উইকিপিডিয়া:ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন/আফতাবুজ্জামান
- নিচের আলোচনাটি ব্যবহারকারী পরীক্ষক অধিকারের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- অ-ব্যুরোক্র্যাট কর্তৃক বন্ধকরন: সমর্থন — ৩০; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। নীতিমালা অনুসারে নির্দিষ্ট সময়ে সম্প্রদায়ের প্রয়োজনীয় সমর্থন পাওয়ায় ব্যবহারকারী পরীক্ষক অধিকারের এই আবেদনটি সফল হিসেবে সমাপ্ত হলো। ★ Sethtalk ০৮:১৯, ৩ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আফতাবুজ্জামান
আফতাবুজ্জামান (আলাপ · অবদান · গণনা · লগ · পাতা স্থানান্তর · বাধাদানের লগ · সম্পাদনা সারাংশ)
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (৩০/০/০); শেষ হবে: ১ মে ২০১৬ ১৪:২৮ (ইউটিসি)
মনোনয়ন
প্রিয় সকল, বাংলা উইকিপিডিয়ার একজন অবদানকারী ও প্রশাসক। আমি বাংলা উইকির নতুন 'ব্যবহারকারী পরীক্ষক' সরঞ্জামটিতে প্রবেশাধিকার পাওয়ার আবেদন করছি। এই অধিকারটি দ্বারা আমি ধ্বংসপ্রবণতা রোধ, সকপাপেট তদন্তে বাংলা উইকি সম্প্রদায়কে সাহায্য করতে সমর্থ হব।
এই অধিকারটি পাওয়ার জন্য বৈশ্বিক ব্যবহারকারী পরীক্ষক নীতিমালার শর্তগুলি আমি পূরণ করেছি। সেই সাথে আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ব্যক্তিগত তথ্য পরিদর্শনের জন্য গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করেছি। ব্যবহারকারী পরীক্ষক নীতিমালা এবং গোপনীয়তার নীতিমালা বিষয়ে আমি আবগত আছি।
আমার নিজের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমার প্রশাসক হওয়ার আবেদনটি চাইলে দেখতে পারেন।
সবশেষ, আমি আশা করছি সকলে আমার আবেদনে তাঁদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। সকলকে ধন্যবাদ। আফতাব (আলাপ) ১৪:২৮, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
- প্রিয় আফতাব, ব্যবহারকারী পরীক্ষকের আবেদন করায় আপনাকে ধন্যবাদ। উদাহরণস্বরুপ, কোন ব্যবহারকারীকে চেকইউজার করা হলো ও অন্য একজন ব্যবহারকারী চেকইউজারের তথ্যগুলো প্রমাণস্বরুপ উপস্থাপণ করতে অনুরোধ করলেন ও কেউ একজন আপনাকে টুলটি মিসইউজ করেছেন বলে অভিযোগ করলো, সেক্ষেত্রে আপনি কি করবেন?--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৮, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- ব্যবহারকারী পরীক্ষকের নীতিমালায় ব্যক্তিগত তথ্য বিশ্বস্ত ব্যক্তি (প্রয়োজনীয় ক্ষেত্রে) ছাড়া অন্যদের কাছে প্রকাশ না করার জন্য কঠোরভাবে বলা হয়েছে। এখন কেউ যদি প্রমানসহ সরঞ্জামের অপব্যহারের অভিযোগ উপস্থাপন করে ও তা যদি সঠিক হয়, সেক্ষেত্রে যেহেতু এটি ব্যবহারের নীতি লঙ্ঘন হয় ফলে তখন আমি নিজেই এই অধিকারটি ছেড়ে দিব। --আফতাব (আলাপ) ১৫:১৪, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- বাংলা উইকি'র অন্যতম সফল অবদানকারী হিসেবে 'ব্যবহারকারী পরীক্ষক' আবেদনে আপনার স্বতঃস্ফূর্ত আগ্রহকে স্বাগতঃ জানাচ্ছি। এ সরঞ্জামের ব্যবহার বাংলা উইকিতে কিরূপ প্রভাব ফেলবে বলে আপনার ধারণা? এছাড়াও, 'ব্যবহারকারী পরীক্ষক' অধিকারপ্রাপ্তি পরবর্তীকালে আপনার ভূমিকাই বা কিরূপ হবে? - Suvray (আলাপ) ১৬:৩৭, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- এই অধিকারটি দ্বারা আমি শুধু ব্যবহারকারীদের কিছু তথ্য দেখতে পাবো, যা দ্বারা আমি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা ধ্বংসপ্রবণকারীদের চিহ্নিত করতে পারবো। আমি আশা করি এ সরঞ্জামের ব্যবহার বাংলা উইকিতে এই জাতীয় ধ্বংসপ্রবণকারীদের কমিয়ে আনতে সাহায্য করবে। আপনি জানেন আমার পক্ষে অনলাইন ছাড়া অফলাইনে অবদান রাখা সম্ভব না। যদি আমার ভূমিকার কথা বলেন তাহলে বলব, আমার ভূমিকা এখন যে রকম আছে ভবিষ্যতেও তাই থাকবে। --আফতাব (আলাপ) ১৪:৫৬, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- সুন্দর, বাস্তবসম্মত ও স্বচ্ছ মতামত ব্যক্ত করায় আমি অত্যন্ত আনন্দিত। আন্তরিকভাবে আশাবাদী যে, আপনার অভিজ্ঞতালব্ধ জ্ঞানভাণ্ডারের সাথে এ অধিকারপ্রাপ্তির সংযুক্তি ও সংমিশ্রণ ঘটিয়ে বাংলা উইকি'র গ্রহণযোগ্যতা সৃষ্টিকল্পে ব্যাপক থেকে ব্যাপকতর ভূমিকা রাখবেন! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৭:২০, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- এই অধিকারটি দ্বারা আমি শুধু ব্যবহারকারীদের কিছু তথ্য দেখতে পাবো, যা দ্বারা আমি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা ধ্বংসপ্রবণকারীদের চিহ্নিত করতে পারবো। আমি আশা করি এ সরঞ্জামের ব্যবহার বাংলা উইকিতে এই জাতীয় ধ্বংসপ্রবণকারীদের কমিয়ে আনতে সাহায্য করবে। আপনি জানেন আমার পক্ষে অনলাইন ছাড়া অফলাইনে অবদান রাখা সম্ভব না। যদি আমার ভূমিকার কথা বলেন তাহলে বলব, আমার ভূমিকা এখন যে রকম আছে ভবিষ্যতেও তাই থাকবে। --আফতাব (আলাপ) ১৪:৫৬, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন
সমর্থন আফতাবুজ্জামান দীর্ঘদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় গঠনমূলক ভূমিকা রেখে চলেছেন। নিবন্ধে অবদান ছাড়াও প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণমূলক কাজে তিনি সক্রিয়। তাই তাঁর আবেদনে সমর্থন জানাচ্ছি। – তানভির (আলাপ) ১৫:১৮, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --কায়সার আহমাদ (আলাপ) ১৫:৪৩, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন - আবেদনকারীর পূর্বেকার গঠনমূলক অবদান বিবেচনায় তাকে অধিকার প্রদানের জন্য সমর্থন করছি। উনি এই অধিকারপ্রাপ্ত হয়ে ভবিষ্যতে আরো বেশি গঠনমূলক অবদান রাখবেন আশা রইল। --Intakhab (আলাপ) ১৯:৫৮, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --সাজিদ রেজা করিম ২০:১৩, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন দক্ষ ও অভিজ্ঞ ব্যবহারকারী ~ Rahul amin roktim (talk) ০৭:২৮, ২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন ~ মহীন (আলাপ) ১০:০০, ২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন--সাজিদ বার্তা ১০:১০, ২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন--রাফায়েল রাসেল (আলাপ) ০৩:০১, ৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --রায়হান রানা (আলাপ) ১৫:১৮, ৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ১২:৪৪, ৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- অধিকারের আবেদনটিকে
সমর্থন করছি - Ashiq Shawon (আলাপ) ০৭:৪৯, ৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন★ Sethtalk ০৯:৩০, ৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --ইকবাল হোসেন (আলাপ) ০৭:৪০, ৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --মোঃ ফয়সাল আলম রিয়াদ ১৫:৪৮, ৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন -শাহাদাত সায়েম (আলাপ) ১২:০৫, ১১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --রাজু (আলাপ) ১৫:১৯, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- প্রিয়দের অন্যতম হিসেবে অকপট চিত্তে স্বীয়
সমর্থন ব্যক্ত করছি। - Suvray (আলাপ) ১৭:২০, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- নতুন চালু হতে যাওয়া এই টু্লটি ব্যবহার করার জন্য অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীকে কিছুটা হলেও ট্যাকনিকালি অভিজ্ঞ হতে হয় ও আফতাব ইতিমধ্যেই ট্যাকনিকাল অনেক কাজ করে সেটি প্রমাণ করেছে। এছাড়াও আমি বিশ্বাস করি, অধিকারটি এর পূর্বে ব্যবহারের অভিজ্ঞতা না থাকলেও সে এটি ব্যবহারের নীতিমালা ও সংশ্লিষ্ঠ অন্যান্য নীতিমালা সম্পর্কে পরিচিত। বাংলা উইকিপিডিয়ার অন্যতম একজন সক্রিয় প্রশাসক হিসেবেও আফতাব কাজ করে যাচ্ছেন। সুতরাং নিশ্চিন্তে
সমর্থন দিচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৯, ২৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- পূর্ণ
সমর্থন, আশা করি আফতাব এর যথাযথ প্রয়োগের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখবে। Ibrahim Husain Meraj (আলাপ) ১৭:০২, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন-- ইয়াহিয়া ১৭:২৬, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
সমর্থন -- সমসাময়িক সময়ে আমি যাদেরকে উইকিপিডিয়ায় কাজ করতে দেখি তাদের মধ্যে টুলস সংক্রান্ত অবদানে আফতাবের অবদান চোখে পড়ার মত। একজন সক্রিয় অনলাইন ইউজার (প্রশাসক) হিসেবে এই সুবিধা আফতাবকে দেওয়া হলে উইকিপিডিয়া সুফল পাবে বলে আমার ধারণা। ফের দৌস ১৭:৫৪, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০৭, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- নিশ্চিন্তে
সমর্থন-- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৪৭, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- পূর্ণ
সমর্থন ও আস্থা সহযোগে। — তানভির • ১৪:০৭, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন আফতাবুজ্জামান সাহেব উইকিতে নিয়মিত অবদান রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন সেই আশায় তাকে এই অধিকার প্রদানের জন্য সমর্থন করছি। --ওয়াকিম (আলাপ) ২৩:৫৬, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন পূর্ণ সমর্থন -- Sufe (আলাপ) ১২:২৭, ২৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন পূর্ণ সমর্থন --Nahid Hossain (আলাপ) ১৪:৫৫, ২৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন বাবলু (আলাপ) ০৭:১৪, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন বাংলা উকিপিডিয়ার অন্যতম সক্রিয় একজন সম্পাদক ও ট্যাকনিকালি অভিজ্ঞ হওয়ায় পুর্ন সমর্থন জানাচ্ছি এবং তার কাছে এই অধিকার সুরক্ষিত থাকবে বলেও আমি অত্যন্ত আশাবাদী।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১১:৩০, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন করছি।--সাদি (আলাপ) ০৪:৪৮, ২৯ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
বিরোধিতা
নিরপেক্ষ
মন্তব্য
- Done from Meta. m:Special:Diff/15574908 Ajraddatz (আলাপ) ০০:৩৮, ৩ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]