সরকারি নজরুল কলেজ, ত্রিশাল
সরকারি নজরুল কলেজ বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবিস্থত। কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ।
প্রাক্তন নাম | নজরুল কলেজ ত্রিশাল |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৯৬৭ খ্রিষ্টাব্দ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১১২২৯৩ |
অধ্যক্ষ | মোঃ মজিবুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪০ জন |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩০ জন |
শিক্ষার্থী | প্রায় ৩৫০০ জন |
স্নাতক | ১২০০ জন (প্রায়) |
অবস্থান | , ২২২০ , ২৪°৩৫′০১″ উত্তর ৯০°২৩′২৮″ পূর্ব / ২৪.৫৮৩৫২৬৯° উত্তর ৯০.৩৯১০১৪১° পূর্ব |
শিক্ষাঙ্গন | নগর, ৩.৫ একর |
ভাষা | বাংলা |
ইতিহাস
সম্পাদনাজাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ঐতিহ্যবাহী ত্রিশাল উপজেলার দরিরামপুরে ১৯৬৭ সালে 'নজরুল কলেজ ত্রিশাল' নামে এ শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্ম। ময়মনসিংহ জেলা সদরের বাইরে সে সময় প্রতিষ্ঠিত এটিই একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্রোহী কবি'র পূণ্য স্মৃতির প্রতি ত্রিশালবাসীর অপরিসীম শ্রদ্ধা ও ভালোভাসার এক অনন্য নিদর্শন নজরুল কলেজ। ১৯৭০ সালে কলেজটি (ডিগ্রি) স্নাতক পর্যায়ে উন্নীত হয় এবং আদর্শ উদ্দেশ্যের পথে একনিষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে অবস্থান সু-দৃঢ় করেছে। সরকার ২০১৬ সালে প্রতি উপজেলায় কমপক্ষে একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৭১টি কলেজকে সরকারিকরণের চূড়ান্ত অনুমোদন দেন। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই কলেজসহ সারাদেশে ২৭১টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।[১] সরকারিকরণের জন্য বর্তমানে সরকারি নজরুল কলেজ নামে কলেজের নামকরণ করা হয়েছে।
শিক্ষক ও কর্মচারিবৃন্দ
সম্পাদনা- জয়নব রেখা (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)
অনুষদ ও বিভাগসমূহ
সম্পাদনাস্নাতক (ডিগ্রি পাস) কোর্সের বিষয়সমূহ
সম্পাদনা- বাংলা
- ইংরেজি
- অর্থনীতি
- সমাজকর্ম
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- ইসলামী শিক্ষা
- পদার্থবিদ্যা
- গণিত
- ভূগোল ও পরিবেশ
- ব্যাবসায় নীতি ও প্রয়োগ
- ব্যবস্থাপনা
- হিসাববিজ্ঞান
উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিভাগসমূহ
সম্পাদনা- বিজ্ঞান
- মানবিক
- ব্যাবসায় শিক্ষা
গ্রন্থাগার
সম্পাদনাছাত্র-ছাত্রীদের অবসরে বই পড়ার জন্য প্রায় দশ হাজার বই-পুস্তক সংবলিত একটি অত্যাধুনিক গ্রন্থাগার রয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতার কার্যক্রম-প্রোগ্রাম চালু রয়েছে।
বিশ্রামকক্ষ
সম্পাদনাছাত্র-ছাত্রীদের জন্য সকল সুযোগ-সুবিধা সংবলিত দুটি বিশ্রামকক্ষ রয়েছে। এ ছাড়াও শিক্ষকদের জন্য একটি পৃথক বিশ্রামকক্ষ রয়েছে।
পোশাক
সম্পাদনাউচ্চ মাধ্যমিক
সম্পাদনা- ছাত্র: সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা।
- ছাত্রী: সাদা সেলোয়ার কামিজ, সাদা স্কার্ফ, লাল ওড়না এবং বেল্ট।
স্নাতক (ডিগ্রি)
সম্পাদনা- ছাত্র: নীল শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা।
- ছাত্রী: কালো বোরখা ও নীল স্কার্ফ।
গবেষণাগার
সম্পাদনা- রসায়ন: ১টি
- পদার্থবিদ্যা: ১টি
- গণিত: ১টি
- উদ্ভিদবিদ্যা: ১টি
- ভূগোল: ১টি
ছাত্র সংগঠন
সম্পাদনাআরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সরকারি হল ২৭১ কলেজ"। ১২ আগস্ট ২০১৮। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।