দামেস্ক
সিরিয়ার রাজধানী
দামেস্ক (আরবি: دمشق, প্রতিবর্ণী. Dimašq [diˈmaʃq], ইংরেজি: Damascus /dəˈmæskəs/) সিরিয়ার রাজধানী; যুদ্ধের কারণে আলেপ্পোর জনসংখ্যা হ্রাসের পরে এটিও দেশের বৃহত্তম শহর। সভ্যতার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস নিয়ে আলোচনা হবে কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কের নাম উঠে আসবে না এটা কল্পনা করাও দুরূহ ব্যাপার। প্রায় দশ হাজার বছর ধরে মানুষের বসতির চিহ্ন মেলে এখানে। তাই অনেকেই দাবি করেন দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর। তবে এখনও সেই দাবির পক্ষে জোরালো প্রমাণ মেলেনি। সেই আলেকজান্ডার দ্যা গ্রেট, পম্পেই থেকে শুরু করে খালেদ ইবনে ওয়ালিদের মতো অসাধারণ সব বিজেতার পদধূলিতে যুগ যুগ ধরে এ শহর ধন্য হয়ে আছে।
দামেস্ক دمشق (আরবি) | |
---|---|
শহর | |
সিরিয়া সরকার | দামেস্ক গভর্নমেন্ট, রাজধানী শহর |
আয়তন | |
• শহর | ১০৫ বর্গকিমি (৪১ বর্গমাইল) |
• পৌর এলাকা | ৭৭ বর্গকিমি (২৯.৭৩ বর্গমাইল) |
উচ্চতা | ৬৮০ মিটার (২,২৩০ ফুট) |
জনসংখ্যা (২০০৯ সাল) | |
• শহর | ১৭,১১,০০০ |
• জনঘনত্ব | ২২,২২০.৮/বর্গকিমি (৫৭,৫৫১.৩/বর্গমাইল) |
• পৌর এলাকা | ২.৯০ million |
সময় অঞ্চল | আরবীয় মান সময় (ইউটিসি+৩) |
এলাকা কোড | দেশের কোড: 963, শহর কোড: ১১ |
ভৌগোলিক কোড | সি১০০১ |
ওয়েবসাইট | www |
ভূগোলসম্পাদনা
অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
|