তর্জাতিকে প্রতি দলের একটিমাত্র ইনিংস থাকে যার ওভার সংখ্যা নির্দিষ্টসংখ্যক। বর্তমানে প্রতি ইনিংস ৫০ ওভারব্যাপী। কিন্তু পূর্বে ইনিংসে ৫৫ কিংবা ৬০ ওভারের ছিল।[২] ওডিআই ক্রিকেট খেলা লিস্ট এ ক্রিকেটের মর্যাদাপ্রাপ্ত। তাই, ওডিআই খেলাগুলোর পরিসংখ্যান ও রেকর্ড লিস্ট-এ রেকর্ডের সাথে যুক্ত হয়। জানুয়ারি, ১৯৭১ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছিল।[৩] এরপর থেকে ২৬ দলের মধ্যে তিন সহস্রাধিক ওডিআই অনুষ্ঠিত হয়েছে। খেলাগুলো দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে কেননা, ওডিআই খেলার উপযোগী দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও সংশ্লিষ্ট দেশগুলোর ক্রিকেট বোর্ডগুলো সর্বাধিক আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হচ্ছে।[৪]

একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ক্রিকেট প্রতিভা শচীন তেন্ডুলকর প্রথম ব্যক্তি হিসেবে দ্বি-শতক হাঁকিয়েছেন। ২০১০ সালে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন। এরপর থেকে এপ্রিল, ২০১৫ তারিখ পর্যন্ত সর্বমোট ৫জন ব্যাটসম্যান - শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেওয়াগ, মার্টিন গাপটিল, রোহিত শর্মা ও ক্রিস গেইল এ কৃতিত্বের দাবীদার।
একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ২৬৪ রান করেছেন রোহিত শর্মা। ১৪ নভেম্বর, ২০১৪ তারিখে কলকাতার ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এই বিরল রেকর্ড স্থাপন করেন। এছাড়াও তিনি সর্বমোট দুইবার দ্বি-শতক হাঁকান। অন্যদিকে, ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে মার্টিন গাপটিল সর্বাধিক অপরাজিত ২৩৭* রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে দ্বি-শতক করেছেন।
সর্বোচ্চ ব্যক্তিগত রানসম্পাদনা
রান | খেলোয়াড় | দেশ | প্রতিপক্ষ | বল মোকাবেলা | ৪ | ৬ | স্ট্রাইক রেট | মাঠ | তারিখ |
---|---|---|---|---|---|---|---|---|---|
২৬৪ | রোহিত শর্মা | ভারত | শ্রীলঙ্কা | ১৭৩ | ৩৩ | ৯ | ১৫২.৬০ | কলকাতা | ১৩ নভেম্বর ২০১৪ |
২৩৭* | মার্টিন গাপটিল | নিউজিল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ১৬৩ | ২৪ | ১১ | ১৪৫.৪০ | ওয়েলিংটন | ২১ মার্চ ২০১৫ |
২১৯ | বীরেন্দ্র শেওয়াগ | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ১৪৯ | ২৫ | ৭ | ১৪৬.৯৮ | ইন্দোর | ৮ ডিসেম্বর ২০১১ |
২১৫ | ক্রিস গেইল | ওয়েস্ট ইন্ডিজ | জিম্বাবুয়ে | ১৪৭ | ১০ | ১৬ | ১৪৬.৩০ | ক্যানবেরা | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ |
২০৯ | রোহিত শর্মা | ভারত | অস্ট্রেলিয়া | ১৫৮ | ১২ | ১৬ | ১৩২.২৮ | ব্যাঙ্গালোর | ২ নভেম্বর ২০১৩ |
২০৮* | রোহিত শর্মা | ভারত | শ্রীলঙ্কা | ১৫৩ | ১৩ | ১২ | ১৩৫.৯৪ | মোহালি | ১৩ ডিসেম্বর ২০১৭ |
২০০* | শচীন তেন্ডুলকর | ভারত | দক্ষিণ আফ্রিকা | ১৪৭ | ২৫ | ৩ | ১৩৬.০৫ | গোয়ালিয়র | ২৪ ফেব্রুয়ারি ২০১০ |
১৯৪* | চার্লস কভেন্ট্রি | জিম্বাবুয়ে | বাংলাদেশ | ১৫৬ | ১৬ | ৭ | ১২৪.৩৬ | বুলাওয়ে | ১৬ আগস্ট ২০০৯ |
১৯৪ | সাঈদ আনোয়ার | পাকিস্তান | ভারত | ১৪৬ | ২২ | ৫ | ১৩২.৮৮ | চেন্নাই | ২১ মে ১৯৯৭ |
১৮৯* | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১৭০ | ২১ | ৫ | ১১১.১৮ | ম্যানচেস্টার | ৩১ মে ১৯৮৪ |
১৮৯* | মার্টিন গাপটিল | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ১৫৫ | ১৯ | ২ | ১২১.৯৪ | সাউদাম্পটন | ২ জুন ২০১৩ |
১৮৯ | সনাথ জয়াসুরিয়া | শ্রীলঙ্কা | ভারত | ১৬১ | ২১ | ৪ | ১১৭.৩৯ | শারজাহ | ২৯ অক্টোবর ২০০০ |
১৮৮* | গ্যারি কার্স্টেন | দক্ষিণ আফ্রিকা | সংযুক্ত আরব আমিরাত | ১৫৯ | ১৩ | ৪ | ১১৮.২৪ | রাওয়ালপিন্ডি | ১৬ ফেব্রুয়ারি ১৯৯৬ |
১৮৬* | শচীন তেন্ডুলকর | ভারত | নিউজিল্যান্ড | ১৫০ | ২০ | ৩ | ১২৪.০০ | হায়দ্রাবাদ | ৮ নভেম্বর ১৯৯৯ |
১৮৫* | শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | বাংলাদেশ | ৯৬ | ১৫ | ১৫ | ১৯২.৭১ | ঢাকা | ১১ এপ্রিল ২০১১ |
১৮৩* | মহেন্দ্র সিং ধোনি | ভারত | শ্রীলঙ্কা | ১৪৫ | ১৫ | ১০ | ১২৬.২১ | জয়পুর | ৩১ অক্টোবর ২০০৫ |
১৮৩ | সৌরভ গাঙ্গুলি | ভারত | শ্রীলঙ্কা | ১৫৮ | ১৭ | ৭ | ১১৫.৮২ | টাউন্টন | ২৬ মে ১৯৯৯ |
১৮৩ | বিরাট কোহলি | ভারত | পাকিস্তান | ১৪৮ | ২২ | ১ | ১২৩.৬৫ | ঢাকা | ১৮ মার্চ ২০১২ |
১৮১* | ম্যাথু হেইডেন | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড | ১৬৬ | ১১ | ১০ | ১০৯.০৪ | হ্যামিল্টন | ২০ ফেব্রুয়ারি ২০০৭ |
১৮১ | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলঙ্কা | ১২৫ | ১৬ | ৭ | ১৪৪.৮০ | করাচি | ১৩ অক্টোবর ১৯৮৭ |
১৭৮* | হ্যামিল্টন মাসাকাদজা | জিম্বাবুয়ে | কেনিয়া | ১৬৭ | ১৭ | ৪ | ১০৬.৫৯ | হারারে | ১৮ অক্টোবর ২০০৯ |
১৭৮ | ডেভিড ওয়ার্নার | অস্ট্রেলিয়া | আফগানিস্তান | ১৩৩ | ১৯ | ৫ | ১৩৩.৮৩ | পার্থ | ৪ মার্চ ২০১৫ |
১৭৭ | পল স্টার্লিং | আয়ারল্যান্ড | কানাডা | ১৩৪ | ২১ | ৫ | ১৩২.০৯ | টরন্টো | ৭ সেপ্টেম্বর ২০১০ |
১৭৬ | লিটন কুমার দাস | বাংলাদেশ | জিম্বাবুয়ে | ১৪৩ | ১৬ | ৮ | ১২৩.০৮ | সিলেট | ০৬ মার্চ ২০২০ |
১৭৫* | কপিল দেব | ভারত | জিম্বাবুয়ে | ১৩৮ | ১৬ | ৬ | ১২৬.৮১ | টানব্রিজ ওয়েলস | ১৮ জুন ১৯৮৩ |
১৭৫ | হার্শেল গিবস | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | ১১১ | ২১ | ৭ | ১৫৭.৬৬ | জোহানেসবার্গ | ১২ মার্চ ২০০৬ |
১৭৫ | শচীন তেন্ডুলকর | ভারত | অস্ট্রেলিয়া | ১৪১ | ১৯ | ৪ | ১২৪.১১ | হায়দ্রাবাদ | ৫ নভেম্বর ২০০৯ |
১৭৫ | বীরেন্দ্র শেওয়াগ | ভারত | বাংলাদেশ | ১৪০ | ১৪ | ৫ | ১২৫.০০ | ঢাকা | ১৯ ফেব্রুয়ারি ২০১১ |
১৭৫ | ক্যালাম ম্যাকলিওড | স্কটল্যান্ড | কানাডা | ১৪১ | ১৪ | ৫ | ১২৪.১১ | ক্রাইস্টচার্চ | ২৩ জানুয়ারি ২০১৪ |
সর্বশেষ হালনাগাদ: ২৬ এপ্রিল, ২০১৫[৫] |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Classification of Official Cricket" (PDF)। International Cricket Council। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৯।
- ↑ "The difference between Test and one-day cricket"। BBC Sport। ৬ সেপ্টেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৯।
- ↑ "Only ODI: Australia v England"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১২।
- ↑ Martin-Jenkins, Christopher (২০০৩)। "Crying out for less"। Wisden Cricketers' Almanack – online archive। John Wisden & Co। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৯।
- ↑ "Most runs in an innings – ODI records – Batting"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫।