পশ্চিমবঙ্গের পর্যটক আকর্ষণ কেন্দ্রের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(ব্যবহারকারী:Arijit Kisku/খেলাঘর থেকে পুনর্নির্দেশিত)

পশ্চিমবঙ্গের পর্যটক আকর্ষণ কেন্দ্রের  তালিকা বলতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে বোঝায়।পশ্চিমবঙ্গ হল ভারতের পূর্বে একটি রাজ্য এবং এটি দেশের চতুর্থ-সবচেয়ে জনবহুল[]এএটি বিশ্বের সপ্তম সর্বাধিক জনবহুল উপ-জাতীয় সত্ত্বা, যার জনসংখ্যা ৯১ মিলিয়নেরও বেশি। []এটি নেপাল, ভুটান এবং বাংলাদেশ এবং ভারতের উড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার, সিকিম এবং আসাম রাজ্যগুলির সীমানা ঘিরে রয়েছে। এইরাজ্যের রাজধানী হল কলকাতা (পূর্বে কলিকাতা / ক্যালকাটা )।পশ্চিমবঙ্গ দুটি বিস্তৃত প্রাকৃতিক অঞ্চলকে ঘিরে: দক্ষিণে গাঙ্গেয় সমভূমি এবং উত্তরে উপ-হিমালয় ও হিমালয় এলাকা।এর সাথে রয়েছে দুটি প্রধান প্রাকৃতিক অঞ্চল অর্থাৎ পশ্চিম মালভূমি এবং মহান সুন্দরবন বদ্বীপ।[] এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর এবং সড়ক, রেল ও বিমান দ্বারা ভালভাবে সংযুক্ত।

শিলিগুড়ি - উত্তরবঙ্গের বৃহত্তম শহর উত্তরবঙ্গের সমস্ত গন্তব্যগুলি কভার করার জন্য আরেকটি আদর্শ কেন্দ্র এবং কলকাতার বিকল্প হবে।এই শহরটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নগর কেন্দ্র এবং রাস্তা, রেল এবং বিমান দ্বারাও ভালভাবে সংযুক্ত।

তালিকা

সম্পাদনা

পশ্চিমবঙ্গের কিছু পর্যটন কেন্দ্রের তালিকা নিচে দেওয়া হল:

আকর্ষণসমূহ অবস্থান ছবি
দার্জিলিং দার্জিলিং  
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (টয় ট্রেন) নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং  
মর্গ্যান হাউস কালিম্পং  
কোচবিহার রাজবাড়ি কোচবিহার  
ডুয়ার্স ডুয়ার্স  
জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলা  
গোরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলা  
হাজারদুয়ারি প্রাসাদ মুর্শিদাবাদ জেলা (মুর্শিদাবাদ)  
নিজামত ইমামবাড়া মুর্শিদাবাদ জেলা  
আদিনা হরিণ উদ্যান মালদা জেলা  
তারকেশ্বর মন্দির হুগলি জেলা  
গৌড় মালদা  
দেবকোট গঙ্গারামপুর  
শান্তিনিকেতন বীরভূম জেলা  
বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরসমূহ বাঁকুড়া জেলা  
আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান হাওড়া (শিবপুর)  
বিশাল বটবৃক্ষ হাওড়া (শিবপুর)  
হাওড়া ব্রিজ হাওড়া থেকে কলকাতা  
বি-বা-দী বাগ কলকাতা  
দক্ষিণেশ্বর কালী মন্দির উত্তর ২৪ পরগনা জেলা (দক্ষিণেশ্বর)  
বিদ্যাসাগর সেতু কলকাতা থেকে হাওড়া  
বেলুড় মঠ হাওড়া (বেলুড় মঠ)  
ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা  
ভারতের সুন্দরবন ২৪ পরগনা (দক্ষিণ ২৪ পরগনা জেলা)  
দীঘা পূর্ব মেদিনীপুর  
মন্দারমণি পূর্ব মেদিনীপুর  
সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতা  
সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের সুন্দরবন  
মায়াপুর নবদ্বীপ  
কুমোরটুলি উত্তর কলকাতা  
সল্ট লেক স্টেডিয়াম বিধাননগর  
হাওড়া স্টেশন হাওড়া  
ইডেন গার্ডেনস কলকাতা  

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India: Administrative Divisions (population and area)"। Census of India। ১৭ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১২ 
  2. Britannica"Kolkata is the capital of West Bengal"। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১২