মুক্তিযুদ্ধে একুশে পদক বিজয়ীদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

মুক্তিযুদ্ধে একুশে পদক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িতদের জন্য একটি জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলন-এর শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে "একুশে পদক" প্রদানের প্রচলন করা হয়।[১] ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৩ সাল থেকে "মুক্তিযুদ্ধে একুশে পদক" প্রদান করা হচ্ছে। প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে। একুশে পদকে ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক প্রদান করা হয়; যার নকশা করেছেন নিতুন কুণ্ডু[২] প্রাথমিকভাবে পুরস্কারের অর্থমূল্য ২৫,০০০ টাকা দেয়া হতো; বর্তমানে এটি ২ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।[৩]

একুশে পদক

বিজয়ীদের তালিকা সম্পাদনা

যদিও ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদানের প্রচলন শুরু হয়; কিন্তু মুক্তিযুদ্ধে একুশে পদক প্রথম প্রদান করা হয় ২০১৩ সালে। প্রতি বছরই এই ক্ষেত্রে পদক দেয়া হলেও ২০১৪, ২০১৭ এবং ২০১৮ সালে কাউকে তা দেওয়া হয়নি।

চাবি
  মরণোত্তর পদক বিজয়ী
বছর চিত্র বিজয়ী মুক্তিযুদ্ধে অবদান সূত্র
২০১৩   এনামুল হক মোস্তফা শহীদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক [৪][৫]
২০১৪ দেওয়া হয়নি
২০১৫   মজিবর রহমান দেবদাস মুক্তিযুদ্ধকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনাছাউনি স্থাপন ও হিন্দু জনগোষ্ঠীকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে
চাকুরি ত্যাগ ও নাম পরিবর্তন করায় পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক নির্যাতনে মানসিক ভারসাম্য হারান
[৬][৭]
২০১৬   মফিদুল হক মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নকমিউনিস্ট পার্টির গেরিলা তৎপরতায় সংযুক্তি
"মুক্তিযুদ্ধ" নামক পত্রিকার সাথে যুক্ত
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি
[৮][৯]
২০১৭ দেওয়া হয়নি
২০১৮ দেওয়া হয়নি
২০১৯   ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহনকারী বীরযোদ্ধা [১০][১১]
২০২০   হাজী আক্তার সরদার   [১২][১৩]
  আবদুল জব্বার  
  আ. আ. ম. মেসবাহুল হক  
২০২১ গোলাম হাসনায়েন নান্নু [১৪][১৫]
ফজলুর রহমান খান ফারুক
  সৈয়দা ইসাবেলা  
২০২২   অধ্যক্ষ মোঃ মতিউর রহমান [১৬][১৭]
  সৈয়দ মোয়াজ্জেম আলী  
কিউ এ বি এম রহমান
আমজাদ আলী খন্দকার
২০২৩   মমতাজ উদ্দিন   মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহনকারী বীরযোদ্ধা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১৬ কৃতী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক"দৈনিক ইত্তেফাক। ১১ ফেব্রুয়ারি ২০১৬। ১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Obituary of Nitun Kundu"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "শনিবার একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী"বাংলা ট্রিবিউন। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ২। ১২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "একুশে পদকের জন্য ১২ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান নির্বাচিত"দৈনিক প্রথম আলো। ২০১৩-০২-০৮। ২০১৬-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১২ 
  6. "চলে গেলেন 'জীবন্ত শহীদ বুদ্ধিজীবী' মজিবর রহমান"বাংলা নিউজ টোয়েন্টিফোর। ১৮ মে ২০২০। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  7. সোহরাব, হোসেন (১৯ মে ২০২০)। "মুজিবুর রহমান 'দেবদাস': আমাদের অমোচনীয় পাপ" (এইচটিএমএল)। ঢাকা: প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "একুশে পদক ২০১৬ প্রদান - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়" (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  9. "এবার একুশে পদক পাচ্ছেন ১৬ জন" (এইচটিএমএল)। ঢাকা: বাংলা নিউজ টোয়েন্টিফোর। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  10. "একুশে পদক ২০১৯ প্রদান - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়" (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  11. "একুশে পদক পেলেন যারা" (এইচটিএমএল)। ঢাকা: দৈনিক ইত্তেফাক। ৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  12. "একুশে পদক ২০২০ প্রদান - সংবাদ বিজ্ঞপ্তি" (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  13. "একুশে পদক পেলেন যারা" (এইচটিএমএল)। ঢাকা: ডেইলি স্টার। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  14. "প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক-২০২১ হস্তান্তর করেন" (পিডিএফ)প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  15. "একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক" (এইচটিএমএল)। ঢাকা: দৈনিক ইত্তেফাক। ৪ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  16. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 
  17. "প্রধানমন্ত্রীর 'একুশে পদক-২০২২' প্রদান" (এইচটিএমএল)। ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা