আসামের জেলাসমূহের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(অসমের জেলাসমূহের তালিকা থেকে পুনর্নির্দেশিত)
আসাম হচ্ছে ভারতের প্রদেশ যার ৩৩টি জেলা রয়েছে। ভারতে জেলা বলতে বোঝানো হয় একজন জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে চালিত একটি প্রশাসনিক একক। জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করার জন্য রাষ্ট্রের প্রশাসনিক চাকুরির বিভিন্ন শাখার কতিপয় কর্মকর্তা ও কর্মচারী থাকেন। ভারতের পুলিশ সার্ভিসের একজন পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকেন।


জেলাসমূহ সম্পাদনা
আসাম প্রদেশ মোট ৩৩টি জেলা নিয়ে গঠিত। নিম্নে জেলাগুলোর তালিকা প্রদান করা হলও(নবনির্মিত ৬ টি জেলার সরকারীভাবে তথ্য অসম্পুর্ণ থাকার দরুন পুর্বতন ২৭ টি জেলার উল্লেখ রইলো):
কোড | জেলা | তালুক | জনসংখ্যা (২০১১)[১] | এলাকা (km²)[২] | ঘনত্ব (/km²) | মানচিত্র |
BA | বরপেটা | বরপেটা | ১,৬৯৩,৬২২ | ২,২৮২ | ৭৪২ | |
BO | বঙাইগাঁও | বঙাইগাঁও | ৭৩৮,৮০৪ | ১,০৯৩ | ৬৭৬ | |
CA | কাছাড় | শিলচর | ১,৭৩৬,৬১৭ | ৩,৭৮৬ | ৩৮১ | |
DA | দরং | মঙ্গলদৈ | ৯২৮৫০০ | ১৫৮৫ | ৫৮৬ | |
DM | ধেমাজি | ধেমাজি | ৬৮৬১৩৩ | ৩২৩৭ | ২১২ | |
DB | ধুবড়ী | ধুবড়ী | ১৯৪৯২৫৮ | ২১৭৬ | ৮৯৬ | |
DI | ডিব্রুগড় | ডিব্রুগড় | ১৩২৬৩৩৫ | ৩৩৮১ | ৩৯২ | |
GP | গোয়ালপাড়া | গোয়ালপাড়া | ১০০৮১৮৩ | ১৮২৪ | ৫৫৩ | |
GG | গোলাঘাট | গোলাঘাট | ১০৬৬৮৮৮ | ৩৫০২ | ৩০৫ | |
HA | হাইলাকান্দি | হাইলাকান্দি | ৬৫৯২৯৬ | ১৩২৭ | ৪৯৭ | |
JO | যোরহাট | যোরহাট | ১০৯২২৫৬ | ২৮৫১ | ৩৮৩ | |
KA | কার্বি আংলং | ডিফু | ৯৫৬৩১৩ | ১০৪৩৪ | ৯২ | |
KR | করিমগঞ্জ | করিমগঞ্জ | ১২২৮৬৮৬ | ১৮০৯ | ৬৭৯ | |
KK | কোকড়াঝাড় | কোকড়াঝাড় | ৮৮৭১৪২ | ৩২৯৬ | ২৬৯ | |
LA | লখিমপুর | উত্তর লখিমপুর | ১০৪২১৩৭ | ২২৭৭ | ৪৫৮ | |
MA | মরিগাঁও | মরিগাঁও | ৯৫৭৪২৩ | ১৫৫১ | ৬১৭ | |
NG | নগাঁও | নগাঁও | ২৮২৩৭৬৮ | ৩৯৭৩ | ৭১১ | |
NL | নলবাড়ি | নলবাড়ি | ৭৭১৬৩৯ | ১০৫২ | ৭৩৪ | |
NC | ডিমা হাছাও | হাফলং | ২১৪১০২ | ৪৮৮৮ | ৪৪ | |
SI | শিবসাগর | শিবসাগর | ১১৫১০৫০ | ২৬৬৮ | ৪৩১ | |
SO | শোণিতপুর | তেজপুর | ১৯২৪১১০ | ৫২০৪ | ৩৭০ | |
TI | তিনসুকিয়া | তিনসুকিয়া | ১৩২৭৯২৯ | ৩৭৯০ | ৩৫০ | |
কামরূপ | আমিনগাঁও | ১৫১৭৫৮২ | ৩১০৫ | ৪৮৯ | ||
কামরূপ মহানগর | গুয়াহাটী | ১২৫৩৯৩৮ | ৯৫৫ | ১৩১৩ | ||
বাক্সা | মুছলপুর | ৯৫০০৭৫ | ২৪৫৭ | ৩৮৭ | ||
ওদালগুরি | ওদালগুরি | ৮৩১৬৬৮ | ২০১২ | ৪১৩ | ||
চিরাং | কাজলগাঁও | ৪৮২১৬২ | ১৯২৩ | ২৫১ |
২০১৮ খ্রিস্টাব্দের মধ্যে গঠিত ৬ টি জেলা যথাক্রমে :
- দক্ষিণ শালমারা ও মানকাচর জেলা ( ধুবড়ী জেলা থেকে)
- বিশ্বনাথ জেলা (শোণিতপুর জেলা থেকে)
- হোজাই জেলা (নওগাঁ জেলা থেকে)
- পূর্ব কার্বি আংলং জেলা ও পশ্চিম কার্বি আংলং জেলা (কার্বি আংলং জেলা থেকে)
- মাজুলী জেলা, আসাম (যোরহাট জেলা থেকে)
- চরাইদেউ জেলা (শিবসাগর জেলা থেকে)
২০২১ খ্রিস্টাব্দে গঠিত জেলা:
- বাজালী জেলা (বড়পেটা জেলা থেকে)