২০০০ এশিয়া কাপ

এশিয়া কাপের সপ্তম আসর

২০০০ এশিয়া কাপ (পেপসি এশিয়া কাপ নামে হয়) ছিল এশিয়া কাপের সপ্তম আসর। বাংলাদেশে, ২৯ মে - ৭ জুন, ২০০০ সালে অনুষ্ঠিত হয়েছিল। [] টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাবাংলাদেশ । ফাইনালে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে প্রথম এশিয়া কাপ জিতে নেয় পাকিস্তান। এশিয়া কাপের সবগুলো ম্যাচ হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যান অব দ্য সিরিজ ঘোষণা করা হয় ইউসুফ ইউহানাকে

২০০০ এশিয়া কাপ
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন এবং নকআউট
আয়োজক বাংলাদেশ
বিজয়ী পাকিস্তান (১ম শিরোপা)
রানার-আপ শ্রীলঙ্কা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়পাকিস্তান ইউসুফ ইউহানা
সর্বাধিক রান সংগ্রহকারীপাকিস্তান ইউসুফ ইউহানা (২৯৫)
সর্বাধিক উইকেটধারীপাকিস্তান আব্দুর রাজ্জাক (৮)

টুর্নামেন্টের কাঠামো

সম্পাদনা

গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেলেছে। গ্রুপ পর্বের শেষে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ২ টি দল ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। টুর্নামেন্টে প্রতিটি জয়ের ফলে ২ পয়েন্ট করে পায় দলগুলো। আর টাই/ ফলা না হওয়া ম্যাচের পয়েন্ট ছিল ১।

ভেন্যু

সম্পাদনা
ভেন্যু শহর ধারণক্ষমতা ম্যাচ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা, ঢাকা বিভাগ ৩৬,০০০

দলের সদস্য

সম্পাদনা
  বাংলাদেশ   ভারত   পাকিস্তান   শ্রীলঙ্কা
আমিনুল ইসলাম (অ.) সৌরভ গাঙ্গুলী (অ.) মঈন খান (অ.) ও (উ.র.) সনাথ জয়াসুরিয়া (অ.)
জাভেদ ওমর রাহুল দ্রাবিড় ইনজামাম-উল-হক মারভান আতাপাত্তু
শাহরিয়ার হোসেন শচিন টেন্ডুলকার মোহাম্মদ ইউসুফ মাহেলা জয়াবর্ধনে
মোহাম্মদ রফিক মোহাম্মদ আজহারউদ্দীন সাঈদ আনোয়ার অরবিন্দ ডি সিলভা
আকরাম খান অজয় জাদেজা ইমরান নাজির রাসেল আর্নল্ড
হাবিবুল বাশার হেমাঙ্গ বাদানি শহীদ আফ্রিদি তিলকরত্নে দিলশান
মানজারুল ইসলাম রানা রবিন সিং আব্দুল রাজ্জাক ইন্ডিকা ডি সরম
খালেদ মাহমুদ অজিত আগরকর শোয়েব মালিক রমেশ কালুবিতরাণা (উ.র.)
খালেদ মাসুদ (উ.র.) অনিল কুম্বলে ওয়াসিম আকরাম উপুল চন্দনা
নাইমুর রহমান থিরু কুমারন মোহাম্মদ ওয়াসিম চামিন্দা ভাস
এনামুল হক অমিত ভান্ডারী মোহাম্মদ আকরাম নুয়ান জয়সা
হাসিবুল হোসেন নয়ন মোঙ্গিয়া (উ.র.) আজহার মাহমুদ মুত্তিয়া মুরালিধরন
শফিউদ্দিন আহমেদ নিখিল চোপড়া শাব্বির আহমেদ সজীবা ডি সিলভা
মুশফিকুর রহমান সুনীল জোশী আরশাদ খান কৌশল্যা বীররত্নে

গ্রুপ পর্বের টেবিল

সম্পাদনা
পদ টীম ম্যাচ ডব্লিউ এল এনআর পয়েন্ট এনআরআর
  পাকিস্তান +১.৯২০
  শ্রীলঙ্কা +১.০৭৭
  ভারত -০.৪১৬
  বাংলাদেশ -২.৮০০

ম্যাচের সারাংশ

সম্পাদনা
২৯ মে ২০০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৭৫/৬ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
১৭৮/১ (৩০.৪ ওভার)
জাভেদ ওমর ৮৫* (১৪৬)
চামিন্দা ভাস ২/২৮ (১০ ওভার)
অরবিন্দ ডি সিলভা ৯৬ (৯৩)
মোহাম্মদ রফিক ১/৪২ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কৌশল্যা বীররত্নে (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।

৩০ মে ২০০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
২৪৯/৬ (৫০ ওভার)
  ভারত
২৫২/২ (৪০.১ ওভার)
আকরাম খান ৬৪ (৫২)
থিরু কুমারন ৩/৫৪ (৯ ওভার)

১ জুন ২০০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৭৬/৮ (৫০ ওভার)
  ভারত
২০৫ (৪৫ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২ জুন ২০০০
স্কোরকার্ড
পাকিস্তান  
৩২০/৩ (৫০ ওভার)
  বাংলাদেশ
৮৭ (৩৪.২ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ জুন ২০০০
স্কোরকার্ড
পাকিস্তান  
২৯৫/৭ (৫০ ওভার)
  ভারত
২৫১ (৪৭.৪ ওভার)
মোহাম্মদ ইউসুফ ১০০ (১১২)
অনিল কুম্বলে ৩/৪৩ (১০ ওভার)
অজয় জাদেজা ৯৩ (১০৩)
আব্দুল রাজ্জাক ৪/২৯ (৮ ওভার)

৫ জুন ২০০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৯২ (৪৯ ওভার)
  পাকিস্তান
১৯৩/৩ (৪৮.২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

সম্পাদনা
৭ জুন ২০০০
স্কোরকার্ড
পাকিস্তান  
২৭৭/৪ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২৩৮ (৪৫.২ ওভার)
সাঈদ আনোয়ার ৮২ (১১৫)
নুয়ান জয়সা ২/৪৪ (৮ ওভার)
মারভান আতাপাত্তু ১০০ (১২৪)
আরশাদ খান ২/৪২ (১০ ওভার)

পরিসংখ্যান

সম্পাদনা

সর্বোচ্চ রান

সম্পাদনা
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় এসআর এইচএস ১০০ ৫০
  মোহাম্মদ ইউসুফ ২৯৫ ১৪৭.৫ ৭৩.৭৫ ১০০* ২৩
  মারভান আতাপাত্তু ২৪৫ ৮১.৬৬ ৭২.২৭ ১০০ ১৮
  সনাথ জয়াসুরিয়া ১৮৩ ৪৫.৭৫ ৮৭.৫৫ ১০৫ ২৩
  ইনজামাম-উল-হক ১৭৫ ৮৭.৫ ১০৯.৩৭ ৭৫* ১৬
  সৌরভ গঙ্গোপাধ্যায় ১৫৬ ৭৮ ৯২.৮৫ ১৩৫*
তথ্যসূত্র: ক্রিকইনফো[]

সর্বোচ্চ উইকেট

সম্পাদনা
খেলোয়াড় ম্যাচ ইনিংস উইকেট ওভার বিবিআই এস/আর ৪ উইকেট ৫ উইকেট
  আব্দুল রাজ্জাক ১৯.২ ৪/২৯ ১৪.৫
  আজহার মাহমুদ ৩০ ৩/২৪ ৩৬
  অজিত আগরকর ২/৪৭
  আরশাদ খান ৩৮ ২/৪২ ৪৫.৬
  ওয়াসিম আকরাম ২০ ২/৩৮ ৩০
তথ্যসূত্র: ক্রিকইনফো[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ganesh, AC (৩ মে ২০০০)। "Asia Cup: No problem in selecting the probables"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Mohammad Azharuddin, অজয় জাদেজা make their last appearance for India"Cricket Country। ২ সেপ্টেম্বর ২০১৬। ২ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮ 
  3. "Asia Cup, 2000 Cricket Team Records & Stats | ESPNcricinfo.com"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৬ 
  4. "Asia Cup, 2000 Cricket Team Records & Stats | ESPNcricinfo.com"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা