পশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪
পশ্চিমবঙ্গে ভারতের রাজনৈতিক নির্বাচন
১৮তম লোকসভা গঠনের জন্য পরবর্তী ভারতীয় সাধারণ নির্বাচন ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলেছে। ৭টি দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন সম্পন্ন হবে। ফলাফল প্রকাশিত হয়েছিল ৪ জুন ২০২৪। নির্বাচন শেষে ভারতীয় জনতা পার্টি পূর্ব নির্বাচনের তুলনায় অনেকগুলি আসন হারায়।[১][২]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৪২টি আসন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভোটের হার | ৭৯.২৯% (২.৪৭ শ.প.) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্র |
এই লোকসভা ভোটের পাশাপাশি দুটি বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যথাক্রমে: ভগবানগোলা (৭ মে), বরাহনগর (১ জুন)।[৩]
তফসিল
সম্পাদনাবিহার এবং উত্তরপ্রদেশের পাশাপাশি একমাত্র পশ্চিমবঙ্গেই সাত দফায় নির্বাচন সম্পন্ন হয়েছিল।
১৬ মার্চ ভারতের নির্বাচন কমিশন নির্বাচনের সূচি প্রকাশ করেছিল। পশ্চিমবঙ্গ সহ বিহার এবং উত্তর প্রদেশেও ৭ দফায় ভোট হয়েছিল।
৭ দফায় নির্বাচন হয়েছিল ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন।
দফা | তারিখ | লোকসভার সংখ্যা |
লোকসভা[৬] | % ভোটের হার |
---|---|---|---|---|
১ | ১৯ এপ্রিল ২০২৪ | ৩ | জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার | ৮১.৯১% |
২ | ২৬ এপ্রিল ২০২৪ | ৩ | দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ | ৭৬.৫৮% |
৩ | ৭ মে ২০২৪ | ৪ | জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ | ৭৭.৫৩% |
৪ | ১৩ মে ২০২৪ | ৮ | বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম, আসানসোল | ৮০.২২% |
৫ | ২০ মে ২০২৪ | ৭ | আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, উলুবেরিয়া, হাওড়া, হুগলি, শ্রীরামপুর | ৭৮.৪৫% |
৬ | ২৫ মে ২০২৪ | ৮ | বাঁকুড়া, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর | ৮২.৭১% |
৭ | ১ জুন ২০২৪ | ৯ | দমদম, বসিরহাট, বারাসত, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর | ৬৯.৮৯% |
দলসমূহ
সম্পাদনাপার্টি | পতাকা | চিহ্ন | নেতা | মোট আসন | |
---|---|---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | মমতা বন্দ্যোপাধ্যায় | ৪২ |
পার্টি | পতাকা | চিহ্ন | নেতা | মোট আসন | |
---|---|---|---|---|---|
ভারতীয় জনতা পার্টি | সুকান্ত মজুমদার | ৪২ |
পার্টি | পতাকা | চিহ্ন | নেতা | মোট আসন | |
---|---|---|---|---|---|
সিপিএম | মহম্মদ সেলিম | ২৩ | |||
ভারতীয় জাতীয় কংগ্রেস | অধীর রঞ্জন চৌধুরী | ১২[ক] | |||
আরএসপি | তপন হোড় | ৩ | |||
সিপিআই | স্বপন বন্দ্যোপাধ্যায় | ২ | |||
নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক | নরেন চট্টোপাধ্যায় | ২[খ] | |||
মোট | ৪২ |
অন্যান্য
সম্পাদনাপার্টি | পতাকা | চিহ্ন | নেতা | মোট আসন | |
---|---|---|---|---|---|
এসইউসিআই | প্রভাস ঘোষ | ৪২ | |||
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট | নওশাদ সিদ্দিকী | ১৭ | |||
বহুজন সমাজ পার্টি | মনোজ হাওলাদার | ৫ | |||
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন | — | ৪ | |||
সিপিআই(এম-এল) | দীপঙ্কর ভট্টাচার্য | ১ |
প্রার্থী তালিকা
সম্পাদনাজনমত জরিপ
সম্পাদনাপোলিং সংস্থা | প্রকাশের তারিখ | ত্রুটিমাত্রা | সম্ভাব্য সর্বোচ্চ আসন প্রাপক | ||||
---|---|---|---|---|---|---|---|
তৃণমূল | বিজেপি | বাম+কং | অন্যান্য | ||||
নিউজ১৮ | মার্চ ২০২৪ | ±৪% | ১৮ | ২৫ | ০ | ০ | বিজেপি |
এবিপি নিউজ-সিভোটার | মার্চ ২০২৪[৭] | ±৫% | ২৩ | ১৯ | ০ | ০ | তৃণমূল |
ইন্ডিয়া টিভি-সিএনএক্স | মার্চ ২০২৪ | ±৩% | ২১ | ২০ | ১ | ০ | তৃণমূল |
জি নিউজ-ম্যাট্রাইজ | ফেব্রুয়ারি ২০২৪ | ±২% | ২৪ | ১৭ | ১ | ০ | তৃণমূল |
ইন্ডিয়া টুডে-সিভোটার | ফেব্রুয়ারি ২০২৪ | ±৩-৫% | ২২ | ১৯ | ১ | ০ | তৃণমূল |
টাইমস নাও-ইটিজি | ফেব্রুয়ারি ২০২৪ | ±২% | ২৬ | ১৫ | ১ | ০ | তৃণমূল |
এবিপি-সিভোটার | ডিসেম্বর ২০২৩ | ±৩-৫% | ২৩-২৫ | ১৬-১৮ | ০-২ | ০ | তৃণমূল |
টাইমস নাও-ইটিজি | ডিসেম্বর ২০২৩ | ±৩% | ২০-২৪ | ১৮-২০ | ২-৪ | ০ | তৃণমূল |
ইন্ডিয়া টিভি-সিএনএক্স | অক্টোবর ২০২৩ | ±৩% | ৩০ | ১০ | ২ | ০ | তৃণমূল |
টাইমস নাও-ইটিজি | আগস্ট ২০২৩ | ±৩% | ২২-২৪ | ১৬-১৮ | ০-৩ | ০ | তৃণমূল |
পোলিং এজেন্সি | প্রকাশের তারিখ | ত্রুটিমাত্রা | বৃদ্ধি | ||||
---|---|---|---|---|---|---|---|
তৃণমূল | বিজেপি | স.মো | অন্যান্য | ||||
এবিপি নিউজ-সিভোটার | মার্চ ২০২৪ | ±৫% | ৪১.৯% | ৪০.৬% | ১৭.৫% | ১.৩ |
ভোটের হার
সম্পাদনানির্বাচনী এলাকা অনুযায়ী
সম্পাদনানির্বাচনী এলাকা | ভোটের তারিখ | ভোটের হার | বৃদ্ধি/হ্রাস | |
---|---|---|---|---|
১ | কোচবিহার | ১৯ এপ্রিল ২০২৪ | ৮২.১৬% | ১.৯২ |
২ | আলিপুরদুয়ার | ৭৯.৭৬% | ৪.০৩ | |
৩ | জলপাইগুড়ি | ৮৩.৬৬% | ২.৮৫ | |
৪ | দার্জিলিং | ২৪ এপ্রিল ২০২৪ | ৭৪.৭৬% | ৪.০৪ |
৫ | রায়গঞ্জ | ৭৬.১৮% | ৩.৬৪ | |
৬ | বালুরঘাট | ৭৯.০৯% | ৪.৬০ | |
৭ | মালদহ উত্তর | ৭ মে ২০২৪ | ৭৬.০৩% | ১.২০ |
৮ | মালদহ দক্ষিণ | ৭৬.৬৯% | ৪.৫৫ | |
৯ | জঙ্গিপুর | ৭৫.৭২% | ৫.০০ | |
১০ | বহরমপুর | ১৩ মে ২০২৪ | ৭৭.৫৪% | ১.৮৭ |
১১ | মুর্শিদাবাদ | ৭ মে ২০২৪ | ৮১.৫২% | ২.৭৭ |
১২ | কৃষ্ণনগর | ১৩ মে ২০২৪ | ৮০.৬৫% | ৩.১০ |
১৩ | রানাঘাট | ৮১.৮৭% | ২.৩৯ | |
১৪ | বনগাঁ | ২০ মে ২০২৪ | ৮১.০৪% | ১.৬০ |
১৫ | ব্যারাকপুর | ৭৫.৪১% | ১.৫০ | |
১৬ | দমদম | ১ জুন ২০২৪ | ৭৩.৮১% | ২.৭৯ |
১৭ | বারাসত | ৮০.১৭% | ১.০৯ | |
১৮ | বসিরহাট | ৮৪.৩১% | ১.১২ | |
১৯ | জয়নগর | ৮০.০৮% | ২.২১ | |
২০ | মথুরাপুর | ৮২.০২% | ২.৮৪ | |
২১ | ডায়মন্ড হারবার | ৮১.০৪% | ০.৯৪ | |
২২ | যাদবপুর | ৭৬.৬৮% | ২.৪১ | |
২৩ | কলকাতা দক্ষিণ | ৬৬.৯৫% | ২.৮৭ | |
২৪ | কলকাতা উত্তর | ৬৩.৫৯% | ২.১৬ | |
২৫ | হাওড়া | ২০ মে ২০২৪ | ৭১.৭৩% | ৩.১০ |
২৬ | উলুবেড়িয়া | ৭৯.৭৮% | ১.৪০ | |
২৭ | শ্রীরামপুর | ৭৬.৪৪% | ২.১০ | |
২৮ | হুগলি | ৮১.৩৮% | ১.১৪ | |
২৯ | আরামবাগ | ৮২.৬২% | ০.৮২ | |
৩০ | তমলুক | ২৫ মে ২০২৪ | ৮৪.৭৯% | ০.৫৯ |
৩১ | কাঁথি | ৮৪.৭৭% | ০.৫২ | |
৩২ | ঘাটাল | ৮২.১৭% | ০.২৩ | |
৩৩ | ঝাড়গ্রাম | ৮৩.৪৭% | ১.৯৫ | |
৩৪ | মেদিনীপুর | ৮১.৫৬% | ২.৪৪ | |
৩৫ | পুরুলিয়া | ৭৮.৩৯% | ৩.৭১ | |
৩৬ | বাঁকুড়া | ৮০.৭৫% | ২.২২ | |
৩৭ | বিষ্ণুপুর | ৮৫.৯১% | ১.০৪ | |
৩৮ | বর্ধমান পূর্ব | ১৩ মে ২০২৪ | ৮২.৮৫% | ১.৬৬ |
৩৯ | বর্ধমান-দুর্গাপুর | ৮০.৭২% | ১.৫৬ | |
৪০ | আসানসোল | ৭৩.২৭% | ৩.১০ | |
৪১ | বোলপুর | ৮২.৬৬% | ৩.০৮ | |
৪২ | বীরভূম | ৮১.৯১% | ৩.০৯ |
ফলাফল
সম্পাদনাজোট/ দল | মোট ভোট | আসন | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ভোট | % | ±শ.প. | অংশগ্রহণ | বিজয়ী | ± | ||||
তৃণমূল | ২৭,৫৬৫,৫৬১ | ৪৫.৭৬% | ২.৪৯% | ৪২ | ২৯ | ৭ | |||
এনডিএ | বিজেপি | ২৩,৩২৭,৩৪৯ | ৩৮.৭৩% | ১.৫২% | ৪২ | ১২ | ৬ | ||
বাম+কং | সিপিএম | ৩,৪১৬,৯৪১ | ৫.৬৭% | ০.৬১% | ২৩ | ০ | |||
কংগ্রেস | ২,৮১৮,৭২৮ | ৪.৬৮% | ০.৯৩% | ১২ | ১ | ১ | |||
ফ.ব. | ১৪৩,৯৪৬ | ০.২৪% | ০.১৭% | ২ | ০ | ||||
আরএসপি | ১৩৪,০৩৯ | ০.২২% | ০.১৭% | ৩ | ০ | ||||
সিপিআই | ১৩১,৭৪৪ | ০.২২% | ০.১৪% | ২ | ০ | ||||
মোট | ১১.০৩% | ৪২ | |||||||
অন্যান্য | ২,০৭৬,২৮১ | ৩.৪৫% | |||||||
নোটা | ৫২২,৭২৪ | ০.৮৭% | |||||||
মোট | ১০০% | - | ৪২ | - |
আসনভিত্তিক ফলাফল
সম্পাদনাConstituency | Turnout | Winner | Runner Up | Margin | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Party | Alliance | Candidate | Votes | % | Party | Alliance | Candidate | Votes | % | Votes | pp | |||||||
১ | কোচবিহার | ৮২.১৬% | তৃণমূল | তৃণমূল | জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া | ৭,৮৮,৩৭৫ | ৪৮.৫৭% | বিজেপি | এনডিএ | নিশীথ প্রামাণিক | ৭,৮৯,১২৫ | ৪৬.১৬% | ৩৯,২৫০ | ২.৪১% | ||||
২ | আলিপুরদুয়ার | ৭৯.৭৬% | বিজেপি | এনডিএ | মনোজ তিগ্গা | ৬,৯৫,৩১৪ | ৪৮.৯২% | তৃণমূল | তৃণমূল | প্রকাশ চিক বারাইক | ৫,১৯,৮৬৭ | ৪৩.৬১% | ৭৫,৪৪৭ | ৫.৩০% | ||||
৩ | জলপাইগুড়ি | ৮৩.৬৬% | বিজেপি | এনডিএ | জয়ন্ত রায় | ৭,৬৬,৫৬৮ | ৪৮.৫৭% | তৃণমূল | তৃণমূল | নির্মল চন্দ্র রায় | ৬,৭৯,৮৭৫ | ৪৩.০৭% | ৮৬,৬৯৩ | ৫.৫০% | ||||
৪ | দার্জিলিং | ৭৪.৭৬% | বিজেপি | এনডিএ | রাজু বিস্তা | ৬,৭৯,৩৩১ | ৫১.১৮% | তৃণমূল | তৃণমূল | গোপাল লামা | ৫,০০,৮০৬ | ৩৭.৭৩% | ১,৭৮,৫২৫ | ১৩.৪৫% | ||||
৫ | রায়গঞ্জ | ৭৬.১৮% | বিজেপি | এনডিএ | কার্তিক পাল | ৫,৬০,৮৯৭ | ৪০.৯৯% | তৃণমূল | তৃণমূল | কৃষ্ণ কল্যাণী | ৪,৯২,৭০০ | ৩৬.০০% | ৬৮,১৯৭ | ৪.৯৯% | ||||
৬ | বালুরঘাট | ৭৯.০৯% | বিজেপি | এনডিএ | সুকান্ত মজুমদার | ৫,৭৪,৯৯৬ | ৪৬.৪৭% | তৃণমূল | তৃণমূল | বিপ্লব মিত্র | ৫,৬৪,৬১০ | ৪৫.৬৩% | ১০,৩৮৬ | ০.৮৪% | ||||
৭ | মালদহ উত্তর | ৭৬.০৩% | বিজেপি | এনডিএ | খগেন মুর্মু | ৫,২৭,০২৩ | ৩৭.১৮% | তৃণমূল | তৃণমূল | প্রসূন বন্দ্যোপাধ্যায় | ৪,৪৯,৩১৫ | ৩১.৭০% | ৭৭,৭০৮ | ৫.৪৮% | ||||
৮ | মালদহ দক্ষিণ | ৭৬.৬৯% | কংগ্রেস | ইউপিএ | ঈশা খান চৌধুরী | ৫,৭২,৩৯৫ | ৪১.৭৯% | বিজেপি | এনডিএ | শ্রীরূপা মিত্র চৌধুরী | ৪,৪৪,০২৭ | ৩২.৪২% | ১,২৮,৩৬৮ | ৯.৩৭% | ||||
৯ | জঙ্গিপুর | ৭৫.৭২% | তৃণমূল | তৃণমূল | খলিলুর রহমান | ৫,৪৪,৪২৭ | ৩৯.৭৫% | কংগ্রেস | ইউপিএ | মোর্তাজা হোসেন | ৮,২৭,৭৯০ | ৩১.২৩% | ১,১৬,৬৩৭ | ৮.৫২% | ||||
১০ | বহরমপুর | ৭৭.৫৪% | তৃণমূল | তৃণমূল | ইউসুফ পাঠান | ৫,২৪,৫১৬ | ৩৭.৮৮% | কংগ্রেস | ইউপিএ | অধীর রঞ্জন চৌধুরী | ৪,৩৯,৪৯৪ | ৩১.৭৪% | ৮৫,০২২ | ৬.১৪% | ||||
১১ | মুর্শিদাবাদ | ৮১.৫২% | তৃণমূল | তৃণমূল | আবু তাহের খান | ৬,৮২,৮৮২ | ৪৪.২৭% | সিপিআই(এম) | বামফ্রন্ট | মহম্মদ সেলিম | ৫,১৮,২২৭ | ৩৩.৬২% | ১,৬৪,২১৫ | ১০.৬৫% | ||||
১২ | কৃষ্ণনগর | ৮০.৬৫% | তৃণমূল | তৃণমূল | মহুয়া মৈত্র | ৬,২৮,৭৮৯ | ৪৪.১০% | বিজেপি | এনডিএ | অমৃতা রায় | ৫,৭২,০৮৪ | ৪০.১৩% | ৫৬,৭০৫ | ৩.৯৮% | ||||
১৩ | রানাঘাট | ৮১.৮৭% | বিজেপি | এনডিএ | জগন্নাথ সরকার | ৭,৮২,৩৯৬ | ৫০.৭৮% | তৃণমূল | তৃণমূল | মুকুটমণি অধিকারী | ৫,৯৫,৪৯৭ | ৩৮.৬৫% | ১,৮৬,৮৯৯ | ১২.১৩% | ||||
১৪ | বনগাঁ | ৮১.০৪% | বিজেপি | এনডিএ | শান্তনু ঠাকুর | ৭,১৯,৫০৫ | ৪৮.১৯% | তৃণমূল | তৃণমূল | বিশ্বজিৎ দাস | ৬,৪৫,৮১২ | ৪৩.২৫% | ৭৩,৬৯৩ | ৪.৯৪% | ||||
১৫ | ব্যারাকপুর | ৭৫.৪১% | তৃণমূল | তৃণমূল | পার্থ ভৌমিক | ৫,২০,২৩১ | ৪৫.৫৬% | বিজেপি | এনডিএ | অর্জুন সিং | ৪,৫৫,৭৯৩ | ৩৯.৯২% | ৬৪,৪৩৮ | ৫.৬৪% | ||||
১৬ | দমদম | ৭৩.৮১% | তৃণমূল | তৃণমূল | সৌগত রায় | ৫,২৮,৫৭৯ | ৪১.৯৫% | বিজেপি | এনডিএ | শীলভদ্র দত্ত | ৪,৫৭,৯১৯ | ৩৬.৩৪% | ৭০,৬৬০ | ৫.৬১% | ||||
১৭ | বারাসত | ৮০.১৭% | তৃণমূল | তৃণমূল | কাকলী ঘোষ দস্তিদার | ৬,৯২,০১০ | ৪৫.১৫% | বিজেপি | এনডিএ | স্বপন মজুমদার | ৫,৭৭,৮২১ | ৩৭.৭০% | ১,১৪,১৮৯ | ৭.৪৫% | ||||
১৮ | বসিরহাট | ৮৪.৩১% | তৃণমূল | তৃণমূল | হাজি নুরুল ইসলাম | ৮,০৩,৭৬২ | ৫২.৭৬% | বিজেপি | এনডিএ | রেখা পাত্র | ৪,৭০,২১৫ | ৩০.৮৭% | ৩,৩৩,৫৪৭ | ২১.৮৯% | ||||
১৯ | জয়নগর | ৮০.০৮% | তৃণমূল | তৃণমূল | প্রতিমা মণ্ডল | ৮,৯৪,৩১২ | ৬০.৩২% | বিজেপি | এনডিএ | অশোক কান্ডারী | ৪,২৪,০৯৩ | ২৮.৬০% | ৪,৭০,২১৯ | ৩১.৭২% | ||||
২০ | মথুরাপুর | ৮২.০২% | তৃণমূল | তৃণমূল | বাপি হালদার | ৭,৫৫,৭৩১ | ৫০.৫২% | বিজেপি | এনডিএ | অশোক পুরকাইত | ৫,৫৪,৬৭৪ | ৩৭.০৮% | ২,০১,০৫৭ | ১৩.৪৪% | ||||
২১ | ডায়মন্ড হারবার | ৮১.০৪% | তৃণমূল | তৃণমূল | অভিষেক বন্দ্যোপাধ্যায় | ১০,৪৮,২৩০ | ৬৮.৪৮% | বিজেপি | এনডিএ | অভিজিৎ দাস | ৩,৩৭,৩০০ | ২২.০৩% | ৭,১০,৯৩০ | ৪৬.৪৫% | ||||
২২ | যাদবপুর | ৭৬.৬৮% | তৃণমূল | তৃণমূল | সায়নী ঘোষ | ৭,১৭,৮৯৯ | ৪৫.৮৩% | বিজেপি | এনডিএ | অনির্বাণ গাঙ্গুলি | ৮,৫৯,৬৯৮ | ২৯.৩৫% | ২,৫৮,২০১ | ১৬.৪৮% | ||||
২৩ | কলকাতা দক্ষিণ | ৬৬.৯৫% | তৃণমূল | তৃণমূল | মালা রায় | ৬,১৫,২৭৪ | ৪৯.৪৮% | বিজেপি | এনডিএ | দেবশ্রী চৌধুরী | ৪,২৮,০৪৩ | ৩৪.৪২% | ১,৮৭,২৩১ | ১৫.০৬% | ||||
২৪ | কলকাতা উত্তর | ৬৩.৫৯% | তৃণমূল | তৃণমূল | সুদীপ বন্দ্যোপাধ্যায় | ৪,৫৪,৬৯৬ | ৪৭.৪৪% | বিজেপি | এনডিএ | তাপস রায় | ৩,৬২,১৩৬ | ৩৭.৭৮% | ৯২,৫৬০ | ৯.৬২% | ||||
২৫ | হাওড়া | ৭১.৭৩% | তৃণমূল | তৃণমূল | প্রসূন বন্দ্যোপাধ্যায় | ৬,২৬,৪৯৩ | ৪৯.২৬% | বিজেপি | এনডিএ | রথীন চক্রবর্তী | ৪,৫৭,০৫১ | ৩৫.৯৪% | ১,৬৯,৪৪২ | ১৩.৩২% | ||||
২৬ | উলুবেড়িয়া | ৭৯.৭৮% | তৃণমূল | তৃণমূল | সাজদা আহমেদ | ৭,২৪,৬২২ | ৫২.১০% | বিজেপি | এনডিএ | অরুণ উদয় পাল চৌধুরী | ৫,০৫,৯৪৯ | ৩৬.৩৮% | ২,১৮,৬৭৩ | ১৫.৭২% | ||||
২৭ | শ্রীরামপুর | ৭৬.৪৪% | তৃণমূল | তৃণমূল | কল্যাণ বন্দ্যোপাধ্যায় | ৬,৭৩,৯৭০ | ৪৫.৬৫% | বিজেপি | এনডিএ | কবীরশঙ্কর বসু | ৮,৯৯,১৪০ | ৩৩.৮০% | ১,৭৪,৮৩০ | ১১.৮৫% | ||||
২৮ | হুগলি | ৮১.৩৮% | তৃণমূল | তৃণমূল | রচনা বন্দ্যোপাধ্যায় | ৭,০২,৭৪৪ | ৪৬.৩১% | বিজেপি | এনডিএ | লকেট চট্টোপাধ্যায় | ৬,২৫,৮৯১ | ৪১.২৪% | ৭৬,৮৫৩ | ৫.০৭% | ||||
২৯ | আরামবাগ | ৮২.৬২% | তৃণমূল | তৃণমূল | মিতালী বাগ | ৭,১২,৫৮৭ | ৪৫.৭১% | বিজেপি | এনডিএ | অরূপ কান্তি দিগার | ৭,০৬,১৮৮ | ৪৫.৩০% | ৬,৩৯৯ | ০.৪১% | ||||
৩০ | তমলুক | ৮৪.৭৯% | বিজেপি | এনডিএ | অভিজিৎ গঙ্গোপাধ্যায় | ৭,৬৫,৫৮৪ | ৪৮.৫৪% | তৃণমূল | তৃণমূল | দেবাংশু ভট্টাচার্য | ৬,৮৭,৮৫১ | ৪৩.৬১% | ৭৭,৭৩৩ | ৪.৯৩% | ||||
৩১ | কাঁথি | ৮৪.৭৭% | বিজেপি | এনডিএ | সৌমেন্দু অধিকারী | ৭,৬৩,১৯৫ | ৪৯.৮৫% | তৃণমূল | তৃণমূল | উত্তম বারিক | ৭,১৫,৪৩১ | ৪৬.৭৩% | ৪৭,৭৬৪ | ৩.১২% | ||||
৩২ | ঘাটাল | ৮২.১৭% | তৃণমূল | তৃণমূল | দেব | ৮,৩৭,৯৯০ | ৫২.৩৬% | বিজেপি | এনডিএ | হিরণ চট্টোপাধ্যায় | ৬,৫৫,১২২ | ৪০.৯৩% | ১,৮২,৮৬৮ | ১১.৪৩% | ||||
৩৩ | ঝাড়গ্রাম | ৮৩.৪৭% | তৃণমূল | তৃণমূল | কালীপদ সোরেন | ৭,৪৩,৭৪৮ | ৪৯.৮৭% | বিজেপি | এনডিএ | প্রণত টুডু | ৫,৬৯,৪৩০ | ৩৮.২০% | ১,৭৪,০৪৮ | ১১.৬৭% | ||||
৩৪ | মেদিনীপুর | ৮১.৫৬% | তৃণমূল | তৃণমূল | জুন মালিয়া | ৭,০২,১৯২ | ৪৭.৪০% | বিজেপি | এনডিএ | অগ্নিমিত্রা পাল | ৬,৭৫,০০১ | ৪৫.৫৬% | ২৭,১৯১ | ১.৮৪% | ||||
৩৫ | পুরুলিয়া | ৭৮.৩৯% | বিজেপি | এনডিএ | জ্যোতির্ময় সিংহ মাহাতো | ৫,৭৮,৪৮৯ | ৪০.৩৪% | তৃণমূল | তৃণমূল | শান্তিরাম মাহাতো | ৫,৬১,৪১০ | ৩৯.১৫% | ১৭,০৭৯ | ১.১৯% | ||||
৩৬ | বাঁকুড়া | ৮০.৭৫% | তৃণমূল | তৃণমূল | অরূপ চক্রবর্তী | ৬,৪১,৮১৩ | ৪৪.৩৩% | বিজেপি | এনডিএ | সুভাষ সরকার | ৬,০৯,০৩৫ | ৪২.০৭% | ৩২,৭৭৮ | ২.২৬% | ||||
৩৭ | বিষ্ণুপুর | ৮৫.৯১% | বিজেপি | এনডিএ | সৌমিত্র খাঁ | ৬,৮০,১৩০ | ৪৪.৯৩% | তৃণমূল | তৃণমূল | সুজাতা মন্ডল | ৬,৭৪,৫৬৩ | ৪৪.৫৬% | ৫,৫৬৭ | ০.৩৭% | ||||
৩৮ | বর্ধমান পূর্ব | ৮২.৮৫% | তৃণমূল | তৃণমূল | শর্মিলা সরকার | ৭,৩০,৩০২ | ৪৮.১১% | বিজেপি | এনডিএ | অসীম কুমার সরকার | ৫,৫৯,৭৩০ | ৩৭.৩৮% | ১,৬০,৫৭২ | ১০.৭২% | ||||
৩৯ | বর্ধমান-দুর্গাপুর | ৮০.৭২% | তৃণমূল | তৃণমূল | কীর্তি আজাদ | ৭,২০,৬৬৭ | ৪৭.৯৯% | বিজেপি | এনডিএ | দিলীপ ঘোষ | ৫,৮২,৬৮৬ | ৩৮.৮০% | ১,৩৭,৯৮১ | ৯.১৯% | ||||
৪০ | আসানসোল | ৭৩.২৭% | তৃণমূল | তৃণমূল | শত্রুঘ্ন সিনহা | ৬,০৫,৬৪৮ | ৪৬.৫৩% | বিজেপি | এনডিএ | এস এস আহলুওয়ালিয়া | ৫,৪৬,০৮১ | ৪১.৯৬% | ৫৯,৫৬৪ | ৪.৭৮% | ||||
৪১ | বোলপুর | ৮২.৬৬% | তৃণমূল | তৃণমূল | অসিত মাল | ৮,৫৫,৬৩৩ | ৫৫.৯৮% | বিজেপি | এনডিএ | প্রিয়া সাহা | ৫,২৮,৩৮০ | ৩৪.৫৭% | ৩,২৭,২৫৩ | ২১.৪১% | ||||
৪২ | বীরভূম | ৮১.৯১% | তৃণমূল | তৃণমূল | শতাব্দী রায় | ৭,১৭,৯৬১ | ৪৭.০০% | বিজেপি | এনডিএ | দেবতনু ভট্টাচার্য | ৫,২০,৩১১ | ৩৪.০৬% | ১,৯৭,৬৫০ | ১২.৯৪% |
বিধানসভা কেন্দ্র অনুযায়ী সীটের সংখ্যা
সম্পাদনাদল | ২০১৯ | ২০২১ | ২০২৪[৮][৯] | |
---|---|---|---|---|
তৃণমূল | ১৫৪ | ২১৫ | ১৯৩ | |
বিজেপি | ১২৬ | ৭৭ | ৯০ | |
কংগ্রেস | ১৪ | ০ | ১০ | |
বামফ্রন্ট | ০ | ০ | ১ | |
Total | ২৯৪ |
পোস্টাল ব্যালট লীড সংখ্যা
সম্পাদনাদল | সীটের সংখ্যা | ||
---|---|---|---|
তৃণমূল | ২৬ | ||
বিজেপি | ১৬ | ||
বামফ্রন্ট | ০ | ||
কংগ্রেস | ০ | ||
Total | ৪২ |
বিশ্লেষণ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাটীকা
সম্পাদনাউদ্ধৃতি
সম্পাদনা- ↑ Ghosh, Sanchari (২০২৪-০৩-১৬)। "Lok Sabha election 2024 date announcement: Bengal to vote in 7 phases"। livemint.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৭।
- ↑ "West Bengal to Vote in All 7 Phases of LS Polls: A Look at Key Constituencies in the State"। News18 (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৭।
- ↑ "EC Plans 2 Bypolls During LS Elections"। The Times of India। ১৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪।
- ↑ Ghosh, Sanchari (২০২৪-০৩-১৬)। "Lok Sabha election 2024 date announcement: Bengal to vote in 7 phases"। mint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ "General Election 2024 West Bengal Full Schedule: Know Dates, Seats And Parties"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ "West Bengal Lok Sabha Election 2024: Schedule, Phases, Seats, Parties, and Key Players"। Y20 India।
- ↑ Bureau, ABP News (২০২৪-০৩-১৫)। "ABP-CVoter Opinion Poll: Can TMC Hold Off Saffron Surge In Bengal? Here's What Survey Says"। news.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৭।
- ↑ Times of, India (২০২৪-০৬-০৫)। "West Bengal Lok Sabha Election Results 2024 Highligts: TMC retains dominance in West Bengal; wins 29 seats"। www.timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।
- ↑ Explainer, Aljazeera (২০২৪-০৬-০৬)। "India election results: Big wins, losses and surprises"। www.aljazeera.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।