অগাস্টাস ডি মর্গান

অগাস্টাস ডি মর্গান (ইংরেজি: Augustus De Morgan) (২৭শে জুন, ১৮০৬—১৮ই মার্চ, ১৮৭১) ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ গণিতবিদযুক্তিবিজ্ঞানী। তিনি ডি মরগানের বিধিসমূহ (De Morgan's Law) আবিষ্কার করেন এবং গাণিতিক আরোহ পদ্ধতির (Mathematical Induction) ধারণা সুসংবদ্ধ করেন। চাঁদের ডি মর্গান জ্বালামুখটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।

অগাস্টাস ডি মর্গান

আরো দেখুন

সম্পাদনা