১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

২ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৩তম (অধিবর্ষে ১৫৪তম) দিন। বছর শেষ হতে আরো ২১২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৭৪৬ - রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।
  • ১৮০৬ - ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬৪ - গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।
  • ১৮৮৯ - লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।
  • ১৮৯৫ - চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।
  • ১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।
  • ১৯০৮ - কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।
  • ১৯২০ - ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।
  • ১৯২৪ - আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ।
  • ১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।
  • ১৯৪২ - বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় বৃটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।
  • ১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।
  • ১৯৫৩ - ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।
  • ১৯৫৬ - যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।
  • ১৯৫৭ - মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।
  • ১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।
  • ১৯৭৯ - পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোন কম্যুনিষ্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।
  • ১৯৮১ - ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।
  • ১৯৯০ - পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।
  • ১৯৯৯ - ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।
  • ২০১৪ - ভারতে অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।
  • ২০২৩ - ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। চেন্নাই সেন্ট্রালগামী করমণ্ডল এক্সপ্রেস ও হাওড়াগামী যশোবন্তপুর-হাওড়া সুপারফার্স্ট ট্রেন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লাইনচ্যুত হওয়ায় ২৭৫ যাত্রীর মৃত্যু ও ১১৭৫ জন যাত্রী আহত হন।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা