ঘাটাল লোকসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র
ঘাটাল লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের অন্যতম। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের ঘাটাল অঞ্চলে অবস্থিত। ৩২ নং ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার ছয়টি বিধানসভা কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র।
ঘাটাল লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা কেন্দ্র | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | পাঁশকুড়া পশ্চিম সবং পিংলা ডেবরা দাসপুর ঘাটাল (তফসিলি জাতি) কেশপুর (তফসিলি জাতি) |
প্রতিষ্ঠিত | ১৯৫১-১৯৭১ ২০১৪ - বর্তমান |
মোট নির্বাচক | ১,৩৪৫,৮৬১ |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | সর্ব ভারতীয় তৃণমুল কংগ্রেস |
নির্বাচিত বছর | ২০১৯ |
২০০৮ সালে সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সিদ্ধান্ত অনুসারে, পূর্বতন পাঁশকুড়া লোকসভা কেন্দ্র অবলুপ্ত করে নতুন ঘাটাল লোকসভা কেন্দ্র গঠিত হয়।[১]
বিধানসভা কেন্দ্র
সম্পাদনাঘাটাল লোকসভা কেন্দ্র (৩২ নং লোকসভা কেন্দ্র) নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত:[২]
- পাঁশকুড়া পশ্চিম (২০৫ নং বিধানসভা কেন্দ্র)
- সবং (২২৬ নং বিধানসভা কেন্দ্র)
- পিংলা (২২৭ নং বিধানসভা কেন্দ্র)
- ডেবরা (২২৯ নং বিধানসভা কেন্দ্র)
- দাসপুর (২৩০ নং বিধানসভা কেন্দ্র)
- ঘাটাল (তফসিলি জাতি) (২৩১ নং বিধানসভা কেন্দ্র)
- কেশপুর (তফসিলি জাতি) (২৩৫ নং বিধানসভা কেন্দ্র)
নির্বাচনী ফলাফল
সম্পাদনাসাধারণ নির্বাচন, ২০১৪
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | দীপক অধিকারী | ৬,৮৫,৬৯৬ | |||
সিপিআই | সন্তোষ রাণা | ৪,২৪,৮০৫ | |||
কংগ্রেস | মানস ভুঁইয়া | ১,২২,৯২৮ | |||
বিজেপি | মহম্মদ আলম | ৯৪,৮৪২ |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
সিপিআই | গুরুদাস দাশগুপ্ত | ৬,২৫,৯২৩ | ৫৩.৫০ | ||
তৃণমূল | নুরে আলম চৌধুরী | ৪,৭৮,৭৩৯ | ৪০.৯২ | ||
বিজেপি | মতিলাল খাটুয়া | ৩৪,৯৯৭ | ২.৯৯ | ||
বিএসপি | নারায়ণচন্দ্র সামাত | ১২,০৬৪ | ১.০৩ | ||
ইন্ডিয়ান জাস্টিস পার্টি | লিয়াকত খান | ৯,৩৫৫ | ০.৮০ | ||
জেএমএম | অরুণ কুমার দাস | ৫,৩৩৩ | ০.৪৬ | ||
আরডিপিএম | অহিতোষ মাইতি | ৩,৫১৫ | ০.৩০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৪৭,০১৮ | ১২.৫৮ | |||
ভোটার উপস্থিতি | ১১,৬৯,৯৩৪ | ৮৬.৩৫ |
টেমপ্লেট:West Bengal 2009 election summary
১৯৫১-১৯৭১
সম্পাদনাবছর | বিজয়ী | দল |
---|---|---|
১৯৫১[৪] | নিকুঞ্জবিহারী চৌধুরী | ভারতের কমিউনিস্ট পার্টি |
১৯৫৭[৫] | নিকুঞ্জবিহারী মাইতি | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৬২[৬] | শচীন্দ্র চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৬৭[৭] | জি. পরিমল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
1971[৮] | জগদীশ ভট্টাচার্য | ভারতের কমিউনিস্ট পার্টি |
পাদটীকা
সম্পাদনা- ↑ "Press Note, Delimitation Commission" (পিডিএফ)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। ২০১৩-০৫-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৮।
- ↑ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। Table B – Extent of Parliamentary Constituencies। Government of West Bengal। ২০১০-০৯-১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৭।
- ↑ "General Elections, 2009 (15th Lok Sabha) Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২০১২-০৩-৩১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২৫।
- ↑ "General Elections, India, 1951" (পিডিএফ)। Election Commission। সংগ্রহের তারিখ ২০১২-০৩-১৩।
- ↑ "General Elections, India, 1957" (পিডিএফ)। Election Commission। ২০১২-০৩-২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-১৩।
- ↑ "General Elections, India, 1962" (পিডিএফ)। Election Commission। ২০১৪-০৭-১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-১৩।
- ↑ "General Elections, India, 1967" (পিডিএফ)। Election Commission। সংগ্রহের তারিখ ২০১২-০৩-১৩।
- ↑ "General Elections, India, 1971" (পিডিএফ)। Election Commission। সংগ্রহের তারিখ ২০১২-০৩-১৩।