শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ হলো ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে অবস্থিত একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজ এর প্রতিষ্ঠাতা মোঃ তৌহিদ
ধরন | উচ্চমাধ্যমিক |
---|---|
স্থাপিত | ১ জুলাই ১৯৯৯ |
ইআইআইএন | ১১১৯১০ |
অধ্যক্ষ | এ কে এম আবদুর রফিক |
শিক্ষার্থী | ৩২০০+ |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | ১৩, শ্যামাচরণ রায় রোড (টাউন হল মোড়), ময়মনসিংহ |
ভাষা | বাংলা |
সংক্ষিপ্ত নাম | “সৈনক”, “এসএসএনআইসি” |
ওয়েবসাইট | ssnic |
নামকরণ
সম্পাদনা১৯৮৯ সালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর কয়েকজন প্রিয় ছাত্র, সহকর্মী এবং গুণগ্রাহী তার বর্ণাঢ্য কর্মময় জীবনকে ধরে রাখার প্রয়াসে ময়মনসিংহ শহরে প্রতিষ্ঠা করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পরিষদ। ১৯৯৯ সালের ১ জুলাই শহরের প্রাণ কেন্দ্রে শ্যামাচরণ রায় রোডে কাশি কিশোর কারিগরি বিদ্যালয়ের পরিত্যক্ত একখণ্ড বাড়ীতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পরিষদ প্রতিষ্ঠা করেন জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে "শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ”।[১]
প্রতিষ্ঠার পটভূমি
সম্পাদনা১৯৮৯ সালে “শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পরিষদ” প্রতিষ্ঠার পরপরই এই মহান ব্যক্তিত্বের স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাব উঠে আসে সংগঠনের সভা গুলোতে। তবে আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণে অনেক সময় পেরিয়ে যায়। ১৯৯৫ সালে ময়মনসিংহ শহরে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্রদের অধ্যয়নের একমাত্র সরকারি প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ থেকে সরকারি নির্দেশে উচ্চ মাধ্যমিক শ্রেণি উঠিয়ে দেওয়া হলে অভিভাবকগণ হয়ে পড়েন উদ্বিগ্ন। শহরের অন্যান্য বেসরকারি কলেজ গুণগত মান সম্পন্ন না হওয়ায় কিংবা কোনো প্রতিষ্ঠানকে সরকার সরকারীকরণ না করায় বিষয়টি ময়মনসিংহবাসীর দাবীতে পরিণত হয়। ১৯৯৮ সালে ২৮ আগস্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পরিষদের সভায় একটি মান সম্পন্ন এবং শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে কলেজ প্রতিষ্ঠার বিষয়টি আলোচ্যসূচীতে অন্তর্ভুক্ত হয়। বেসরকারি ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সে সভায় প্রধান আইনজীবী এবং স্মৃতি পরিষদের আহবায়ক এম. জুবেদ আলী সাহেবের সভাপতিত্বে ময়মনসিংহ শহরে একই নামে একটি সরকারি ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয় থাকায় বেসরকারি ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়টির নাম পরিবর্তন করে “সৈয়দ নজরুল ইসলাম স্কুল এন্ড কলেজ” করার প্রস্তাব সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং এক পত্রে স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা এবং ব্যবস্থা গ্রহণের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পরিষদের পক্ষে অনুরোধ জানানো হয়। বিষয়টি জানাজানি হলে স্কুলটির সিংহভাগ অভিভাবক সমর্থন জ্ঞাপন করেন। স্কুলটির প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম.এ. কাসেম তৎকালীন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলামের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ১৯৯৯ সালের ৬ মে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত হন আনন্দ মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম, নেত্রকোণা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মজিবর রহমান, আনন্দ মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ মুজিবুর রহমান। সভায় প্রখ্যাত শিক্ষাবিদগণ শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে কলেজ প্রতিষ্ঠার উদ্দ্যোগকে এবং কলেজটি প্রতিষ্ঠাকল্পে প্রদানের অঙ্গীকার করলে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে গতিবৃদ্ধি পায়। সভায় সর্ব সম্মতিক্রমে ২০ সদস্য বিশিষ্ট কলেজ সাংগঠনিক কমিটি তথা প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।
ভর্তি প্রক্রিয়া
সম্পাদনাশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ভর্তি প্রক্রিয়া তীব্র প্রতিযোগিতামূলক। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বোর্ড কর্তৃক প্রদানকৃত তালিকা থেকে ভর্তি করা হয়।
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাউচ্চমাধ্যমিক শ্রেণীতে বাংলা মাধ্যমে পাঠদান করা হয়ে থাকে।
শিক্ষাক্রম
সম্পাদনাশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে থাকে। এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুযোগ রয়েছে।
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনা- বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
- দেয়াল পত্রিকা
- সরস্বতী পূজা
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ফলাফল
সম্পাদনাশিক্ষাবর্ষ | শিক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ শিক্ষার্থী | পাসের শতকরা হার | জি.পি.এ.-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা | সূত্র |
---|---|---|---|---|---|
২০১০ | ২৮২ | ||||
২০১১ | ৩৩৬ | ||||
২০১২ | ৫১২ | ||||
২০১৩ | ৪৪৪ | ||||
২০১৪ | ৬২১ | ||||
২০১৫ | ৯৯.২৩% | ৩৯২ | |||
২০১৬ | ৪৬৮ | ||||
২০১৭ | ৯৮.২৯% | ৩১৯ | |||
২০১৮ | ৯৮.৩৭% | ২৪২ | |||
২০১৯ | ১২৭২ | ১২৫৮ | ৯৮.৯০% | ৩২৫ | |
২০২০ | ১৩৮৮ | ১৩৮৮ | ১০০% | ৯৮২ | |
২০২১ | ১৩৯০ | ১৩৮৬ | ৯৯.৭১% | ৯৫৩ | |
২০২২ | ১২৯২ | ১২৭৪ | ৯৮.৬% | ৮৩৭ | |
২০২৩ | ১২৪৩ | ১২২৫ | ৯৮.৫৫% | ৫৪৪ |
বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব
সম্পাদনাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে সমৃদ্ধ পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিজ্ঞানাগার। এছাড়াও একটি উচ্চমানের ‘কম্পিউটার ল্যাব’ রয়েছে।
গ্রন্থাগার
সম্পাদনাশিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে।
মসজিদ
সম্পাদনা২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দের সহায়তায় একটি পাঞ্জেগানা মসজিদ স্থাপন করা হয়।
পোশাক
সম্পাদনা- ছাত্র
- নেভি ব্লু প্যান্ট, সাদা ফুল হাতা শার্ট, কলেজের মনোগ্রামখচিত টাই ও কালো বন্ধ সু।
- ছাত্রী
- সাদা সালোয়ার কামিজ, বটলগ্রীন ওড়না ও বেল্ট, সাদা এপ্রন ও কালো বন্ধ সু।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- সানিয়া সুলতানা লিজা - বাংলাদেশী সঙ্গীতশিল্পী
চিত্রশালা
সম্পাদনা-
বৃক্ষরোপণ র্যালিতে কলেজের শিক্ষার্থীরা