বড়পেটা জেলা
বড়পেটা জেলা (অসমীয়া: বৰপেটা জিলা) আসামের প্ৰশাসনিক জেলা সমূহের ভিতর একটি উল্লেখযোগ্য জেলা। জেলাটির সদর কাৰ্যালয়সমূহ বড়পেটাতে অবস্থিত। জেলাটি আসামের মোট ৩২৪৫ বৰ্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এবং জনসংখ্যা ১,৬৯৩,১৯০ জন (২০১১ সালের জনগণনা অনুসারে)। ২০২০ খ্রিস্টাব্দে জেলাটি থেকে নতুন বাজালী জেলা গঠন করা হয়৷
বড়পেটা জেলা বৰপেটা জিলা | |
---|---|
আসামের জেলা | |
আসামে বড়পেটা জেলার অবস্থান | |
ভারতের জেলা | আসাম |
দেশ | ভারত |
সদর | বড়পেটা |
আসন | বরপেটা |
আয়তন | |
• মোট | ৩,২৪৫ বর্গকিমি (১,২৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৬,৯৩,১৯০ |
• জনঘনত্ব | ৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-AS-BA |
ওয়েবসাইট | http://barpeta.gov.in/ |
ইতিহাস
সম্পাদনাঅবিভক্ত কামরূপ জেলাকে বিভক্ত করে ১৯৮৩ সালে বড়পেটা জেলাটি গঠন করা হয়েছিল।[১] ব্ৰিটিশ শাসনামলে ১৮৪১ সালে অসামরিক মহকুমা সৃষ্টি হয়েছিল, জ’ন্ বাটলর প্ৰথম প্ৰশাসনিক বিষয়ে আছিল পুর্বের মহকুমাতে। বৰ্তমানের জেলাটির দুটি মহকুমা হয়েছে বড়পেটা এবং বজালী। ২০০৪ সালের ১ জুন নতুন করে এটি গঠন হয়েছে বাক্সা জেলার কেইবাটাও অঞ্চল এর পাশে।[১]
ভূগোল
সম্পাদনাবড়পেটা জেলার দক্ষিণে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র নদ।
জেলার গুৰুত্বপূৰ্ণ স্থাপনা
সম্পাদনাঅৰ্থনীতি
সম্পাদনামহকুমা
সম্পাদনা- বরপেটা
- মৈরামারা
জনবৈশিষ্ঠ্য
সম্পাদনাভৌগোলিক অবস্থিতি এবং ভুখণ্ড
সম্পাদনাআসামের এই জেলার মোট আয়তন ৩২৪৫ বৰ্গ কিলোমিটার। বরপেটা জেলার উত্তরে ভুটান পাহাড়, পূবে নলবাড়ি জেলা,দক্ষিণে কামরূপ এবং গোয়ালপাড়া, পশ্চিমে বঙাইগাঁও জেলা। বড়পেটা জেলার অবস্থিতি হ’ল ২৬ ডিগ্ৰী ০৫ মিনিট উত্তর এবং ২৬ ডিগ্ৰী ৫৯ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৯০ ডিগ্ৰী ৩৯ মিনিট পূর্ব থেকে ৯১ ডিগ্ৰী ১৭ মিনিট পূর্ব দ্ৰাঘিমাংশ পর্যন্ত।
জলবায়ু
সম্পাদনাতথ্যসূত্ৰ
সম্পাদনা- ↑ ক খ Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"। Statoids। ২০১০-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১।