মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের চিত্র তোলা হয় তাকে উপগ্রহ চিত্র বলা হয় একই ইংরেজি ভাষায় স্যাটেলাইট ইমেজ ও বলা হয়।[]

অরবিটার ভেহিকল এন্ডেভার থেকে নেওয়া পৃথিবী পর্যবেক্ষণ চিত্র।

তথ্য সংগ্রহের পদ্ধতি

সম্পাদনা

পৃথিবীর ভূপৃষ্ঠের কোন উপাদানের কে স্পর্শ না করেই দূর থেকে সংবেদন প্রক্রিয়ার মাধ্যমে উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়। []

অন্যান্য বৈশিষ্ট্য

সম্পাদনা
  • মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর তোলা ছবি প্রকৃত রং এর মাধ্যমে দেখানো হয়।
  • উপগ্রহ চিত্রের যেসব রং ব্যবহার করা হয় তার কোন ইন্ডেক্স থাকে না।
  • উপগ্রহ চিত্র কম্পিউটার দ্বারা বিশ্লেষণ করা হয়।
  • উপগ্রহ চিত্রের মাধ্যমে একসঙ্গে অনেক বায়ুমণ্ডল এবং পৃথিবীর যে কোন উপাদানের তথ্য সংগ্রহ করতে পারে।
  • উপগ্রহ চিত্র প্রস্তুত করতে প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন হয়।
  • এই চিত্র প্রস্তুত করতে খুব কম সময় লাগে।

উপগ্রহ চিত্রে অক্ষাংশ-দ্রাঘিমাংশ, উপগ্রহের নাম, তারিখ, সময় ইত্যাদি দেওয়া থাকে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Satellite Images"mausam.imd.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২ 
  2. "Satellite imagery"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২১। 
  3. "INSAT Weather: Latest Satellite Images And Maps Of India"www.skymetweather.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২