২০১৮–১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ভারত সফর করে, যা সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [][][][][]

২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ২৯ সেপ্টেম্বর – ১১ নভেম্বর ২০১৮
অধিনায়ক বিরাট কোহলি (টেস্ট ও ওডিআই)
রোহিত শর্মা (টি২০আই)
জেসন হোল্ডার (টেস্ট ও ওডিআই)
কার্লোস ব্রাদওয়েট (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান পৃথ্বী শ (২৩৭) রস্টন চেজ (১৮৫)
সর্বাধিক উইকেট উমেশ যাদব (১১) জেসন হোল্ডার (৫)
সিরিজ সেরা খেলোয়াড় পৃথ্বী শ (ভারত)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ভারত ৩–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান বিরাট কোহলি (৪৫৩) শিমরন হেটমায়ার (২৫৯)
সর্বাধিক উইকেট কুলদীপ যাদব (৯) অ্যাশলে নার্স (৫)
সিরিজ সেরা খেলোয়াড় বিরাট কোহলি (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান শিখর ধাওয়ান (১৩৮) ড্যারেন ব্র্যাভো (৭১)
সর্বাধিক উইকেট কুলদীপ যাদব (৫) ওশেন টমাস (৩)
সিরিজ সেরা খেলোয়াড় কুলদীপ যাদব (ভারত)

দলীয় সদস্য

সম্পাদনা
টেস্ট ওডিআই টি২০আই
  ভারত   ওয়েস্ট ইন্ডিজ   ভারত   ওয়েস্ট ইন্ডিজ   ভারত   ওয়েস্ট ইন্ডিজ

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা

দুইদিনের ম্যাচ: ভারতীয় বোর্ড সভাপতির একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

সম্পাদনা
২৯–৩০ সেপ্টেম্বর ২০১৮
৩৬০/৬d (৯০ ওভার)
অঙ্কিত বাওনে ১১৬* (১৯১)
দেবেন্দ্র বিশু ৩/১০৪ (২১ ওভার)
৩৬৬/৭d (৬০ ওভার)
সুনীল অ্যামব্রিস ১১৪* (৯৮)
আবেশ খান ৪/৬০ (১৭ ওভার)
  • ভারত ক্রিকেট একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
৪–৮ অক্টোবর ২০১৮
৬৪৯/৯ঘো (১৪৯.৫ ওভার)
বিরাট কোহলি ১৩৯ (২৩০)
দেবেন্দ্র বিশু ৪/২১৭ (৫৪ ওভার)
১৮১ (৪৮ ওভার)
রস্টন চেজ ৫৩ (৭৯)
রবিচন্দ্রন অশ্বিন ৪/৩৭ (১১ ওভার)
১৯৬ (৫০.৫ ওভার) (f/o)
কাইরেন পাওয়েল ৮৩ (৯৩)
কুলদীপ যাদব ৫/৫৭ (১৪ ওভার)
ভারত একটি ইনিংস এবং ২৭২ রান দ্বারা জয়ী
সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, রাজকোট
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: পৃথ্বী শ (ভারত)

২য় টেস্ট

সম্পাদনা
১২–১৬ অক্টোবর ২০১৮
৩১১ (১০১.৪ ওভার)
রস্টন চেজ ১০৬ (১৮৯)
উমেশ যাদব ৬/৮৮ (২৬.৪ ওভার)
৩৬৭ (১০৬.৪ ওভার)
ঋষভ পন্ত ৯২ (১৩৪)
জেসন হোল্ডার ৫/৫৬ (২৩ ওভার)
১২৭ (৪৬.১ ওভার)
সুনীল অ্যামব্রিস ৩৮ (৯৫)
উমেশ যাদব ৪/৪৫ (১২.১ ওভার)
৭৫/০ (১৬.১ ওভার)
পৃথ্বী শ ৩৩* (৪৫)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শার্দুল ঠাকুর (ভারত) তার টেস্ট অভিষেক হয়।
  • উমেশ যাদব টেস্টে তার প্রথম ১০ উইকেটের দখল নেয় এবং টেস্টে হোমে ১০ উইকেট শিকারের জন্য তৃতীয় ফাস্ট বোলার হয়ে ওঠে।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
২১ অক্টোবর ২০১৮
১৩:৩০ (দিন/রাত)
ওয়েস্ট ইন্ডিজ  
৩২২/৮ (৫০ ওভার)
  ভারত
৩২৬/২ (৪২.১ ওভার)
রোহিত শর্মা ১৫২* (১১৭)
দেবেন্দ্র বিশু ১/৭২ (১০ ওভার)

২য় ওডিআই

সম্পাদনা
২৪ অক্টোবর ২০১৮
১৩:৩০ (দিন/রাত)
ভারত  
৩২১/৬ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
৩২১/৭ (৫০ ওভার)
বিরাট কোহলি ১৫৭* (১২৯)
অ্যাশলে নার্স ২/৪৬ (১০ ওভার)
শাই হোপ ১২৩* (১৩৪)
কুলদীপ যাদব ৩/৬৭ (১০ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
  • বিরাট কোহলি (ভারত) দ্রুততম ব্যাটসম্যান, ইনিংসে, স্কোর করার জন্য ১০,০০০ ওয়ানডেতে রান (২০৫)।

৩য় ওডিআই

সম্পাদনা
২৭ অক্টোবর ২০১৮
১৩:৩০ (দিন/রাত)
ভারত  
২৮৩/৯ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
২৪০ (৪৭.৪ ওভার)
শাই হোপ ৯৫ (১১৩)
জসপ্রীত বুমরাহ ৪/৩৫ (১০ ওভার)
বিরাট কোহলি ১০৭ (১১৯)
মারলন স্যামুয়েলস ৩/১২ (৩.৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
  • বিরাট কোহলি ওডিআইতে তিনটি ধারাবাহিক সেঞ্চুরি করার জন্য ভারতের প্রথম ব্যাটসম্যান এবং দশম সামগ্রিকভাবে হয়ে ওঠে। তিনি এটি অর্জনের প্রথম অধিনায়ক ছিলেন।

৪র্থ ওডিআই

সম্পাদনা
২৯ অক্টোবর ২০১৮
১৩:৩০ (দিন/রাত)
ভারত  
৩৭৭/৫ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৫৩ (৩৬.২ ওভার)
রোহিত শর্মা ১৬২ (১৩৭)
কেমার রোচ ২/৭৪ (১০ ওভার)
জেসন হোল্ডার ৫৪* (৭০)
খলিল আহমেদ ৩/১৩ (৫ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটা ভারতের ছিল তৃতীয় ওডিআইতে রান ওডিআইতে।
  • ওডিআইতে ভারতকে রান করে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সবচেয়ে বড় ব্যবধান।

৫ম ওডিআই

সম্পাদনা
১ নভেম্বর ২০১৮
১৩:৩০ (দিন/রাত)
ভারত  
১০৪ (৩১.৫ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১০৫/১ (১৪.৫ ওভার)
রোহিত শর্মা ৬৩* (৫৬)
ওশেন টমাস ১/৩৩ (৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এই ঘটনাস্থলে অনুষ্ঠিত প্রথম ওডিআই ছিল।
  • ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত সর্বনিম্ন সর্বনিম্ন ছিল।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
৪ নভেম্বর ২০১৮
১৯:০০ (রাত)
ভারত  
১০৯/৮ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১১০/৫ (১৭.৫ ওভার)

২য় টি২০আই

সম্পাদনা
৬ নভেম্বর ২০১৮
১৯:০০ (রাত)
ভারত  
১৯৬/২ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১২৪/৯ (২০ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এই স্থানটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল।
  • শিখর ধাওয়ান (ভারত) তার ১০০০ তম রান করেছেন টি২০আইর।
  • রোহিত শর্মা (ভারত) স্কোর করার প্রথম ক্রিকেটার হয়েছেন টি২০আই তে চার শতাব্দী

৩য় টি২০আই

সম্পাদনা
১১ নভেম্বর ২০১৮
১৯:০০ (রাত)
ওয়েস্ট ইন্ডিজ  
১৮১/৩ (২০ ওভার)
  ভারত
১৮২/৪(২০ ওভার)
শিখর ধাওয়ান ৯২ (৬২)
কিমো পল ২/৩২ (৩ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ 
  2. "India set to play 63 international matches in 2018-19 season as they build up to Cricket World Cup"FirstPost। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Hyderabad or Rajkot may host India's first ever Day-Night Test"Times of India। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮ 
  4. "Rajkot or Hyderabad could host India's first day-night Test"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮ 
  5. "WINDIES head to India for a full tour"Cricket West Indies। ২৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা