সমাজসেবায় একুশে পদক বিজয়ীদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
সমাজসেবায় একুশে পদক বাংলাদেশের সমাজসেবকদের জন্য একটি জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের সমাজসেবা ও দারিদ্র বিমোচনে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০০০ সাল থেকে এই ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলন এর শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।[১] প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে।[২] একুশে পদকে ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি মেডেল প্রদান করা হয়; যার ডিজাইন করেছেন নিতুন কুণ্ডু।[৩] প্রাথমিকভাবে পুরস্কারের অর্থমূল্য ২৫,০০০ টাকা দেয়া হতো; বর্তমানে এটি ২ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।[৪]
সমাজসেবায় একুশে পদক | |
---|---|
বিবরণ | সমাজসেবা ও দারিদ্র বিমোচনে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এ পুরস্কার দেয়া হয়। |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ |
উপস্থাপক | বাংলাদেশ সরকার |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৬ |
ওয়েবসাইট | www |
বিজয়ীদের তালিকা
সম্পাদনামরণোত্তর পদক বিজয়ী |
বছর | চিত্র | বিজয়ী | পুরস্কারপ্রাপ্তির কারণ | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | মহিউদ্দিন আহমেদ | |||
২০০১ | দেওয়া হয় নি | |||
২০০২ | দেওয়া হয় নি | |||
২০০৩ | দেওয়া হয় নি | |||
২০০৪ | ডাঃ যোবায়দা হান্নান | দারিদ্যপীড়িত ও অনগ্রসর শ্রেণীর উন্নয়নে ভূমিকা রাখার জন্য | [৫] | |
২০০৫ | বিশুদ্ধানন্দ মহাথের | দুর্ভিক্ষ মোকাবিলা ও দারিদ্য বিমোচনে অবদানের জন্য | ||
২০০৬ | দেওয়া হয় নি | |||
২০০৭ | দেওয়া হয় নি | |||
২০০৮ | ডাঃ জোহরা বেগম কাজী | চিকিৎসায় ভূমিকা পালনের জন্য | ||
২০০৯ | ডাঃ মোহাম্মদ রফি খান | শিক্ষায় ভূমিকা পালনের জন্য | ||
ডঃ কাজী খলীকুজ্জমান আহমদ | দারিদ্য বিমোচনে অবদানের জন্য | [৬] | ||
২০১০ | হানিফ সংকেত | সামাজিক কার্যক্রমের জন্য | [৭] | |
এ.এস.এইচ.কে. সাদেক | শিক্ষা বিস্তারে ভূমিকা পালনের জন্য | |||
জ্যোতিঃপাল মহাথের | ||||
২০১১ | মোঃ আবুল হাশেম | [৮] | ||
পলান সরকার | শিক্ষা বিস্তারে অবদানের জন্য | |||
মোহাম্মদ দেলোয়ার হোসেন | ||||
২০১২ | শুদ্ধানন্দ মহাথের | [৯] | ||
২০১৩ | স্যামসন এইচ চৌধুরী | বেসরকারি খাতে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য | [১০] | |
নূরজাহান মুর্শিদ | শিক্ষা ও নারী উন্নয়নে ভূমিকা রাখার জন্য | |||
২০১৪ | ডাঃ মুজিবুর রহমান | রক্তদান কেন্দ্র স্থাপন ও রক্ত বিষয়ক গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য | [১১] | |
২০১৫ | ঝর্না ধারা চৌধুরী | নারী উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালনের জন্য | [১২] | |
সত্যপ্রিয় মহাথের | ||||
ডঃ অরূপ রতন চৌধুরী | ধূমপান ও মাদক নিরময়ে জনসচেনতা সৃষ্টির জন্য | |||
২০১৬ | দেওয়া হয় নি | |||
২০১৭ | মাহমুদ হাসান | সমাজ কল্যাণ | [১৩] | |
২০২২ | অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন | সমাজ কল্যান |
আরও দেখুন
সম্পাদনা- ভাষা আন্দোলনে একুশে পদক বিজয়ীদের তালিকা
- মুক্তিযুদ্ধে একুশে পদক বিজয়ীদের তালিকা
- শিক্ষায় একুশে পদক বিজয়ীদের তালিকা
- গবেষণায় একুশে পদক বিজয়ীদের তালিকা
- ভাষা ও সাহিত্যে একুশে পদক বিজয়ীদের তালিকা
- শিল্পকলায় একুশে পদক বিজয়ীদের তালিকা
- সাংবাদিকতায় একুশে পদক বিজয়ীদের তালিকা
- বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক বিজয়ীদের তালিকা
- অর্থনীতিতে একুশে পদক বিজয়ীদের তালিকা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "১৬ কৃতী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক"। দৈনিক ইত্তেফাক। ১১ ফেব্রুয়ারি ২০১৬। ১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "একুশে পদক নিলেন ১৬ জন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ ফেব্রুয়ারি ২০১৬। ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Obituary of Nitun Kundu"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "শনিবার একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী"। বাংলা ট্রিবিউন। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "10 awarded Ekushey Padak"। দ্য ডেইলি স্টার। ১৭ ফেব্রুয়ারি ২০০৪। ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "কাজী খলীকুজ্জমান আহমদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "একুশে পদক ২০১১ দিলেন প্রধানমন্ত্রী"। দৈনিক সমকাল। ২০ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "একুশে পদক ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ১৪ ফেব্রুয়ারি ২০১১। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "একুশে পদক পাচ্ছেন তারেক মাসুদ, হুমায়ুন আজাদ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দেশকে রাজাকার ও অপশক্তিমুক্ত করুন : একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী"। দৈনিক মানবকণ্ঠ। ২১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এবার একুশে পদক পাচ্ছেন ১৫ জন"। দৈনিক প্রথম আলো। ফেব্রুয়ারি ১১, ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "একুশে পদক পাচ্ছেন কামাল লোহানীসহ ১৫ জন"। দৈনিক যুগান্তর। ৮ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "সমাজসেবায় একুশে পদক পেয়েছেন অধ্যাপক ডা. মাহমুদ হাসান"। দৈনিক ইত্তেফাক। ৫ মার্চ ২০১৭। ২৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭।