কার্তিক পাল, একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও‌ কৃষক নেতা। তিনি সিপিআইএম‌এল লিবারেশন দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও একজন পলিটব্যুরো সদস্য।[১]

কার্তিক পাল
কমরেড কার্তিক পাল
পলিটব্যুরো সদস্য, সিপিআই‌এম‌এল লিবারেশন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৭৪
পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক, সিপিআইএম‌এল লিবারেশন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৭৫-২০০৮
পূর্বসূরীবিনোদ মিশ্র
উত্তরসূরীপার্থ ঘোষ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি, ১৯৪৭
নদীয়া, পশ্চিমবঙ্গ
রাজনৈতিক দলসিপিআইএম‌এল লিবারেশন
দাম্পত্য সঙ্গীমিনা পাল
জীবিকারাজনীতিবিদ

কার্তিক পাল ১৯৭৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের সিপিআই‌এম‌এল লিবারেশন দলের রাজ্য সম্মেলনে পার্থ ঘোষ সিপিআইএম‌এল লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের দায়িত্বে নিয়োজিত হন।[২][৩]

কার্তিক পাল সংযুক্ত কিষাণ মোর্চ (AIKSCC) -র রাজ্য সেক্রেটারি পদেও ২০১৯ সাল থেকে নিযুক্ত রয়েছেন।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা