বালি, হাওড়া জেলা

পশ্চিমবঙ্গের একটি শহর
(বালি, হাওড়া থেকে পুনর্নির্দেশিত)

বালি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার একটি শহর। এটি কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ'র আওতাধীন এলাকার একটি অংশ।[][]

বালি
শহর
বিবেকানন্দ সেতু
বালি পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বালি
বালি
বালি ভারত-এ অবস্থিত
বালি
বালি
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৯′ উত্তর ৮৮°২০′ পূর্ব / ২২.৬৫° উত্তর ৮৮.৩৪° পূর্ব / 22.65; 88.34
দেশ ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
জেলাহাওড়া
অঞ্চলকলকাতা মহানগর অঞ্চল
মেট্রো স্টেশনদক্ষিণেশ্বর
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকবালি পৌরসভা
উচ্চতা১৫ মিটার (৪৯ ফুট)
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারত মান সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭১১২০১-২০২
টেলিফোন কোড+৯১ ৩৪
যানবাহন নিবন্ধনWB
লোকসভা কেন্দ্রহাওড়া
বিধানসভা কেন্দ্রবালি
প্রাচীন হনুমান মন্দির, বালি।

নামকরণ

সম্পাদনা

বালির নামকরণ প্রসঙ্গে নলিনচন্দ্র মিশ্র লিখেছেন:

"নাম পরিচয়েও জানা যায় যে বালীগ্রাম নদীগর্ভ সম্ভূত। বালী খালধারের “মনসাদহ” ডমুরদহ (ডুমুরদ্বীপ), চাকদহ (চক্রদ্বীপ), প্রভৃতি “দহর” মত, মনসা-দ্বীপই বুঝায়। “দিগ্বিজয় প্রকাশে" বালীর নাম “বালুকা” ( বালি) বলিয়াই উক্ত হইয়াছে। পশ্চিমা ভড়নৌকার দাডী-মাঝী পূর্ব্বাপর “বালুখাল” (বালিয়া মাটি গ্রামের খাল) বলিয়া আসিতেছে। বালীর দক্ষিণাংশ বেলুড়ের সাবেক “বেলুড়িয়া" "বেলুড্যা” “বেলুডি” নামের অর্থ বালুয়াড়ি বা বালিয়াড়ি ( বালির আলি বা আডরি বা আড়া)। অতএব বালি, বালিয়াড়ি, দ্বীপ এই তিনটির একত্র সমাবেশ সমন্বয়ে নদীর চর বা দ্বীপ বুঝাইয়া সম্ভবতঃ বালুকা বাহুল্যে 'বালি' নাম সার্থক করিতেছে।"

[]

তবে অনেকে বলেন, একজন প্রভাবশালী ব্যক্তি বালু দত্তের নাম থেকে বালি নামটি এসেছে। আবার কেউ কেউ বলেন, রাজা ক্ষিতিশূরের কাছ থেকে বেদগর্ভের অন্যতম পুত্র কুমার বাসের জন্য যে বালি নামক স্থানটি পেয়েছিলেন - সেটিই এই বালি। সেই সূত্রে স্থানটির এই নামকরণ। এই বালির সুসন্তান সুরকার প্রফুল্ল ভট্টাচার্য-এর কন্যা শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি তাঁর পিতার কাছ থেকে এই দ্বিতীয় মতটির কথা শুনেছিলেন।

বালি 22.65° উত্তর 88.34° পূর্বদিকে অবস্থিত। গড় উচ্চতা হল ১৫ মিটার (৪৯ ফুট)। বালি থেকে উত্তরপাড়া, হুগলি বিচ্ছিন্ন তার উত্তর দিকে বালি খালের দ্বারা। দুটি এলাকায় যোগদানের জন্য ১৮৪৬ সালে বালি খালের উপর একটি সেতু নির্মিত হয়েছিল ।

পরিবহণ

সম্পাদনা

বালি বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতুর মাধ্যমে দক্ষিণেশ্বরের সাথে যুক্ত । স্টেট হাইওয়ে 6 / গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েও বালি দিয়ে যায়। এখান থেকে লোকেরা কলকাতা (বিবেকানন্দ সেতু হয়ে), হাওড়া ( জাতীয় সড়ক 16 দিয়ে ) এবং হুগলি ( জাতীয় হাইওয়ে 19 দিয়ে ) যাওয়ার জন্য বেশ কয়েকটি বাসে চলাচল করতে পারে।

বালি শহরে তিনটি রেলওয়ে স্টেশন রয়েছে। এগুলি হল বালি রেলওয়ে স্টেশন (হাওড়া-বর্ধমান মূল লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনে), বালিঘাট রেলওয়ে স্টেশন এবং বালি হল্ট রেলওয়ে স্টেশন (শিয়ালদহ-ডানকুনি লাইনে)।

প্রশাসন

সম্পাদনা

বালি শহর বালি পৌরসভা দ্বারা পরিচালিত। ১৮৮৩ সালের ১ এপ্রিল হাওড়া পৌরসভার উত্তর দিকের ৩৫টি ওয়ার্ড নিয়ে বালি পৌরসভা গঠিত হয় এবং ২০১৫ সালে পুনরায় হাওড়া পৌরনিগমের অন্তর্ভুক্ত হয়েছিল। ২০২১ সালে বালি পৌরসভা পুনরায় প্রতিষ্ঠিত হয়।

ব্যক্তিত্ব

সম্পাদনা

বহুভাষাবিদ এবং যোগ-ভক্তি মার্গের সিদ্ধসাধক নগেন্দ্রনাথ ভাদুড়ী - ভাদুড়ী মহাশয় অর্থাৎ মহর্ষি নগেন্দ্রনাথ-এর স্মৃতিধন্য এই বালি। এখানে বালি হাইস্কুলে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।[] 'COMPANIONS AND FOLLOWERS OF RAMAKRISHNA' গ্রন্থটির সূত্রে জানা যায় বালি ইংলিশ হাই স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন ১৮৮১ সালে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে মহর্ষি নগেন্দ্রনাথের সাক্ষাৎ হয়।[] এই মহর্ষি নগেন্দ্রনাথের পিতার নাম ছিল পার্বতীচরণ ভাদুড়ী। পার্বতীচরণ ভাদুড়ীর ভ্রাতা কালীচরণ ভাদুড়ী ছিলেন প্রখ্যাত সেতার ও এস্রাজ বাদক সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের পিতা। সুরেন্দ্রনাথ - ভট্টাচার্য উপাধিতে ভূষিত হন। তাই ভাদুড়ী হলেও সুরেন্দ্রনাথ ভট্টাচার্যই ব্যবহার করতেন।[] এই সুরেন্দ্রনাথ ভট্টাচার্যেরই তিন পুত্র বাংলা সংগীত জগতের তিন কিংবদন্তি - সুরকার প্রফুল্ল ভট্টাচার্য, প্রখ্যাত সংগীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য এবং সাধক শিল্পী পান্নালাল ভট্টাচার্য[] স্বর্ণ কণ্ঠশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, সাধক শিল্পী পান্নালাল ভট্টাচার্য, বাংলা ছড়ার গানের কিংবদন্তি শিল্পী সনৎ সিংহ, প্রখ্যাত সুরকার প্রফুল্ল ভট্টাচার্য এবং প্রখ্যাত শিল্পী চণ্ডীদাস মাল-এর জন্য বালির অধিবাসীরা আজও গর্ব অনুভব করেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Basu, Anasuya (২ অক্টোবর ২০১৫)। "Bally battles merger blues"The Telegraph। India। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮ 
  2. Merge Bally, Howrah civic bodies: Mamata Banerjee timesofindia.com | 19 May 2015
  3. মিশ্র, নলিনচন্দ্র (১৩৮৯)। বালী গ্রামের ইতিহাস। ৫৯, শান্তিরাম রাস্তা, বালী (হাওড়া): নলিনচন্দ্র মিশ্র স্মারক নিধি। পৃষ্ঠা ১৪। 
  4. মুখোপাধ্যায়, রঘুপতি (ফেব্রুয়ারি ২০১২)। যুগাচার্য্য মহর্ষি নগেন্দ্রনাথ। সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন, ২বি, রামমোহন রায় রোড, কলকাতা- ৯। পৃষ্ঠা ১১। 
  5. Nagendranath Bhaduri, Maharshi (1846 - 1926), COMPANIONS AND FOLLOWERS OF RAMAKRISHNA। Advaita Ashrama, 5 DEHI ENTALLY ROAD. KOLKATA 700 014: Swami Bodhasarananda। পৃষ্ঠা 381। আইএসবিএন 978-81-7505-360-1 
  6. Sen Shastri, Prof. Tripurasankar (ডিসেম্বর ২০২০)। The Levitating Saint। Nagendra Mission, 2B Rammohan Roy Road, Kolkata-7000009। পৃষ্ঠা 59। 
  7. Sen Shastri, Prof. Tripurasankar (ডিসেম্বর ২০২০)। The Levitating Saint। Nagendra Mission, 2B, Rammohan Roy Road, Kolkata - 700009।