১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

২৭ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৮তম (অধিবর্ষে ১৭৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৭৫৯ - কুইবেক যুদ্ধ শুরু হয়।
  • ১৯০০ - সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।
  • ১৯৫৪ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
  • ১৯৬৭ - পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে।
  • ১৯৭৪ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্ন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।
  • ১৯৭৭ - জিবুতি (সাবেক ফরাসী সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯১ - সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
  • ১৯৯১ - বিখ্যাত ‘কমিউনিস্ট ইস্তেহারে’র প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে ৬৮১০০ ডলারে বিক্রি হয়।
  • ২০০৭ - গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

মৃত্যু

সম্পাদনা
  • ১৮২৯ - ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসন।
  • ১৮৩৯ - শিখ মহারাজা রণজিৎ সিং।(জ.১৩/১১/১৭৮০)
  • ১৮৪৪ - জোসেফ স্মিথ, আমেরিকান ধর্মীয় নেতা। (জ. ১৮০৫)
  • ১৯১২ - জর্জ বোনর, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার ছিলেন। (জ. ১৮৫৫)
  • ১৯২৮ - উৎকলমণি গোপবন্ধু দাস, ভারতের ওড়িশা রাজ্যের প্রখ্যাত সমাজ সংস্কারক ও কর্মী, কবি,সাংবাদিক ও প্রাবন্ধিক। (জ.০৯/১০/১৮৭৭)
  • ১৯৫৭ - ব্রিটিশ কথাসাহিত্যিক ম্যালকম লাউরি।
  • ১৯৭৯ - বন্দে আলী মিয়া, বাংলাদেশের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক সাংবাদিক ও চিত্রকর। (জ.১৫/১২/১৯০৬)
  • ১৯৮০ - ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভি।
  • ১৯৮৯ - এ. জে. এয়ার, ব্রিটিশ দার্শনিক। (জ. ১৯১০)
  • ১৯৯৮ - নিখিল চক্রবর্তী খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান। (জ.০৩/১১/১৯১৩)
  • ২০০০ - বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক শঙ্কর ভট্টাচার্য।(জ.১৯৩৪)
  • ২০০১ - জ্যাক লেমন, আমেরিকান অভিনেতা। (জ. ১৯২৫)
  • ২০০৮ - শ্যাম মানেকশ’ পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল। (জ.০৩/০৪/১৯১৪)
  • ২০১২ - মীরা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি ধ্রুপদী কণ্ঠসঙ্গীত শিল্পী। (জ.১৯৩০)

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা