নাসিরাবাদ কলেজ
নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ বিভাগের একটি ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দেশের সবথেকে বড় বেসরকারী ও পুরোনো কলেজগুলোর মধ্যে অন্যতম। এই কলেজটি ময়মনসিংহ সদরে অবস্থিত। এই কলেজেতেই শিক্ষগতা করেছেন যতীন সরকার, গোলাম সামদানি কোরায়াশী এর মতো দেশ বরেণ্য শিক্ষকবৃন্দ। এই কলেজ ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের কাছে নামকরা একটি নাম। ময়মনসিংহের ছাত্ররাজনীতিতে উক্ত কলেজ গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে গেছে। যদিও এখনকার পরিস্থিতিতে ছাত্ররাজনীতি এই কলেজে নিষিদ্ধ করা হয়েছে।
নীতিবাক্য | জ্ঞানার্জন করো |
---|---|
ধরন | বেসরকারী কলেজ |
স্থাপিত | ১ জুলাই ১৯৪৮ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | আহমেদ শফিক |
অবস্থান | সদর, ময়মনসিংহ , ২২০০ , ২৪°৪৫′১৪″ উত্তর ৯০°২৪′১১″ পূর্ব / ২৪.৭৫৩৮৮৯° উত্তর ৯০.৪০৩০৫৩° পূর্ব |
শিক্ষাঙ্গন | নগর, ৯.৬১ একর |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | ncmym |
![]() | |
![]() |
ইতিহাস সম্পাদনা
নাসিরাবাদ কলেজ অত্যন্ত মনোরম পরিবেশে ময়মনসিংহের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের একটি বিখ্যাত কলেজ। ১৯১১ খ্রিষ্টাব্দে এটি মূলত একটি পুরোনো ধারার মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং ১৯১৭ খ্রিষ্টাব্দে নবধারার মাদ্রাসায় পরিণত হয়। ১৯৪৮ খ্রিষ্টাব্দে এটি ইসলামী মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯৫৬ খ্রিষ্টাব্দে এটিকে সাধারাণ মাধ্যমিক কলেজে রুপান্তরিত করা হয়। অবশেষে কলেজটিকে ১৯৫৯ খ্রিষ্টাব্দে ডিগ্রি (স্নাতক) কলেজে অধিভূক্ত করা হয় এবং ২০১০ খ্রিষ্টাব্দে এটিকে অনার্স (সম্মান) কলেজ হিসেবে উন্নীত করা হয়।[১]
বর্তমান চিত্র সম্পাদনা
বর্তমানে কলেজটিতে ৪টি বিষয়ে স্নাতক (ডিগ্রি - পাস) এবং ১০টি বিষয়ে স্নাতক (সম্মান/অনার্স) কোর্স চালু রয়েছে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কার্যক্রম রয়েছে।
প্রাতিষ্ঠানিক কোর্সসমূহ সম্পাদনা
উচ্চ মাধ্যমিক কোর্স সম্পাদনা
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
স্নাতক (পাস) কোর্স সম্পাদনা
- বি.এ.
- বি.এস.এস.
- বি.এস.সি.
- বি.বি.এস.
স্নাতক (সম্মান) কোর্স সম্পাদনা
- বাংলা
- ইসালামের ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- সামাজিক কর্ম
- অর্থনীতি
- বিপণন
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
- মনোবিজ্ঞান
- গণিত
কৃতি শিক্ষক সম্পাদনা
- যতীন সরকার(১৮ আগস্ট ১৯৩৬ - ) - বাংলাদেশের একজন প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক। ২০১০ সালে শিক্ষায় স্বাধীনতা পুরস্কার বিজয়ী।
- গোলাম সামদানী কোরায়শী(৫ এপ্রিল ১৯২৯ - ১১ অক্টোবর ১৯৯১) - বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক। ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার বিজয়ী।
- মুহাম্মদ রিয়াজুল ইসলাম, (জন্ম : ১৯০৬ খ্রি., মৃত্যু : ১৯৯১ খ্রি.) - কলেজের প্রতিষ্ঠাতা।[২]
অন্যন্য তথ্য সম্পাদনা
নাসিরাবাদ কলেজ এর ই.আই.আই.এন (EIIN) কোড নাম্বার হলো ১১১৯১২। কলেজের মোট জমির পরিমাণ হলো ৯.৬১ একর। এর মধ্যে ৩.৪৮ একর জুড়ে রয়েছে প্রাতিষ্ঠানিক ভবন, খেলার মাঠের জন্য ২.৪৭ একর এবং ০.৪৫ একর জমিতে ছাত্রদের জন্য রয়েছে হোস্টেল ভবন।[৩]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "নাসিরাবাদ কলেজ"। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৯।
- ↑ "প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আলহাজ রিয়াদ উদ্দিন আহমাদ এর পরিচিতি"। http://ncmym.edu.bd। ২৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "Nasirabad College"। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৯।