নগর
গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে ছোট এমন মানব বসতি
(নাগরিক থেকে পুনর্নির্দেশিত)
নগর (ইংরেজি: Town) হল গ্রামের চাইতে বড় অথচ পুরোপুরি শহর হিসেবে গড়ে ওঠেনি এমন জনপদ। প্রধানত আধুনিক উন্নয়ন মূলক অঞ্চল বা বড় গ্রাম আধুনিক উন্নয়ন মূলক অঞ্চলে মনুষ্য সম্প্রদায়ের বসতি। শহরের মত আধুনিক ব্যস্ততম জনবসতি। উন্নয়ন মূলক অঞ্চল বা বড় গ্রাম কেও নগর বলা হয়।
বাম থেকে ডানে, উপরে থেকে: পড়া, বার্কশায়ার | পড়া, ইংল্যান্ড, পোরভ, ফিনল্যান্ড, লেমগ্, জার্মানি , সুইজারল্যান্ড দাভোস, স্লোভাকিয়া স্কালিকা, মক্কা সৌদি আরব, ফাতিমা, পর্তুগাল | ফাতিমা পর্তুগাল, ভিলজান্ডি এস্তোনিয়া
দক্ষিণ এশিয়ায় স্থান-নামে প্রত্যয় হিসেবে নগর শব্দের বহুল প্রচলন আছে।
- জাহাঙ্গীরনগর, ঢাকার প্রাচীন নাম।
- বিধাননগর, কলকাতার উত্তর-পূর্বে অবস্থিত একটি উপনগরী।
- ভিলাই নগর, ভারতের ছত্তিসগড় রাজ্যের দুর্গ জেলার একটি শহর।
- বাল্মীকি নগর, ভারতের বিহার রাজ্যের একটি লোকসভা কেন্দ্র।
- গৌতম বুদ্ধ নগর, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা।
উপজেলাসম্পাদনা
বাংলাদেশে নগর প্রত্যয়যুক্ত ১৫টি উপজেলা আছে। যথা,
ইউনিয়নসম্পাদনা
- কাঞ্চন নগর, ফটিকছড়ি উপজেলা
- রশীদ নগর, রামু উপজেলা