মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ

বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুরনেত্রকোণা জেলার বোর্ডের অন্তর্ভুক্ত।[] এটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৯ম এবং সব মিলিয়ে ১১তম।[]

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ
গঠিত২০১৭; ৭ বছর আগে (2017)
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
ধরনশিক্ষা বোর্ড
সদরদপ্তরময়মনসিংহ, বাংলাদেশ
অবস্থান
  • হোল্ডিং নম্বর-৬, খাগডহর বাজার, সদর, ময়মনসিংহ
যে অঞ্চলে কাজ করে
ময়মনসিংহ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারম্যান
মোঃ আবু তাহের
প্রধান প্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)
ওয়েবসাইটmymensingheducationboard.gov.bd

২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়। তারপর থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত চিঠি পাঠান। পরে আগস্টের মাঝামাঝি সরকার ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এর যৌক্তিকতা যাচাইয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির মতামতের ভিত্তিতে ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুমোদন করেন।[] ২৮ আগস্ট ২০১৭ সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।[][]

কার্যক্রম

সম্পাদনা
  • সনদপত্র উত্তোলন।
  • নম্বরপত্র উত্তোলন।
  • নাম সংশোধন।
  • যেকোন বিষয়ে ফলাফল সংশোধন।
  • ভর্তি বাতিল।
  • এক কলেজ থেকে ভর্তি বাতিল করে নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করন।

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

কলেজঃ-

স্কুলঃ-

আরও দেখুন

সম্পাদনা

বহি:সংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রথমবারের মত পাবলিক পরীক্ষা নিচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড"bdnews24.com। ২ নভেম্বর ২০১৯। Archived from the original on ৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "অনুমোদন পেল ময়মনসিংহ শিক্ষা বোর্ড, কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে"banglanews24.com। ১৩ জানুয়ারি ২০১৭। 
  3. "ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদন"দৈনিক প্রথম আলো। ১৩ জানুয়ারি ২০১৭। Archived from the original on ২৩ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮ 
  4. "ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠিত"এনটিভি অনলাইন। ৩০ আগস্ট ২০১৭। ১৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮ 
  5. "'স্বনির্ভর' হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড"banglanews24.com। ১৩ অক্টোবর ২০১৮।