হামরেণ
মানববসতি
হামরেণ অসমের কার্বি আংলং জিলাতে অবস্থিত একটি পার্বত্য স্থান৷
হামরেণ | |
---|---|
নগর | |
ডাকনাম: Western capital of Karbi Anglong | |
ভারতের অসমে হামরেণের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫৫′২৪″ উত্তর ৯২°৩৬′৩০″ পূর্ব / ২৫.৯২৩৩০০° উত্তর ৯২.৬০৮৩০০° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | অসম |
জেলা | কার্বি আংলং জিলা |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৮,২৭৮ |
ভাষা | |
• সরকারি | অসমীয়া |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০) |
ভৌগোলিক বিবরণ
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনা২০০১ সালের ভারতের লোকগণনা অনুসারে হামরেণের মোট জনসংখ্যা ৮২৭৮ জন৷[১] এর ৫৩% পুরুষ তথা ৪৭% মহিলা৷ হামরেণর গড় সাক্ষরতার হার ৬৪%৷ পুরুষ ও মহিলার পৃথকভাবে সাক্ষরতার হার ক্রমান্বয়ে ৭১% ও ৫৬%৷ হামরেণর মোট জনসংখ্যার প্রায় ১৮% ছয় বছরের অনূর্ধ্ব।
শিক্ষা
সম্পাদনাহামরেণ শহরে একটি ব্যক্তিগত মহাবিদ্যালয়, একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে৷ এগুলি হল —
- ওয়াইসং কলেজ,
- সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
- প্রিসবিটারিয়ান মিশন উচ্চ বিদ্যালয়,
- জিরশং সরকারি উচ্চ বিদ্যালয়।
- ডন বস্কো উচ্চ বিদ্যালয়,
- বালিকা উচ্চ বিদ্যালয়
- রঙ্গকারবি উচ্চ বিদ্যালয়,
- চার্চ অব গড উচ্চ বিদ্যালয়।
পর্যটনস্থল
সম্পাদনা- কপিলী নদী
- বরাপানী হ্রদ
- বৈঠালাংসো
- ডংকা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।