হাওড়া পৌরনিগম

পশ্চিমবঙ্গের পৌরসংস্থা, ভারত

হাওড়া পৌরনিগম বা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার সদর হাওড়া শহরের পৌর পরিকাঠামো ও স্বায়ত্তশাসন সংস্থা। হাওড়া পৌরনিগম অন্তর্ভুক্ত এলাকার আয়তন ১৪০ বর্গকিলোমিটার। এই পৌরসংস্থার বর্তমান মহানাগরিক রথীন চক্রবর্তী। ১৮৬২ সালে কলকাতার যমজ শহর হাওড়ায় একটি পৌরসভা গঠিত হয়। ১৯৮০ সালে হাওড়া পৌরসভা পৌর নিগমের মর্যাদা পায়।

হাওড়া পৌরনিগম
হাওড়া পৌরনিগমের লোগো
হাওড়া পৌরনিগমের লোগো
ধরন
ধরন
ইতিহাস
শুরু১৯৮০; ৪৪ বছর আগে (1980)
নেতৃত্ব
মেয়র
রথীন চক্রবর্তী
ডেপুটি মেয়র
মিনতি অধিকারী
গঠন
আসন৬৬
রাজনৈতিক দল
  তৃণমূল: ৫৮টি আসন
  কংগ্রেস: ৪টি আসন
  বিজেপি: ২টি আসন
  সিপিআই(এম): ২টি আসন
নির্বাচন
সর্বশেষ নির্বাচন
২০১৫
পরবর্তী নির্বাচন
২০২০
সভাস্থল
পৌরনিগম ভবন
ওয়েবসাইট
www.myhmc.in

ইতিহাস

সম্পাদনা
 
হাওড়া পৌরনিগমের পুরোনো গেট
 
হাওড়া পৌরনিগম সুপারমার্কেট

১৮৬২ সালে হাওড়া পুরসভা গঠিত হয়।[] ১৮৯৬ সাল থেকে হাওড়া পুরসভা শহরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ শুরু করে।[] ১৮৮২-৮৩ সালে হাওড়া পুরসভা থেকে বালি পৌরসভাকে বিচ্ছিন্ন করা হয়।[] ১৯৮০ সালের হাওড়া পৌরসংস্থা আইন অনুসারে.১৯৮৪ সালে হাওড়া পুরসভা পৌরসংস্থায় পরিণত হয়।[] ২০১৫ সালের জুলাই মাসে বালি পৌরসভা হাওড়া পৌরসংস্থার সঙ্গে মিশে যায়। [][]

প্রশাসন

সম্পাদনা
 
পৌরনিগম বিল্ডিং, জুন ২০২২।

হাওড়া পৌরসংস্থা ৫০টি ওয়ার্ডে বিভক্ত। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন পৌর-প্রতিনিধি নির্বাচিত হন।[] পৌরসংস্থা একালার প্রশাসনিক কাজ পরিচালনা করে একটি মহানাগরিক-পরিষদ। হাওড়ার মহানাগরিক এই পরিষদের প্রধান। তাকে সাহায্য করেন কমিশনার ও অন্যান্য আধিকারিকেরা।[] বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই পৌরসংস্থা শাসন করছে।

পরিষেবা

সম্পাদনা

হাওড়া পৌরসংস্থা শহরের প্রশাসন ও মৌলিক পরিকাঠামো উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত:

  • জল পরিশোধন ও সরবরাহ,
  • বর্জ্য নিষ্কাশন,
  • কঠিন বর্জ্য অপসারণ ও রাস্তা পরিষ্কার,
  • রাস্তা ও ফ্লাইওভার নির্মাণ,
  • রাস্তায় আলোর ব্যবস্থা,
  • উদ্যান ও মুক্ত এলাকাগুলির পরিচর্যা,
  • শ্মশানঘাট ও কবরখানা রক্ষণাবেক্ষণ,
  • জন্ম ও মৃত্যু নথিভুক্তি
  • হেরিটেজ সংরক্ষণ,
  • রোগ নিয়ন্ত্রণ ও টীকাকরণ,
  • পৌর বিদ্যালয় পরিচালনা ইত্যাদি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Howrah Municipal Corporation"। Official website of Department of Municipal Affairs, Government of West Bengal। ২০১২-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৯ 
  2. O'Malley ও Chakravarti 1909, পৃ. 28
  3. O'Malley ও Chakravarti 1909, পৃ. 31
  4. "Other Municipal Corporation Acts"। Official website of Department of Municipal Affairs, Government of West Bengal। ২০০৯-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৯ 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; tel নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; toi নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. "About us page"। Howrah Municipal Corporation। ২০০৮-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৯