দেবশ্রী চৌধুরী
দেবশ্রী চৌধুরী একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এর সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী।
দেবশ্রী চৌধুরী | |
---|---|
নারী ও শিশুকল্যান প্ৰতিমন্ত্রী, ভারত সরকার | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩০শে মে, ২০১৯ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদি |
মন্ত্রী | স্মৃতি ইরানি |
পূর্বসূরী | বীরেন্দ্র কুমার খাতিক |
লোকসভার সাংসদ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৩শে মে ২০১৯ | |
পূর্বসূরী | মহম্মদ সেলিম |
সংসদীয় এলাকা | রায়গঞ্জ লোকসভা কেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩১শে জানুয়ারি, ১৯৭১ [১] বালুরঘাট, পশ্চিমবঙ্গ, ভারত[১] |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
বাসস্থান | দেশবন্ধু নগর, কলকাতা[১] |
শিক্ষা | স্নাতকোত্তর বর্ধমান বিশ্ববিদ্যালয়[১] |
স্বাক্ষর |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Bio of Member of Parliament"। www.loksabha.nic.in। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।