হাওড়া লোকসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র

হাওড়া লোকসভা কেন্দ্র ভারতীয় প্রজাতন্ত্রের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের অন্যতম। পশ্চিমবঙ্গের হাওড়ায় এই কেন্দ্রটি অবস্থিত।

নির্বাচনী ফলাফল সম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০০৯: হাওড়া [১]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল অম্বিকা বন্দ্যোপাধ্যায় ৪,৭৭,৪৪৯
সিপিআই(এম) স্বদেশ চক্রবর্তী ৪,৪০,০৫৭
বিজেপি পলি মুখোপাধ্যায় ৯৭,৭০৩
এসপি বিজয় উপাধ্যায় ৮,৬১৫
নির্দল সুবর্ণ চক্রবর্তী ৮,১৮০
বিএসপি রামাবতার গুপ্ত ৫,৬৮২
নির্দল মনোজ কুমার পাসওয়ান ৩,৭১০
নির্দল সঞ্জয় মাকাল ২,৬০৩
নির্দল সনাতন বাগ ২,৩১৮
নির্দল নারদ পণ্ডিত ১,৪৫৯
নির্দল গৌতম গায়েন ১,৪২৩
এসটিপিআই সুদর্শন মান্না ১,২০৭
নির্দল গৌরব সাহা ১,২০৬
নির্দল আব্দুল মোমিন শেখ ১,১৭৬
নির্দল গোরাচাঁদ কোলে ১,০০০
ভোটার উপস্থিতি ১০,৫৩,৭৮৮

২০০৯ সালের সাধারণ নির্বাচনের পূর্ববর্তী কয়েকটি নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের ফলাফল নিম্নরূপ:

বছর বিজয়ী দ্বিতীয় স্থানাধিকারী
প্রার্থী দল প্রার্থী দল
১৯৭৭ [২] সমর মুখোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) নিত্যানন্দ দে ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮০ সমর মুখোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) নিত্যানন্দ দে ভারতীয় জাতীয় কংগ্রেস (আই)
১৯৮৪ প্রিয়রঞ্জন দাশমুন্সি ভারতীয় জাতীয় কংগ্রেস সমর মুখোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৮৯ সুশান্ত চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রিয়রঞ্জন দাশমুন্সি ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯১ সুশান্ত চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রিয়রঞ্জন দাশমুন্সি ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৬ প্রিয়রঞ্জন দাশমুন্সি ভারতীয় জাতীয় কংগ্রেস সুশান্ত চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৯৮ বিক্রম সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্বদেশ চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৯৯ স্বদেশ চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) কাকলি ঘোষদস্তিদার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২০০৪ স্বদেশ চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বিক্রম সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

পঞ্চদশ লোকসভা সম্পাদনা

২০০৯ সালের সাধারণ নির্বাচনের পর গঠিত পঞ্চদশ লোকসভায় ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের আসনসংখ্যা নিম্নরূপ:[৩]

জোট দল আসন সংখ্যা
সংযুক্ত প্রগতিশীল জোট ভারতীয় জাতীয় কংগ্রেস ২০৬
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১৯
দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম ১৮
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি
জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্স
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
অন্যান্য
মোট ২৬২
জাতীয় গণতান্ত্রিক জোট ভারতীয় জনতা পার্টি ১১৬
জনতা দল (ইউনাইটেড) ২০
শিবসেনা ১১
শিরোমণি অকালি দল
অসম গণ পরিষদ
রাষ্ট্রীয় লোক দল
মোট ১৫৭
সংযুক্ত জাতীয় প্রগতিশীল জোট (তৃতীয় ফ্রন্ট) বামফ্রন্ট ২২
বহুজন সমাজ পার্টি ২১
জনতা দল (সেক্যুলার)
অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম
তেলুগু দেশম পার্টি
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি
বিজু জনতা দল ১৪
অন্যান্য
মোট ৮০
চতুর্থ ফ্রন্ট সমাজবাদী পার্টি ২৭
রাষ্ট্রীয় জনতা দল
মোট ২৭

পঞ্চদশ লোকসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের বিজিত আসনসংখ্যা নিম্নরূপ:[৪]

দল আসন সংখ্যা
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১৯
ভারতীয় জাতীয় কংগ্রেস
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
ভারতের কমিউনিস্ট পার্টি
বিপ্লবী সমাজতন্ত্রী দল
সারা ভারত ফরওয়ার্ড ব্লক
ভারতীয় জনতা পার্টি


বিধানসভা কেন্দ্র সম্পাদনা

সীমানা পুনর্নির্ধারণের পূর্বে হাওড়া লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ বিধানসভার নিম্নলিখিত কেন্দ্রগুলি নিয়ে গঠিত ছিল:[৫]

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের আদেশানুসারে হাওড়া লোকসভা কেন্দ্রের (২৫ নং লোকসভা কেন্দ্র) পরিবর্তিত সীমানার মধ্যে বর্তমান বিধানসভা কেন্দ্রগুলি হল:[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "General Election 2009 Howrah"West Bengal Election Results। Ibnlive। ২০০৯-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৫ 
  2. "24 - Howrah Parliamentary Constituency"Partywise Comparison Since 1977। Election Commission। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-১২ 
  3. "General Election 2009 Results"। Indian Elections। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০ 
  4. "General Election 2009 Results"Statewise results। Indian Elections। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০ 
  5. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ২০০৮-১০-০৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০২ 
  6. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)Table B – Extent of Parliamentary Constituencies। Government of West Bengal। ২০১০-০৯-১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৭ 

আরও দেখুন সম্পাদনা