কাঞ্চিপাড়া রেলওয়ে স্টেশন

বাংলাদেশের গাইবান্ধা জেলার রেলওয়ে স্টেশন

কাঞ্চিপাড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি রেলওয়ে স্টেশন। কাঞ্চিপাড়া রেলওয়ে স্টেশনটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় আছে।[১]

কাঞ্চিপাড়া রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানগাইবান্ধা জেলা রংপুর বিভাগ
 বাংলাদেশ
লাইনসান্তাহার-কাউনিয়া লাইন
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারনাই
অন্য তথ্য
অবস্থানিস্ক্রিয়
ইতিহাস
চালু১৯০৫
পরিষেবা
নেই
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

ত্রিমোহনী রেলওয়ে স্টেশন থেকে ব্রহ্মপুত্র নদের বালাসী ফেরিঘাট সেকশনে ট্রেন চলাচল করত। বালাসী-বাহাদুরাবাদঘাট ফেরি পারাপারের মাধ্যমেই দেওয়ানগঞ্জ-জামালপুর-ময়মনসিংহ হয়ে রাজধানী ঢাকার সঙ্গে ছিল উত্তরাঞ্চলের ৮ জেলার ট্রেন যোগাযোগ। যমুনায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেল ও সড়ক যোগাযোগ চালু হওয়ার পর কর্তৃপক্ষ এই রুটের রেলফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় ত্রিমোহিনী-বালাসীঘাট রুটের কাঞ্চিপাড়া রেলওয়ে স্টেশন।

পরিষেবা সম্পাদনা

কাঞ্চিপাড়া রেলওয়ে স্টেশনে বর্তমানে কোন ট্রেন পরিষেবা নেই।

সম্পর্কিত নিবন্ধ সম্পাদনা

পার্বতীপুর-পঞ্চগড় লাইন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বন্ধ হয়ে গেছে পশ্চিম রেলের ৫২ স্টেশন"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৩