রাম সাগর এক্সপ্রেস

রামসাগর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি মেইল ট্রেন। রামসাগর এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন(২০১৩ সাল থেক) বন্ধ থাকার পর ২০২৩ সালের ৩০ আগস্ট থেকে পুনরায় চলাচল শুরু করেছে।[১]

রামসাগর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুবোনারপাড়া জংশন
বিরতিযাত্রাপথে থাকা সবগুলো স্টেশন।
শেষপার্বতীপুর রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব১৩০ কিলোমিটার
যাত্রার গড় সময়৫৯/আপ/বোনারপাড়া-পার্বতীপুরঃ ৪ ঘন্টা ৪০ মিনিট। ৬০/ডাউন/ পার্বতীপুর-বোনারপাড়াঃ ৪ ঘন্টা ২৫ মিনিট।
রেল নং৫৯/৬০
যাত্রাপথের সেবা
শ্রেণীসুলভ
ঘুমানোর ব্যবস্থানেই
খাদ্য সুবিধানেই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধানেই
কারিগরি
ট্র্যাক গেজমিটারগেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
পরিচালন গতিসর্বোচ্চঃ ৬৫ কিমি /ঘন্টা ( নির্ধিতঃ৬০ কিমি)
পথের মানচিত্র
বোনারপাড়া জংশন→

বাদিয়াখালি→ ত্রিমোহনী জংশন→ গাইবান্ধা→ কুপতলা→ কামারপাড়া→ নলডাঙ্গা→ বামনডাঙ্গা→ হাসানগঞ্জ→ চৌধুরাণী→ পীরগাছা→ অন্নদানগর→ কাউনিয়→ মীরবাগ→ রংপুর স্টেশন→ শ্যামপুর স্টেশন→ আউলিয়াগঞ্জ→ বদরগঞ্জ স্টেশন→ খোলাহাটি→

পার্বতীপুর জংশন।

ইতিহাস সম্পাদনা

২০১০ সালের ডিসেম্বর মাসে বোনারপাড়া থেকে গাইবান্ধার উপর দিয়ে দিনাজপুর পর্যন্ত রেল রুটে চলাচল শুরু করে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। বোনারপাড়া জংশন ও গাইবান্ধার রেল যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ রংপুর, দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনটি চালু করা হয়েছিল। সহজ ও আরামদায়ক ভ্রমনের জন্য এ ট্রেনটিতে যাত্রীদের যথেষ্ট ভীড় ছিল। এলাকাবাসীর চিকিৎসা, দিনাজপুর শিক্ষাবোর্ডের কাজ ও রংপুর বিভাগীয় শহরের কাজসহ নানা কাজে যাওয়ার সহজ ও সুবিধাজনক মাধ্যম ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। ২০১৩ সালে রেলওয়ে কর্তৃপক্ষ হঠাৎ করে ইঞ্জিন, বগী ও লোকবলের সংকট দেখিয়ে ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়।[২] ২০২৩ সালের ৩০ আগস্ট দিনাজপুর থেকে বর্ধিত করে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গিয়ে চলাচল আবার শুরু করে।

এর ফলে গাইবান্ধাবাসী ট্রেনটির সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলো। জনগনের ব্যাপক সমালোচনার ফলে মাত্র ১৫ দিনের মাথায় পুনরায় ট্রেনটির রুট সংকোচিত করে ১৫ সেপ্টেম্বর-২০২৩ ইং থেকে পার্বতীপুর পর্যন্ত করা হয়।

সময়সূচি সম্পাদনা

সংক্ষিপ্তঃ

বোনারপাড়াঃ ছাড়ে-সকালঃ ৬.৩০ (রংপুরঃ ৯.৪৫)

পঞ্চগড়ঃ পৌছে-সকালঃ ২.১০

পঞ্চগড় ছাড়ে-বিকেলঃ ৩.৪০ (রংপুরঃ ৪.৫০)

বোনারপাড়াঃ পৌছে-রাতঃ ১১.১০
























সম্পর্কিত নিবন্ধ সম্পাদনা

বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিনিধি (২০২৩-০৮-২৯)। "গাইবান্ধা-পঞ্চগড় পথে রামসাগর এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫ 
  2. "বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৫ বছরেও চালু হয়নি ॥ যাত্রীদের চরম দুর্ভোগ"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২