৩ মে
তারিখ
(মে ৩ থেকে পুনর্নির্দেশিত)
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০২৪ |
৩ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৩তম (অধিবর্ষে ১২৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৪২ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৪৯৪ - কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।
- ১৫১৫ - পর্তুগীজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বীপ দখল করে।
- ১৭৬৫ - বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
- ১৭৬৫ - ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
- ১৭৮৮ - লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।
- ১৮০২ - শহর হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যাত্রা শুরু।
- ১৮৩৭ - অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গ্রীসে।
- ১৯১৩ - প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মুক্তি পায়।
- ১৯২৩ - ভারতের গোরখপুরে হিন্দুধর্মীয় গ্রন্থের বৃহত্তম প্রকাশনা সংস্থা গীতা প্রেস প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৭ - মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরস্কার পান।
- ১৯৩৯ - সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
- ১৯৫৩ - ডয়চে ভেলে জার্মানির জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জার্মানির বন্ শহরে স্থাপিত হয়।
- ১৯৬০ - অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয় আমস্ট্রাডামে।
- ১৯৬৮ - ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়।
- ১৯৭১ - পিরোজপুর পতন হয় এবং পাক হানাদার বাহিনী ৬২ জনকে হত্যা করে।
- ১৯৭৩ - বাঙালি স্থাপত্যবিদ এফ আর খান -এর ডিজাইনে নির্মিত তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার (বর্তমান উইলিস টাওয়ার) -এর নির্মাণকাজ সম্পন্ন।
- ১৯৭৬ - বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে।
- ১৯৭৯ - রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী।
- ২০০১ - যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়। ২০০২ - পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।
জন্ম
সম্পাদনা- ১৪৬৯ - নিক্কোলো মাকিয়াভেল্লি, ইতালীয় ইতিহাসবিদ এবং দার্শনিক। (মৃ. ১৫২৭)
- ১৮৩৯ - জামশেদজী টাটা, ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯০৪)
- ১৮৬৭ - জে. টি. হার্ন, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৪৪)
- ১৮৮৩ - বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত।(মৃ.১৯৬৪)
- ১৮৯২ - জর্জ প্যাজেট টমসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৭৫)
- ১৮৯৬ - ভি কে কৃষ্ণমেনন, ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭৪)
- ১৯০২ - আলফ্রেড কাস্টলার, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
- ১৯০৩ - বিং ক্রাজবি, মার্কিন গায়ক ও অভিনেতা। (মৃ. ১৯৭৭)
- ১৯০৬ - ম্যারি অ্যাস্টর, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৮৭)
- ১৯১৯ - পিট সিগার, মার্কিন লোকসঙ্গীত শিল্পী। (জ. ২০১৪)
- ১৯২৯ - জাহানারা ইমাম, শহীদজননী-খ্যাত বাংলাদেশি লেখিকা।
- ১৯৩০ - হুয়ান গেলমান, আর্জেন্টিনার কবি ও লেখক। (জ. ২০১৪)
- ১৯৩৩ - স্টিভেন ভেইনবার্গ, মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯৪৬ - নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। (মৃ. ২০২০)
- ১৯৫১ - অশোক গহলোত, ভারতীয় রাজনীতিক ও রাজস্থানের মুখ্যমন্ত্রী।
- ১৯৫২ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৫৫ - ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় ও ধারাভাষ্যকার।
- ১৯৬০ - ডেরেক অ্যাবট, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
- ১৯৭৭ - মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ। (মৃ. ২০১৭)
- ১৯৮৫ - এজেকিয়েল লাভেজ্জি, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৯ - কাতিনকা হসু, হাঙ্গেরীয় প্রমিলা সাঁতারু ও ব্যবসায়ী।
মৃত্যু
সম্পাদনা- ১৪৮১ - দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান), অটোমান সুলতান। (জ. ১৪৩২)
- ১৯৬৯ - জাকির হুসেইন রাজনীতিবিদ, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। (জ.০৮/০২/১৮৯৭)
- ১৯৭১ -
- মুক্তিযোদ্ধা সাইফ মিজানুর রহমান (২০১৪ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত)।
- ফায়জুর রহমান আহমেদ (কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পিতা)।
- ১৯৮১ - নার্গিস দত্ত ভারতীয় অভিনেত্রী। (জ.০১/০৬/১৯২৯)
- ১৯৮৮ - প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।(জ.০৪/০৯/১৯০৪)
- ১৯৯২ - জর্জ মার্ফি, মার্কিন নৃত্যশিল্পী, অভিনেতা ও রাজনীতিবিদ। (জ. ১৯০২)
- ১৯৯৯ - গডফ্রে ইভান্স, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৯২০)
- ২০০৫ - জগজিত সিং অরোরা, ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।
- ২০০৯ - ভারতের মারাঠি লেখক রাম শেখর।
- ২০১১ - জ্যাকি কুপার, মার্কিন অভিনেতা, টেলিভিশন পরিচালক, প্রযোজক ও নির্বাহী। (জ. ১৯২২)
- ২০১৪ - গ্যারি বেকার, মার্কিন অর্থনীতিবিদ। (জ. ১৯৩০)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ৩ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |